pratilipi-logo প্রতিলিপি
বাংলা
"অবিচল যদুপতি নাথ"-এর রচনাকার
18 জুলাই 2016

                                             সুধাংশু চক্রবর্ত্তী

 

                                                                             Sudhansu Chakraborty's profile photo

 

নামঃ সুধাংশু চক্রবর্ত্তী

জন্মতারিখঃ ১৫ জুলাই ১৯৫৪ সাল

জন্মস্থানঃ বিহারের পূর্ণিয়া জেলার আড়ারিয়ায়। রেলওয়ে কোয়ার্টারে ।

ডিগ্রীঃ বিজ্ঞানে স্নাতক

 

1) স্বভাব/মেজাজঃ শান্ত তবে কারও কাছে অযথা মাথা নত করতে নারাজ।

 

2) শখ/হবি যার থেকে নিজেকে দূরে রাখতে পারেন নাঃ একসময় ছিলো অঙ্কন/ হাতের টুকুটাক কাজ। বর্তমানে বই পড়া এবং মনের কথা/কল্পনাগুলো ভাষায় প্রকাশ করা।

 

3) অতিপ্রিয় ব্যক্তিত্বঃ নিজের পিতা স্বর্গীয় ভূপেন্দ্রনাথ চক্রবর্ত্তী।

 

4) প্রিয় আসক্তিঃ শিশুদের সাহচর্য্য লাভ। ওদের মধ্যেই ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়।

 

5) প্রিয় লেখক যার প্রেরণা আপনাকে উদ্বুদ্ধ করেঃ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্ত্তী / বনফুল/ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় / আশাপূর্ণাদেবী

 

6) প্রিয় ভোজনঃ গরম ডালভাত। সাথে যে-কোনো রকমের ভাজা বস্তু।

 

7) অবসাদগ্রস্ত হন কিসে? কেউ অযথা মিথ্যে আরোপ লাগালে।

 

8) আপনার মতে প্রেমের সংজ্ঞাঃ প্রেম হলো সম্পূর্ণ মানসিক ব্যাপার। তার বিকাশ বিভিন্নমুখী হয়ে থাকে। তবুও বলা যায় কারও জন্য প্রচণ্ড উৎকণ্ঠা বোধ করা থেকেই ভালোবাসার আসল মানে খুঁজে পাওয়া যায়।

 

9) আপনি কখন সবচেয়ে বেশি খুশি হনঃ কেউ যখন অকপটে সত্যি কথা বলে।

 

10) ছেলেবেলার সবচেয়ে সুখের মুহূর্ত কোন্‌টিঃ যেদিন প্রথম স্কুলে গিয়েছিলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই বিশেষ দিনটিতে যা কখনো ভুলতে পারবো না।

 

11) কোন্‌ জিনিস যা আপনি খুব ঘৃণা করেনঃ মিথ্যাচার এবং চাটুকারিতাকে ভীষণ ঘৃণা করি।

 

12) আপনার ব্যক্তিগত সংরক্ষণে ক’টি বই আছেঃ অতি সামান্য। পঞ্চাশটার মতো রয়েছে। বই হাতে পেলেই পড়ে ফেলি বলে এবং সংরক্ষণের অসুবিধার কারণে খুব বেশী বই কেনা হয়ে ওঠেনি।

 

13) ঈশ্বরে বিশ্বাসী কি আপনিঃ অবশ্যই। ঈশ্বর আছেন যে তার অনেক প্রমাণ পেয়েছি নিজের জীবনে।

 

14) সবচেয়ে ভয় কিসের থেকেঃ মিথ্যে কলঙ্কের ভয় সবসময় পেয়ে এসেছি। এখনো ভয় পাই।

 

15) জীবন থেকে সবচেয়ে কি বেশি আশা করেনঃ শান্তি। টাকাপয়সা/খ্যাতি এসব দু’দিনের জন্য। শান্তি আজীবন সাথ দিয়ে যায় আমাদের।

 

16) আপনার প্রিয় পাঁচটি বইঃ আশাপূর্ণাদেবীর ‘সুবর্ণলতা’ / বিভূতিভূষণ বন্ধ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালি’ / শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দত্তা’ / রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ / জীবনানন্দ দাসের ‘রূপসীবাংলা’ ।

 

17) লেখক হিসাবে আপনার স্বপ্নঃ আমার অনেক গুণগ্রাহী পাঠক হোক সেই স্বপ্ন খুব দেখি। যা লিখছি এবং লিখে চলেছি সেসব পাঠকদের সামনে হাজির  করতে পারাটাই আমার বিশাল একটা স্বপ্ন যা কোনোদিন সম্ভব হবে কিনা জানা নেই।

 

18) জীবনে মাফযোগ্য যদি কোন চুরি করতে বলা হয় তাহলে আপনি কি এমন জিনিস চুরি করতে চাইবেনঃ অবশ্যই বই।

 

19) পুনর্জন্ম হলে কি হয়ে জন্মাতে চানঃ একজন ভালো মানুষ য়ে জন্মাতে চাই যার চিন্তাধারায় স্বচ্ছতা থাকবে এবং লোকেরা যাকে কাছের মানুষ বলে বিবেচিত করবেন।

 

20) পাঠকের প্রতি আপনার কোন বিশেষ উপদেশঃ আপনারা যে-কোনো কবি/লেখকের লেখা পড়ুন এবং সঠিক নিজস্ব মতামত দিন। আপনাদের সুষ্ঠু মতামতই একজন লেখককে পরিণত হতে সাহায্য করে।

 

21) প্রতিলিপির সম্বন্ধেঃ এই প্রতিষ্ঠানটিকে আমি শ্রদ্ধা করি একটাই মাত্র কারণে। এই প্রতিষ্ঠানটি নতুন লেখক/লেখিকাদের পাঠকের সামনে তুলে ধরেন সুনিপুনভাবে।

এবং এই প্রচেষ্টাই পাঠকদের সুযোগ করে দেয় নতুন একজন লেখকল/লেখিকাকে চেনার এবং জানার।