pratilipi-logo প্রতিলিপি
বাংলা

উজান- নতুন বোধনের ফলাফল

09 নভেম্বর 2016

দানবদলনী,চন্ডীরূপী,মাতৃরূপী,কন্যারূপী,জায়ারূপী দেবীকে স্মরণে রেখেই নারীশক্তিরূপী চরিত্র নিয়ে প্রতিলিপির  ইভেন্ট ছিল  “উজান –নতুন বোধন”। বিপুল সাড়া দিয়েছেন লেখক ও পাঠক উভয়েই। প্রত্যেকটি কাহিনীই নিজের নিজের জায়গায় অনন্য। শ্রেষ্ঠত্বের বিচারে কোন কাহিনীই কোন কাহিনীর থেকে কোন অংশে কম নয় । সবথেকে আনন্দের বিষয় প্রতিযোগিতা মনে করে কিন্তু কেউ লেখেন নি । মনের তাগিদে স্বাধীনভাবে নিজের রচনা শৈলীকে আকৃতি দিয়েছেন গল্পকাররা। আর এখানেই চরম সার্থকতা। আমরা সব সময় বলি একই প্ল্যাটফর্মে অনেকগুলো ভালো লেখা যাতে পড়া যায় , নতুনদের একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া যায় ,সেই উদ্দেশ্যেই এই ইভেন্টের আয়োজন। আর আমরা এতটাই কৃতজ্ঞ আমাদের পাঠক ও লেখকদের কাছে যে তাঁরা অত্যন্ত সন্মান ও মর্যাদার সাথে এই চাহিদাটুকু পূরণ করে আসছেন। ইভেন্টের উদ্দেশ্য তাই সফল ।প্রকাশিত হল “উজান –নতুন বোধন”-এর ফলাফল। আমাদের সকল লেখকবন্ধুদের জন্য রইল আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। যদিও এই ফলাফল নির্ধারিত করতে আমাদের বিচারক মণ্ডলীকে যথেষ্ট বেগ পেতে হয়েছে।কেননা কয়েকটি লেখার গুণগত মাণ একে অপরের খুব কাছাকাছি ছিল।

প্রথম  পুরষ্কার মূল্য-৩০০০টাকা

(১) কাহিনীঃ বীজ ধান

লেখকঃ অলভ্য ঘোষ

 

অলভ্য ঘোষবীজ ধান

 

 

দ্বিতীয় পুরষ্কারঃ মূল্য-১০০০ টাকা

(২) কাহিনীঃ ফুলের নাম অপরাজিতা

লেখিকাঃ মৈত্রেয়ী কুমার

 

মৈত্রেয়ী কুমারফুলের নাম অপরাজিতা

 

সান্ত্বনা পুরষ্কারঃ মূল্য- ৫০০টাকা

(৩) কাহিনীঃ এটা ভদ্রলোকের পাড়া

লেখিকাঃ দীপিকা মজুমদার

 

দীপিকা মজুমদারএটা ভদ্রলোকের পাড়া‬

 

 

সান্ত্বনা পুরষ্কারঃ মূল্য- ৫০০টাকা

(৪) কাহিনীঃ অর্দ্ধাঙ্গিনী

লেখিকাঃ স্নিগ্ধা ঝা

 

স্নিগ্ধা ঝাঅর্দ্ধাঙ্গিনী

 

সকলের জন্য রইল অনেক শুভকামনা।

শীর্ষ কুড়িটি গল্পঃ