আমি কি আমার রচনার কোনো প্রকাশিত পর্ব অপ্রকাশিত করে ড্রাফটে রাখতে পারি?

আপনি যদি রচনার কোনো একটি পর্ব ভুলবশত প্রকাশ করে থাকেন এবং সেটি পাঠকদের সামনে থেকে সরিয়ে নিতে চান, সেক্ষেত্রে পর্বটি সরাসরি মুছে ফেলার পরিবর্তে অপ্রকাশিত করতে পারেন। এর ফলে নির্দিষ্ট লেখাটি আপনার ড্রাফটে চলে আসবে কিন্তু তাতে সর্বমোট পাঠক সংখ্যা, গড় রেটিং ইত্যাদি পরিসংখ্যানগুলি একই ভাবে থাকবে। 

 

আপনার যেকোনো প্রকাশিত রচনা আপনি অপ্রকাশিত করলে সাধারণ পাঠকের কাছে সেটি দৃশ্যমান হয় না কিন্তু অ্যাপের ড্রাফট বিভাগে আপনি নিজে সেটি দেখতে পাবেন অন‍্যদিকে আপনি যদি কোনো রচনা সরাসরি মুছে ফেলেন সেটি পুনরায় ফেরত পাওয়া অসম্ভব এবং সেটি স্থায়ীভাবে ডিলিট হয়ে যায়।

 

অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে

 

ধারাবাহিকের একটি পর্ব অপ্রকাশিত করুন

 

  1. প্রতিলিপি অ্যাপের হোমপেজে ঠিক নিচের দিকে থাকা 'লিখুন' অপশনটিতে ক্লিক করুন

  2. নির্দিষ্ট ধারাবাহিক টি খুলুন

  3. নির্দিষ্ট পর্বটির পাশে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করুন

  4. 'অপ্রকাশিত করুন' অপশনটিতে ক্লিক করুন 

  5. নিশ্চিত করুন

 

একটি সম্পূর্ণ গল্প অপ্রকাশিত করুন

 

  1. প্রতিলিপি অ্যাপের হোমপেজে ঠিক উপরে ডানদিকে আপনার প্রোফাইল ছবিটিতে ক্লিক করার মাধ্যমে আপনার নিজস্ব প্রোফাইলে আসুন।

  2. নির্দিষ্ট গল্পটি খুলুন

  3. নির্দিষ্ট গল্পটির পাশে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করুন

  4. 'অপ্রকাশিত করুন' অপশনটিতে ক্লিক করুন 

  5. নিশ্চিত করুন

 

ওয়েবসাইটের ক্ষেত্রে- 

 

  1. ওয়েবপেজের ঠিক উপরে ডানদিকে থাকা 'প্রোফাইল' অপশনটি ক্লিক করুন

  2. 'প্রকাশিত' অপশনটিতে ক্লিক করুন 

  3. নির্দিষ্ট রচনাটিতে ক্লিক করুন

  4. 'অপ্রকাশিত করুন' অপশনটিতে ক্লিক করুন

  5. নিশ্চিত করুন

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?