বেআইনি কার্যকলাপ

প্রতিলিপি ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ব‍্যবহার করে কোনো বেআইনি কার্যকলাপ সাধন করার চেষ্টা করা হলে আমরা সেই নির্দিষ্ট সদস্য বা সদস্যদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব‍্যবস্থা গ্রহণ করতে সক্ষম। এক্ষেত্রে যেকোনো ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হলে সেই নির্দিষ্ট সদস্য নিজেই সম্পূর্ণভাবে সেটির জন্য দায়ী হবেন। নীচের আর্টিকেলটি পড়ুন -

 

 

  1. প্রতিলিপি প্ল‍্যাটফর্ম বা কোনো ফিচারের অপব‍্যবহার করার মাধ্যমে কোনো লেখকের নিজস্ব IP বা ইন্টালেকচুয়াল প্রপার্টির বিকৃতি বা ক্ষতিসাধন করার চেষ্টা করবেন না। যেমন-

 

 

  • প্রতিলিপিতে প্রকাশিত কোনো লেখকের নিজস্ব ও অরিজিনাল রচনা, কোনো তৃতীয় মাধ্যমের সাহায‍্যে প্রকাশ করা বা বিকৃতি ঘটানোর চেষ্টা। 

  • অন্য লেখকের লেখা নিজস্ব রচনা সুস্পষ্ট লিখিত ও আইনি অনুমতি ছাড়া প্রতিলিপিতে প্রকাশ করা।

 

 

  1. প্রতিলিপি প্ল‍্যাটফর্ম বা কোনো ফিচারের অপব্যবহার করার মাধ্যমে এমন কোনো প্রকার কাজ করা নিষিদ্ধ যেগুলি বেআইনি বা যেকোনো বলবৎ আইনি ধারার বিরুদ্ধাচরণ করে যেমন- 

 

 

  • বেআইনি সামগ্রী বা পরিষেবা, ড্রাগস বা নিষিদ্ধ বস্তু, যৌন পরিষেবা ইত্যাদির বিক্রয়/প্রচার/বিজ্ঞাপন করার চেষ্টা।

  • এমন কোনো কন্টেন্ট পোস্ট করা যেগুলি কোনো বেআইনি বা নিষিদ্ধ কার্যকলাপ সম্বন্ধিত টিউটোরিয়াল বা নির্দেশাবলী প্রদর্শন করে (বোমা বানানো, মাদকসেবন ইত্যাদি যেকোনো ধরণের অপরাধমূলক কাজকর্ম কিন্তু শুধুমাত্র এই তালিকাতেই সীমাবদ্ধ নয়)।

  • এমন কোনো আর্থিক লেনদেন বা উপহার হিসেবে কোনো বস্তু আদানপ্রদানের চেষ্টা করা যেটি ভারতীয় আইন অনুযায়ী অবৈধ ।

  • যেকোনো ধরণের আর্টিফিশিয়াল বা কম্পিউটার পরিচালিত পদ্ধতির মাধ্যমে (ফেক আইডি বানানো, কম্পিউটার ভাইরাস আপলোড করা, ম‍্যালওয়ার বা এই জাতীয় যেকোনো কম্পিউটার কোডের ব‍্যবহার ইত্যাদি) প্রতিলিপির ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের কোনো ফিচার বা কন্টেন্টের বিকৃতি ঘটানো বা ক্ষতিসাধন করার চেষ্টা।

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?