আমি কি প্রতিলিপিতে প্রকাশিত আমার গল্পগুলি আমার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারি?

আপনার লেখা গল্পগুলি আরও অনেক সংখ্যায় পাঠকের কাছে পৌছে দেওয়ার সবচেয়ে সহজ উপায় হল সেগুলি শেয়ার করা। অন‍্যান‍্য যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মের মতোই প্রতিলিপিতে আপনার যাত্রার শুরুতে বলাই বাহুল্য অধিক সংখ্যক পাঠক বা অনুসরণকারী থাকবে না। তাই আপনার প্রথম দিকের লেখাগুলিকে আরোও বেশি পাঠকের কাছে পৌছে দেওয়ার জন্য সেগুলি আপনার বন্ধুবান্ধব, পরিবার ও প্রিয়জনদের সাথে সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা সরাসরি টেক্সট ম‍্যাসেজ হিসাবে শেয়ার করে নিন।

 

নিচে লেখা পদ্ধতিতে প্রতিলিপিতে লেখা গল্পগুলি আপনি শেয়ার করতে পারেন- 

 

  1. নির্দিষ্ট গল্পটি খুলুন

  2. ঠিক ডানদিকে উপরে থাকা শেয়ার অপশনটিতে ক্লিক করুন।

  3. শেয়ার করার মাধ‍্যমটি (ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি) বেছে নিন

 

এছাড়াও প্রতিলিপিতে যেকোনো গল্প সম্পূর্ণ পড়ার পর শেষের যে পেজটিতে পর্যালোচনাগুলি দেখার অপশন থাকে সেখান থেকেও আপনি গল্পটি শেয়ার করতে পারেন।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?