আমি কি আমার লেখার মধ্যে ছবি যুক্ত করতে পারি?

প্রতিলিপিতে লেখা প্রকাশ করার সময় নির্দিষ্ট রচনাটির সঙ্গে ছবি যুক্ত করার মাধ্যমে আপনি সেটিকে প্রাণবন্ত করে তুলতে পারেন!

 

মাথায় রাখবেন আপলোড করার জন্য ছবিগুলি png, jpg অথবা jpeg ধরনের হওয়া আবশ্যক; তাছাড়াও সেগুলির সাইজ যেন অবশ্যই ১০ এমবি র কম হয়। আমরা দুঃখিত যে এই মুহূর্তে কোনোরকম pdf বা ppt ফাইল আপলোড করার সুবিধাটি নেই।

 

আপনি আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে যেকোনো ছবি আপলোড করতে পারবেন অথবা সেই মুহূর্তে ক‍্যামেরাটি চালু করে নতুন ছবি তুলে সেটি যুক্ত করতে পারবেন। আপলোড করা ছবিগুলি আপনি যেকোনো মুহূর্তে পরবর্তীকালে মুছে ফেলতে পারবেন। মাথায় রাখবেন আপনার রচনাতে ব‍্যবহার করা ছবিগুলি আমাদের কন্টেন্ট গাইডলাইনস মেনে চলা আবশ্যক। 

 

অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে 

 

  1. প্রতিলিপি অ্যাপের হোমপেজে ঠিক নিচের দিকে থাকা 'লিখুন' অপশনটিতে ক্লিক করুন। 

  2. নির্দিষ্ট গল্পটি বা গল্পের পর্বটি খুলুন। 

  3. 'রচনাটি সম্পাদনা করুন' অপশনটিতে ক্লিক করুন

  4. একেবারে নিচে ডানদিকে থাকা গ‍্যালারি চিহ্নটিতে ক্লিক করুন

  5. গ‍্যালারি থেকে ছবি আপলোড করুন অথবা নতুন ছবি তুলে সেটি যুক্ত করুন

 

ওয়েবসাইটের ক্ষেত্রে

 

প্রকাশিত রচনায় ছবি যুক্ত করুন-

 

  1. ওয়েবসাইটের ঠিক ওপরে 'প্রোফাইল' অপশনটিতে ক্লিক করুন

  2. 'প্রকাশিত’ অপশনটিতে ক্লিক করুন

  3. নির্দিষ্ট রচনাটিতে ক্লিক করুন

  4. রচনা সম্পাদনা করুন অপশনটিতে ক্লিক টরুন

  5. ওপরে ডানদিকে থাকা গ‍্যালারি আইকনটিতে ক্লিক করুন






ড্রাফটে সংরক্ষণ করে রাখা রচনায় ছবি যুক্ত করুন-



  1. ওয়েবসাইটের ওপরে ডানদিকে থাকা লিখুন অপশনটিতে ক্লিক করুন।

  2. নির্দিষ্ট রচনার ড্রাফটটি খুলুন

  3. ওপরে ডানদিকে থাকা গ‍্যালারি আইকনটিতে ক্লিক করুন



মাথায় রাখবেন আপলোড করার জন্য ছবিগুলি png, jpg অথবা jpeg ধরনের হওয়া আবশ্যক;আপনার মোবাইল ফোনের গ‍্যালরি থেকে ফটো আপলোড করার ক্ষেত্রে প্রতিলিপির আপনার গ‍্যালারির মধ্যে থাকা ফাইল এবং ফোল্ডারগুলি অ্যাক্সেস করার অনুমতি প্রয়োজন। আপনার ফোনের সেটিংস থেকে আপনি এই বিষয়টি নিশ্চিত করতে পারেন।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?