কপিরাইটের উল্লঙ্ঘন

কপিরাইটের উল্লঙ্ঘন কী? 

 

কপিরাইটের উল্লঙ্ঘন তখনই হয় যখন কোনও নির্দিষ্ট সৃষ্টি বা কাজের কপিরাইটের মালিক ব‍্যতিত অন্য কোনও ব‍্যক্তি সেটি যেকোনও উদ্দেশ্য ব‍্যবহার করেন, কপিরাইট মালিকের অনুমোদন ছাড়াই। 

 

কপিরাইট শুধুমাত্র একটি আইডিয়া বা ধারণাকে প্রকাশ করার ভঙ্গিকে সুরক্ষা প্রদান করে; মূল আইডিয়া বা ধারণাটি এর আওতায় পড়ে না। বিষয়বস্তুর মিল না থাকলে একই আইডিয়া বা ধারণার ওপর লেখা কোনও রচনা কপিরাইট উল্লঙ্ঘনের নিয়মের আওতায় নাও পড়তে পারে। তাই অনুগ্রহ করে সম্পূর্ণ খতিয়ে দেখে তবেই কপিরাইটের উল্লঙ্ঘজনিত ঘটনাগুলি রিপোর্ট করুন এবং আমাদের জানান।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?