আমি নিচে লেখা উপায়গুলির মাধ্যমে আমার বর্তমান সুপারফ্যান বা সাবস্ক্রাইবার পাঠকদের আকর্ষণ বজায় রাখতে পারি -
-
আরো বেশি সংখ্যায়, বেশি পর্বযুক্ত দীর্ঘ ধারাবাহিক প্রকাশ করা, নিয়মিত লেখার অভ্যাস, ক্রমাগত লেখার গুণমান বৃদ্ধি এবং পাঠকদের সঙ্গে কমেন্ট প্রদান বা বিভিন্ন উপায়ের মাধ্যমে সখ্যতা গড়ে তোলা যাতে পাঠকের মনে হয় আপনাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তারা যথেষ্ট সুফল পাচ্ছেন।
-
প্রতিলিপির 'পোস্ট' বিভাগটির যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমে পাঠকদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া এবং আপনার নিজস্ব এবং লেখা সম্বন্ধীয় সমস্ত আপডেট তাদের কাছে পৌঁছে দেওয়া যেমন কখনো কোনো প্রকার সমস্যার জন্য যদি ২-১ দিন আপনাকে লেখা ছেড়ে থাকতে হয়, সেক্ষেত্রে আপনি সেটি আগামভাবে আপনার সাবস্ক্রাইবারদের জানাতে পারেন।
-
প্রতিলিপির তরফে আপনার নিজস্ব এক্সক্লুসিভ চ্যাটরুম চালু করা হয়েছে যেখানে আপনার সমস্ত সুপারফ্যান পাঠকরা আপনার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারবেন, তাদের মতামত শেয়ার করতে পারবেন, আপনার লেখা সম্বন্ধে মন্তব্য করতে পারবেন, আপনার সাথে এবং নিজেদের মধ্যে আলাপচারিতা গড়ে তুলতে পারবেন।