গোপনীয়তা

প্রতিলিপিতে প্রকাশিত রচনা বা যেকোনও ধরণের কনটেন্টের ক্ষেত্রে অন‍্য কোনও ব‍্যক্তির সুস্পষ্ট অনুমতি ছাড়া তার ব‍্যক্তিগত এবং নিজস্ব যেকোনও ধরনের তথ্য প্রকাশ করা অনুমোদিত নয়।

 

  1. সুপষ্ট লিখিত অনুমতি ছাড়া এমন কোনও রচনা বা কনটেন্ট প্রকাশ করবেন না যার মাধ্যমে নির্দিষ্ট কোনো ব‍্যক্তিকে চিহ্নিত করা যায়। 

  2. যেকোনও বিখ্যাত বা জনপ্রিয় ব‍্যক্তির সম্বন্ধে কোনো তথ্য প্রকাশ বা ব‍্যবহার করার ক্ষেত্রে, শুধুমাত্র ওপেন প্ল‍্যাটফর্মে উপলব্ধ তথ‍্যগুলির ব‍্যবহারই অনুমোদিত অথবা সেইসমস্ত তথ্য আপনি ব‍্যবহার করতে পারবেন যার আইনি অনুমোদন রয়েছে। 

  3. সুস্পষ্ট লিখিত অনুমতি ছাড়া অন্য কোনও ব‍্যক্তির ব‍্যক্তিগত জীবন সম্পর্কিত যেকোনও ধরণের সংবেদনশীল তথ‍্য বা সংবাদ প্রকাশ বা ব‍্যবহার করা নিষিদ্ধ। এইধরনের ব‍্যক্তিগত তথ্য নিম্নলিখিত যেকোনও ধরণের হতে পারে কিন্তু শুধুমাত্র এই তালিকাতেই সীমাবদ্ধ নয় - ছবি, ব‍্যক্তিগত ইমেল, চ‍্যাট বা যেকোনও ধরনের কথোপকথন, ঠিকানা, ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, যৌনপরিচয়, লিঙ্গ, সরকারি ভাবে চিহ্নিতকরণ স্বরূপ ব‍্যবহৃত বা প্রদত্ত যেকোনও ধরণের ডকুমেন্টস বা কাগজপত্র, IP অ্যাড্রেস অথবা যেকোনও ব‍্যক্তিগত তথ‍্য যেগুলি সর্বসাধারণের কাছে উপলব্ধ নয়‌। 

  4. এমন কোনও ব‍্যক্তিগত তথ‍্য প্রকাশ করবেন না যেগুলি হ‍্যাকিং বা এইধরনের যেকোনও বেআইনি পন্থার মাধ্যমে প্রাপ্ত। 

  5. এমন কোনও ব‍্যক্তিগত তথ‍্য প্রকাশ করবেন না যেগুলি 'ডক্সিং' নামক পন্থার মাধ্যমে কোনও নির্দিষ্ট ব‍্যক্তির অনলাইন বা অফলাইন চিহ্নিতকরণ সম্পর্কিত তথ‍্য বা অন‍্যান‍্য যেকোনও সংবেদনশীল তথ্য প্রকাশ করে। 

  6. এমন কোনও রচনা বা কনটেন্ট প্রকাশ করবেন না যেগুলি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কোনও নির্দিষ্ট ব‍্যক্তির, একাধিক ব‍্যক্তির বা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের ব‍্যক্তিগত স্বাধীনতায় আঘাত হানে অথবা এইধরনের কাজে প্ররোচনা বা উসকানি দেয়। 

  7. এমন কোনও রচনা বা কনটেন্ট প্রকাশ করবেন না যেগুলি যেকোনও  ধরনের ব‍্যবসায়িক প্রতিষ্ঠানের নিজস্ব, ব‍্যক্তিগত এবং গোপনীয় যেকোনও ধরনের সংবেদনশীল তথ‍্য (আর্থিক তথ‍্য, ব‍্যবসায়িক গোপন তথ্য, টেকনিক্যাল নথি, নির্দেশবলী বা ম‍্যানুয়েল ইত্যাদি কিন্তু শুধুমাত্র তাতেই সীমাবদ্ধ নয়) পরিবেশন করে।

  8. এমন কোনও রচনা বা কন্টেন্ট প্রকাশ করবেন না যেগুলি কোনও আইনি ধারা উল্লঙ্ঘন করে।

 

ইমেজ বা ছবির ক্ষেত্রে নিচে লেখা অভিযোগগুলির ক্ষেত্রে রিপোর্ট করা হলে আমরা কঠোর ব‍্যবস্থা নিয়ে থাকি - 

 

  1. যেসমস্ত ছবিগুলি কোনও ব‍্যক্তির শরীরের গোপন অঙ্গ প্রদর্শন করে

  2. যে সমস্ত ছবিগুলি সম্পূর্ণ বা আংশিকভাবে উলঙ্গ শরীর অথবা যৌনতায় মত্ত অবস্থায় ব‍্যক্তির ছবি প্রদর্শন করে। 

  3. যেসমস্ত ছবিগুলিতে আর্টিফিশিয়াল পদ্ধতিতে কোনও নির্দিষ্ট ব‍্যক্তির ছবি বিকৃত করার মাধ্যমে সেটি প্রদর্শন করা হয় এবং ইলেকট্রনিক মাধ্যমে ভুলভাবে সেটি ব‍্যবহার করার চেষ্টা করা হয়। 

 

এছাড়াও প্রতিলিপির যেকোনও সদস্য তার নির্দিষ্ট প্রোফাইলটি ডিঅ্যাক্টিভেট করার জন্য আবেদন জানালে, আমাদের তরফে তার প্রোফাইলটি তৎক্ষণাৎ ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। ডিঅ্যাক্টিভেটেড অবস্থায় কোনও নির্দিষ্ট প্রোফাইলে প্রকাশিত রচনা এবং কনটেন্টগুলি প্রতিলিপি ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের অন‍্যান‍্য পাঠকের কাছে দৃশ্যমান হয় না। যদিও নির্দিষ্ট সদস্য তার প্রোফাইলটিতে পুনরায় লগইন করলে সেক্ষেত্রে তার পূর্বপ্রকাশিত বা ড্রাফটে সেভ করে রাখা সমস্ত রচনা এবং অন‍্যান‍্য কন্টেন্টগুলি আবার অন‍্যান‍্য পাঠকরা দেখতে পাবেন।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?