সূচনা

প্রতিলিপির কনটেন্ট গাইডলাইনস বিভাগের অন্তর্গত অরিজিনাল কনটেন্ট সম্বন্ধিত আর্টিকেলটি অনুযায়ী একটি মধ‍্যস্থতাকারী বা ইন্টারমিডিয়ারি' প্ল‍্যাটফর্ম হিসাবে নিচে উল্লিখিত সমস্ত আইনের ধারার ভিত্তিতে আমরা, প্রতিলিপি ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে, দায়িত্ব সহকারে সমস্ত কপিরাইটের উল্লঙ্ঘন এবং লেখা চুরি সংক্রান্ত ঘটনাগুলির ক্ষেত্রে উপযুক্ত ব‍্যবস্থা গ্রহণ করে থাকি -

 

i) ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, 2000; সমস্ত বলবৎ ধারা এবং সংশোধনীর ভিত্তিতে; ইনফরমেশন টেকনোলজি রুলস, 2021 (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস এবং ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) এবং এই সংক্রান্ত সমস্ত বলবৎ ধারা এবং সংশোধনীর ভিত্তিতে।

ii) "দ‍্য কপিরাইট অ্যাক্ট", 1957; এবং এই সংক্রান্ত সমস্ত বলবৎ ধারা এবং সংশোধনীর ভিত্তিতে। 

 

কপিরাইট - ভূমিকা 



  1. কপিরাইট হল আইনসম্মত ভাবে নিজস্ব IP বা ইন্টালেকচুয়াল প্রপার্টির মালিকানার একটি বিশেষ ধরনের অধিকার যেটি "দ‍্য কপিরাইট অ্যাক্ট" 1957 ( সমস্ত সংশোধনী অনুযায়ী) অনুযায়ী যেকোনও নিজস্ব বা অরিজিনাল সাহিত‍্যধর্মী, নাট‍্যধর্মী, সঙ্গীতবিষয়ক বা যেকোনও শৈল্পিক সৃষ্টি, সিনেমাটোগ্রাফি, চলচ্চিত্র, সাউন্ড রেকর্ডিং ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য ("কপিরাইট") 

  2. কোনও একটি নির্দিষ্ট সৃষ্টি বা কাজ জনসমক্ষে প্রকাশিত হওয়ার সাথে সাথে সেটির কপিরাইটের মালিকানার অধিকারী হন সেই ব‍্যক্তি বা লেখক যিনি সেটি সৃষ্টি করেছেন অথবা সেই ব‍্যক্তি যিনি লেখক বা শিল্পীকে অনুমোদন প্রদান করেছেন। ("কপিরাইটের মালিক") আইন অনুযায়ী নিজস্ব বা অরিজিনাল সৃষ্টির কপিরাইটের মালিকানা পাওয়ার জন্য পৃথকভাবে কোনো রেজিস্ট্রেশন করা বাধ‍্যতামূলক নয়। যদিও কপিরাইটের মালিকানা প্রাপ্ত ব‍্যক্তি তার ইচ্ছা অনুযায়ী তার কাজের কপিরাইট সংক্রান্ত পৃথক রেজিস্ট্রেশন করিয়ে রাখতে পারেন। 

  3. কপিরাইটের নিয়ম অনুযায়ী কোনো নির্দিষ্ট সৃষ্টির কপিরাইট মালিকানার অধিকারী ব‍্যক্তি তার একান্ত নিজস্ব ইচ্ছা অনুযায়ী তার সৃষ্টি বা কাজটি নিম্নলিখিত যেকোনও ভাবে ব‍্যবহার করার জন্য অনুমতি দিতে পারেন বা না দিতে পারেন - বাণিজ্যিক বা অবাণিজ‍্যিক উদ্দেশ্যে, কোনো নির্দিষ্ট মাধ্যমে রূপান্তর এবং ব‍্যবহার করার জন্য (উদা: অডিও, ছাপানো বই ইত্যাদি), সম্পূর্ণ বা আংশিক ব‍্যবহারের ক্ষেত্রে স্বল্পদৈর্ঘ্যের বা অতিদীর্ঘ কাজের ক্ষেত্রে ব‍্যবহারের জন্য ইত্যাদি। কপিরাইট নিয়ম অনুযায়ী কপিরাইটের মালিক তার অনুমোদন ব‍্যতিত তার নিজস্ব সৃষ্টি বা কাজ অন‍্যত্র ব‍্যবহার করা হলে নির্দিষ্ট আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন।

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?