কপিরাইটের উল্লঙ্ঘনের ক্ষেত্রে আমরা কী কী ব্যবস্থা নিয়ে থাকি?

প্রতিলিপি ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কপিরাইটের উল্লঙ্ঘন সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে কীভাবে আমরা প্রয়োজনীয় ব‍্যবস্থা নিয়ে থাকি?

 

প্রতিলিপি ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কপিরাইটের উল্লঙ্ঘন সংক্রান্ত কোনও ঘটনার কথা জানতে পারলে আইনানুগ ভাবে আমরা নিচে লেখা পদক্ষেপগুলি গ্রহণ করে থাকি-

 

ক) কপিরাইট নিয়মাবলীর সারসংক্ষেপ

 

 

  1. প্রতিলিপি একটি প্রতিষ্ঠান হিসাবে কপিরাইট সম্পর্কিত সমস্ত অভিযোগগুলির ("অভিযোগ") সমাধানের লক্ষ্যে দ্রুত আইনানুগ পদ্ধতিতে পদক্ষেপ গ্রহণ করবে যখনই এই জাতীয় কোনও ঘটনা কপিরাইটের মালিক ("অভিযোগকারী") কর্তৃক আমাদের জানানো হবে। অভিযোগকারী ব‍্যক্তির অর্থাৎ যিনি কপিরাইটের মালিক তার রচনাটি প্রতিলিপি ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে প্রকাশিত হতে পারে অথবা কোনও রচনা প্রতিলিপি ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে চুরি করে পোস্ট করা হয়ে থাকতে পারে; যদিও মূল রচনাটি কোনও বাহ‍্যিক প্ল‍্যাটফর্ম বা মাধ্যমে আগেই প্রকাশিত। 

  2. কপিরাইট সংক্রান্ত অভিযোগগুলি নথিভুক্ত করার জন্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য কপিরাইটের মালিক কর্তৃক কপিরাইটের উলঙ্ঘন জনিত নির্দিষ্ট সমস্যাটি আমাদের জানানো আবশ্যক এবং কপিরাইটের মালিকানা সম্পর্কিত যথেষ্ট, বৈধ এবং সুস্পষ্ট প্রমাণ প্রেরণ করা আবশ্যক। কোনওপ্রকার গরমিলের ক্ষেত্রে আমাদের অধিকার রয়েছে অভিযোগটি নথিভুক্ত না করার অথবা এই সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়ার।

  3. প্রতিলিপি একটি প্রতিষ্ঠান হিসেবে- 

 

  • প্রতিলিপি ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কপিরাইটের উল্লঙ্ঘন সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে দ্রুত আইনানুগ পদ্ধতিতে ব‍্যবস্থা গ্রহণ করবে যদি বিষয়টি কপিরাইটের মালিক বা অন‍্যান‍্য সদস্যদের দ্বারা রিপোর্ট করা হয় অথবা লেখা চুরি সম্বন্ধীয় আমাদের অভ্যন্তরীণ সিস্টেমে সেটি ধরা পড়ে।
  • প্রকাশিত চুরি করে লেখা রচনাগুলি অপ্রকাশিত করবে যখন অভিযোগকারী দ্বারা প্রদত্ত রচনা এবং সেটির মধ্যে যথেষ্ট ও স্পষ্ট মিল খুঁজে পাওয়া যাবে। এইধরনের সমস্ত অভিযোগগুলির ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে অভিযোগটি খতিয়ে দেখা হবে এবং আবশ্যিকভাবে দুটি রচনার প্রকাশের তারিখ এবং কোনটি আগে প্রকাশিত হয়েছে সেটি বিবেচ‍্য হবে। 
  • দুটি রচনায় আংশিক মিল থাকার ক্ষেত্রে- 
    1. সেটি কপিরাইটের উলঙ্ঘন হিসেবে সরাসরি বিচার্য হবে না। দুটি রচনার প্লট, চরিত্র, কাহিনী ইত্যাদির মধ্যে মিল থাকলে সেটি এই বিভাগের মধ্যে বিবেচ‍্য হবে।

    2. কোনো রচনা অপ্রকাশিত করার আগে এই সম্বন্ধীয় বিবিধ বিষয়গুলি খতিয়ে দেখা হবে। প্রতিলিপি ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কপিরাইটের উলঙ্ঘন সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে দ্রুত আইনানুগ পদ্ধতিতে ব‍্যবস্থা গ্রহণ করা হবে যদি বিষয়টি কপিরাইটের মালিক বা অন‍্যান‍্য সদস্যদের দ্বারা রিপোর্ট করা হয় অথবা লেখা চুরি সম্বন্ধীয় আমাদের অভ্যন্তরীণ সিস্টেমে সেটি ধরা পড়ে।

    3. অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ গ্রহণ করার আগে যে লেখকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাকে সুযোগ দেওয়া হবে তার পক্ষে যথেষ্ট প্রমাণ বা ব‍্যাখ‍্যা দাখিল করা।

    4. অভিযোগকারী এবং অভিযুক্ত লেখক - উভয়কেই বিষয়টি সৌহার্দ্যপূর্ণ ভাবে সমাধান করার জন্য উপদেশ দেওয়া হবে।

    5. কপিরাইটের মালিক কর্তৃক লেখা চুরি সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত লেখককে এই বিষয়ে অবগত করা হবে এবং ২১ দিনের মধ্যে তার তরফে কোনও উত্তর না পাওয়া গেলে রচনাটি অপ্রকাশিত করা হবে। অভিযুক্ত লেখক যদি অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন সেক্ষেত্রে প্রতিলিপির প্ল‍্যাটফর্ম থেকে নির্দিষ্ট লেখাটি অপ্রকাশিত বা সরিয়ে ফেলার জন্য, অভিযোগকারী ব‍্যক্তিকে সরাসরি প্রয়োজনীয় আইনি ব‍্যবস্থা নেওয়ার উপদেশ দেওয়া হবে এবং আদালতের তরফে এই সম্বন্ধীয় যেকোনও আইনি নির্দেশ প্রতিলিপি, একটি প্রতিষ্ঠান হিসেবে, পালন করবে। যদিও অভিযোগপ্রাপ্তির ২১ দিন পর্যন্ত অপেক্ষা করার পরও অভিযোগকারীর তরফে কোনোরকম আইনি নির্দেশ পাঠানো না হলে প্রতিষ্ঠান নির্দিষ্ট রচনাটি নিজস্ব বিবেচনা অনুযায়ী প্রকাশিত অবস্থাতে রাখতে পারে অথবা অপ্রকাশিত করে দিতে পারে।

    6. অভিযুক্ত লেখকের বিরুদ্ধে অভিযোগকারী ব‍্যক্তিকে একান্ত ব‍্যক্তিগত ভাবে আইনি পরামর্শ এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিলিপি, একটি প্রতিষ্ঠান হিসেবে, কোনোরকম সাহায্য করতে অপারগ।

 

খ) সময়সূচি

 

 

যেকোনো কপিরাইট সংক্রান্ত লেখার ক্ষেত্রে নিম্নলিখিত সময়সূচি ধার্য হবে : 

 

  1. অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে সেটির প্রাপ্তি স্বীকার করা হবে

  2. ৩৬ ঘন্টার মধ্যে প্রকাশিত রচনাটি সরিয়ে ফেলা হবে ( যদি না ইতিমধ্যে বিষয়টির সমাধান হয়ে থাকে)

  3. ২১ দিন পর্যন্ত নির্দিষ্ট রচনাটি পুনঃপ্রকাশের জন্য অনুমতি প্রদান করবে না (যদি না ইতিমধ্যে বিষয়টির সমাধান হয়ে থাকে)

  4. ১৫ দিনের মধ্যে (কার্যকরী) সমস্যাটির সমাধান করবে। 

 

গ) কপিরাইটের উল্লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ দায়ের করবেন কীভাবে? 

 

 

কপিরাইটের অভিনয় সংক্রান্ত অভিযোগটি নিম্নলিখিত সকল তথ‍্যগুলি সহ প্রতিলিপির অভিযোগ বিভাগের প্রধান মাননীয় Jitesh Donga মহাশয়কে [email protected] এই ঠিকানায় লিখে জানাতে হবে। 

 

  1. প্রতিলিপি ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে নির্দিষ্ট প্রকাশিত রচনাটির চিহ্নিতকরণের জন্য সেটির লিংকসহ যাবতীয় তথ্য (কিন্তু শুধুমাত্র তাতেই সীমাবদ্ধ নয়);

  2. যথেষ্ট তথ‍্য ও নথি যা প্রমাণ করে অভিযোগকারী ব‍্যক্তিই সেই নির্দিষ্ট প্রকাশিত রচনাটির আইনানুগ ভাবে কপিরাইটের মালিক; অথবা অন্য কোনও সদস্য দ্বারা অভিযোগ প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট তথ্য ও নথি যা প্রমাণ করে কপিরাইটের উল্লঙ্ঘন ঘটেছে 

  3. যথেষ্ট তথ্য ও নথি যা প্রমাণ করে নির্দিষ্ট প্রকাশিত রচনাটি অভিযোগকারী ব‍্যক্তির নিজস্ব বা অরিজিনাল কোনো লেখা থেকে চুরি করা হয়েছে; যেটি "দ‍্য কপিরাইট অ্যাক্ট, 1957" - এই আইনের ৫২ নং সেকশন বা অন্য ধারাগুলির দ্বারা সুরক্ষিত নয় 

  4. যথেষ্ট তথ্য ও নথি যা স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে প্রতিলিপি ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কোন স্থানে নির্দিষ্ট রচনাটি প্রকাশ করা হয়েছে। অথবা ছাপানো বইয়ের ক্ষেত্রে সেটির ISBN নাম্বার এবং অন্যান্য তথ‍্য যেগুলি নির্দিষ্ট রচনাটির প্রকাশের স্থান ও তারিখ সম্বন্ধে জানতে সাহায্য করে। 

  5. অভিযুক্ত ব‍্যক্তি সম্পর্কিত তথ্য (প্রোফাইলের নাম, প্রোফাইলের লিঙ্ক কিন্তু শুধুমাত্র তাতেই সীমাবদ্ধ নয়), যেগুলি স্পষ্টভাবে সেই নির্দিষ্ট ব‍্যক্তিকে চিহ্নিত করতে সাহায্য করে যিনি চুরি করা লেখাটি প্রকাশ করেছেন; এবং

  6. অভিযুক্ত ব‍্যক্তি সম্পর্কিত তথ্য (প্রোফাইলের নাম, প্রোফাইলের লিঙ্ক কিন্তু শুধুমাত্র তাতেই সীমাবদ্ধ নয়) এবং অঙ্গীকার যে অভিযোগকারী ব‍্যক্তি কপিরাইটের উল্লঙ্ঘনের জন্য নির্দিষ্ট আদালতে অভিযোগ দায়ের করবেন এবং প্রতিলিপিতে তার অভিযোগ দাখিল করার ২১ দিনের মধ্যে প্রয়োজনীয় আইনি নির্দেশ প্রেরণ করবেন।

 

ঘ) কপিরাইট নিয়মাবলীর প্রয়োগ

 

 

অভিযোগের ভিত্তি ও সমাধানের ওপর নির্ভর করে প্রতিলিপি, একটি প্রতিষ্ঠান হিসাবে, নিম্নলিখিত যেকোনও একটি পদক্ষেপ গ্রহণ করতে পারে 

 

  1. নির্দিষ্ট রচনাটি অপ্রকাশিত করে ড্রাফটে রেখে দেওয়া; যেখানে অভিযুক্ত লেখক প্রতিষ্ঠানের অনুমতি ব‍্যতিত রচনাটি পুনঃপ্রকাশ করতে পারবেন না।

  2. রচনাটি অভিযুক্ত লেখকের প্রোফাইল থেকে সম্পূর্ণরূপে মুছে দেওয়া বা ডিলিট করে দেওয়া যেখানে অভিযুক্ত লেখক প্রতিষ্ঠানের অনুমতি ব‍্যতিত রচনাটি পুনঃপ্রকাশ করতে পারবেন না।

  3. যদি ২ বা ততোধিকবার কোনো নির্দিষ্ট লেখকের প্রোফাইল থেকে লেখা চুরি বা  কপিরাইটের উলঙ্ঘনের জন্য ডিলিট করে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে সেই নির্দিষ্ট প্রোফাইলটি প্রতিলিপির ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্থায়ীভাবে ব্লক করে দেওয়া হতে পারে (ব্লক করে দেওয়া প্রোফাইলের ক্ষেত্রে, উক্ত লেখক তার আইডি এবং পাসওয়ার্ড ব‍্যবহার করে সেই নির্দিষ্ট প্রোফাইলটিতে লগইন করতে পারবেন না। লেখকের প্রোফাইলে প্রকাশিত সমস্ত রচনা প্রতিলিপির প্ল‍্যাটফর্ম থেকে মুছে যাবে। প্রকাশিত সমস্ত লেখাগুলির ব‍্যাকআপ নেওয়ার জন্য লেখককে ২৪ ঘন্টা সময়সীমা দেওয়া হবে। 

 

ঙ)  বাহ‍্যিক প্ল‍্যাটফর্মের ক্ষেত্রে কপিরাইটের উলঙ্ঘন 

 

 

প্রতিলিপিতে প্রকাশিত বহু লেখকের নিজস্ব রচনা অন্য কোনো তৃতীয় ব‍্যক্তি দ্বারা কপিরাইট আইনের উল্লঙ্ঘন করার মাধ্যমে অন্য কোনো সোশ্যাল মিডিয়া বা বাহ‍্যিক প্ল‍্যাটফর্মে ইতিপূর্বে প্রকাশ করা হয়েছে আমরা তা সম্বন্ধে অবগত।

 

এইধরনের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট লেখকদের আমরা পরামর্শ দিয়ে থাকি দ্রুত সেই নির্দিষ্ট প্ল‍্যাটফর্মে কপিরাইটের উল্লঙ্ঘনের বিষয়টি বিস্তারিত জানিয়ে সেটি রিপোর্ট করার জন্য। তাতেও সমস্যার সমাধান না হলে আমরা বারংবার পরামর্শ দিয়ে থাকি যে তারা যেন এই বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় আইনি পরামর্শ এবং পদক্ষেপ গ্রহণ করেন।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?