আমি আমার ধারাবাহিকটিকে কীভাবে এই বিভাগে রাখতে পারি?

দৈনিক ধারাবাহিক বিভাগটি শুধুমাত্র ধারাবাহিক রচনার ক্ষেত্রেই প্রযোজ্য। এই বিভাগের মধ্যে নিজের লেখা ধারাবাহিকটিকে দৃশ‍্যমানতা দিতে চাইলে লেখককে তার ধারাবাহিক উপন্যাসের অন্ততপক্ষে একটি পর্ব নির্দিষ্ট দিন ও সময়ে আগাম শিডিউল করে রাখতে হবে।

 

প্রতিলিপির শিডিউল ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য।

 

শিডিউল করবেন কীভাবে? 

 

শিডিউলিং পরিষেবাটি শুধুমাত্র ধারাবাহিক রচনার ক্ষেত্রে উপলব্ধ। ধারাবাহিকের যে নির্দিষ্ট পর্বটি আপনি শিডিউল করতে চাইছেন, সেটি ড্রাফটে সেভ করে রাখা প্রয়োজন।

 

  1. প্রতিলিপি অ্যাপের হোমপেজে ঠিক নিচের দিকে থাকা 'লিখুন' অপশনটিতে ক্লিক করুন। 

  2. নির্দিষ্ট গল্পটি খুলুন

  3. 'নতুন পর্ব যুক্ত করুন' অপশনটিতে ক্লিক করুন

  4. নতুন পর্বটি লেখা সম্পূর্ণ হওয়ার পর 'সংরক্ষিত করুন' অপশনে ক্লিক করুন

  5. ড্রাফটে সেভ করে রাখা পর্বটির পাশে 'প্রকাশনার সময়সূচি' নামক একটি অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন। 

  6. নির্দিষ্ট দিন ও সময় বেছে নিন। 

  7. নিশ্চিত করুন। 

 

বিশেষ দ্রষ্টব্য- 

 

  1. আপনার লেখাটি শিডিউল করার পর প্রয়োজন হলে আপনি আবার ও পরে নির্দিষ্ট তারিখ ও সময়টি পরিবর্তন করতে পারবেন। 

  2. আপনার শিডিউল করে রাখা পর্বটিতে যদি কোনোরকম এডিট বা সম্পাদনা করতে চান সেক্ষেত্রে প্রকাশনার সময়ের অন্তত ৩০ মিনিট আগে সেটি করতে হবে। 

 

আপনার ধারাবাহিকটির কোনো পর্ব শিডিউল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে আপনি সরাসরি [email protected] এই ঠিকানায় আমাদের লিখে জানাতে পারেন। আমরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আপনাকে সাহায্য করব।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?