আমি কি প্রতিলিপিতে প্রকাশিত আমার সমস্ত রচনার ব‍্যাকআপ পেতে পারি?

প্রতিলিপিতে আপনার মূল্যবান রচনাগুলির কোনোপ্রকার ব‍্যাকআপ রাখার সুবিধা এই মুহূর্তে উপলব্ধ নেই। সেইজন্য আমরা আমাদের লেখকদের সর্বদা তাদের লেখাগুলির একটি নিজস্ব কপি রাখার পরামর্শ দিই। আপনি আপনার লেখাটি প্রতিলিপি অ্যাপে লেখার পর সেটি কপি করে গুগল ডকস বা সমগোত্রীয় কোনো অ্যাপে সেভ করে রাখতে পারেন। এতে আপনার লেখাগুলি ১০০% সুরক্ষিত থাকবে।

 

তবে বলাই বাহুল্য, আপনার প্রতিলিপি অ্যাকাউন্টটি যদি আপনি ব‍্যবহার নাও করেন, আপনার মূল্যবান লেখাগুলি বছরের পর বছর সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় থাকবে।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?