প্রতিলিপিতে কয়েনের মাধ্যমে আমি কী করতে পারব?

প্রতিলিপিতে আপনি আপনার পছন্দের লেখককে বা তার লেখাকে কয়েন বা স্টিকার প্রদানের মাধ্যমে সমর্থন জানতে পারেন। লেখককে বা তার কোনো লেখাকে সমর্থন জানানোর ক্ষেত্রে আপনি স্টিকারের তালিকা থেকে আপনার পছন্দমতো স্টিকারটি বেছে নিতে পারেন। প্রত‍্যেকটি স্টিকারের সঙ্গে জড়িত অর্থমূল্য আপনার প্রিয় লেখকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং প্রতিমাসের শেষে তিনি সর্বমোট প্রাপ্ত স্টিকার থেকে সাম্মানিক উপার্জন পেতে সক্ষম হবেন। 

 

আপনি যদি লেখকের কোনো রচনাকে সমর্থন জানাতে চান সেক্ষেত্রে নির্দিষ্ট গল্পটির নিচে থাকা 'এই রচনাটিকে সমর্থন করুন' অপশনটিতে ক্লিক করুন। আপনি যদি লেখককে সরাসরি স্টিকার প্রদানের মাধ্যমে সমর্থন জানাতে চান সেক্ষেত্রে লেখকের প্রোফাইলে থাকা 'লেখককে সমর্থন করুন' অপশনটিতে ক্লিক করুন। 

 

আপনার কাছে যথেষ্ট কয়েন না থাকলে আপনি নিচের দুটি উপায়ে কয়েন পেতে সক্ষম হবেন - 

 

  • আপনি প্রতিলিপির রিডিং চ্যালেঞ্জে অংশগ্রহণ করে কয়েন উপার্জন করতে পারেন। প্রতিদিন ১টি করে গল্প পড়লে ৭ দিন পর আপনি ৫টি কয়েন পাবেন এবং টানা ২১ দিন পড়লে আপনি ২০টি কয়েন পাবেন। তবে মাথায় রাখবেন, মাঝে একদিনও আপনি নূন্যতম ১টি গল্প না পড়লে, রিডিং চ্যালেঞ্জটি বাতিল হয়ে আবার প্রথম দিন থেকে গণনা শুরু হবে।

 

                    অথবা 

 

  • এছাড়া, আপনি প্রতিলিপি অ্যাপ থেকে কয়েন কিনতে সক্ষম হবেন। প্রতিটি কয়েনের মূল্য মাত্র ৫০ পয়সা, অর্থাৎ ১০ টাকার বিনিময়ে আপনি ২০টি কয়েন কিনতে পারবেন। কয়েন কেনার ক্ষেত্রে প্রতিলিপি অ্যাপের হোমপেজে ঠিক ওপরে থাকা 'কয়েন' চিহ্নটিতে ক্লিক করুন। এখানেই 'আমার কয়েন্স' বিভাগটি দেখতে পাবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী কয়েন ক্রয় করতে পারবেন। 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?