লেখকদের জন্য নিয়মাবলী

প্রতিলিপি ওয়েবসাইট ও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব‍্যবহারকারী সমস্ত লেখক আমাদের বৃহৎ পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা চাই আমাদের কন্টেন্ট গাইডলাইনস, কপিরাইট সংক্রান্ত নিয়মাবলী এবং শ্রেণী সম্বন্ধীয় নিয়মাবলী যে সমস্ত রচনা বা কন্টেন্টগুলি মেনে চলে না, সেগুলি চিহ্নিত করতে স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের সাহায্য করুন। এছাড়াও লেখকদের জন্য নিচে উল্লিখিত গাইডলাইনসগুলি মেনে চলা আবশ্যক -  

 

  • সুস্পষ্ট লিখিত ও আইনি অনুমতি ছাড়া, অন্য লেখকের পূর্ব প্রকাশিত ও নিজস্ব রচনাগুলি কোনোভাবেই নিজের প্রোফাইল থেকে প্রকাশ করবেন না। ইন্টারনেট মাধ্যমে সকলের জন্য উপলব্ধ লেখাগুলি অথবা পাবলিক ডোমেইনে উপলব্ধ বিভিন্ন কপিরাইট মুক্ত রচনাগুলিও (উদা: ক্লাসিক উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি) এই নিয়মের আওতায় পড়ে। শুধুমাত্র আপনার নিজের লেখা রচনাগুলি প্রতিলিপিতে প্রকাশ করুন।

 

  • এমন কোনও রচনা প্রকাশ করবেন না যেটি কোনও বলব‍ৎ আইনি ধারার উল্লঙ্ঘন করে। 

 

  • আপনার সমস্ত প্রকাশিত রচনাগুলি যেন অবশ্যই আমাদের কন্টেন্ট গাইডলাইনস, শ্রেণী সম্বন্ধীয় গাইডলাইন এবং কপিরাইট সংক্রান্ত নিয়মাবলী মেনে চলে; তাছাড়াও সেগুলি যেন বিপুল সংখ্যক পাঠকের পড়ার জন্য উপযুক্ত হয়।

 

  • প্রতিলিপি ওয়েবসাইট ও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের দুর্বব‍্যবহার করার মাধ্যমে ঘৃণাবাচক, মানহানিকর বা অন‍্যের ব‍্যক্তিগত বা গোপনীয় তথ‍্যবিশিষ্ট রচনা বা কন্টেন্ট প্রকাশ করা থেকে বিরত থাকুন।

 

  • প্রতিলিপি দ্বারা প্রকাশিত সমস্ত নিয়মাবলী এবং গাইডলাইনসগুলি অবশ্যই সচেতনভাবে মেনে চলুন।

 

  • অন‍্যান‍্য লেখক ও পাঠকদের সঙ্গে শ্রদ্ধাপূর্বক আচরণ করুন এবং রিভিউ, চ‍্যাটিং এর মাধ্যমে আপনার সুচিন্তিত মতামতগুলি শেয়ার করার ক্ষেত্রে বা আপনার নিজস্ব রচনাগুলিতে পাঠক প্রদত্ত রিভিউয়ের উত্তরে মন্তব্য করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কমিউনিকেশন সম্পর্কিত গাইডলাইনসগুলি মেনে চলুন।

 

  • প্রতিলিপির ওয়েবসাইট ও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব‍্যবহার করার মাধ্যমে অন্য কোনও সদস‍্যের সঙ্গে/থেকে, প্রকাশিত কোনো রচনা বা কন্টেন্টের ভিত্তিতে ব‍্যক্তিগত ভাবে টাকাপয়সার লেনদেন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। এইধরনের ব‍্যক্তিগত আর্থিক লেনদেনের দায় সম্পূর্ণ আপনার নিজস্ব এবং প্রতিলিপি, একটি প্রতিষ্ঠান হিসেবে, কখনোই এই বিষয়ে দায়ী থাকবে না।

 

  • যে সমস্ত প্রকাশিত রচনা বা কন্টেন্টগুলি প্ল‍্যাটফর্মের নিজস্ব নিয়মাবলী ও গাইডলাইনসগুলি মেনে চলে না, সেগুলি যেকোনও মুহূর্তে প্ল‍্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার অধিকার আমাদের কাছে রয়েছে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট ব‍্যবস্থা গ্রহণ করার আগে নির্দিষ্ট লেখককে এই বিষয়ে সতর্ক ও অবহিত করা হবে যাতে সমস‍্যাটি সৌহার্দ্যপূর্ণ পদ্ধতিতে মিটিয়ে নেওয়া সম্ভব হয়। 

 

  • একাধিক প্রতিলিপি অ্যাকাউন্ট তৈরী করবেন না এবং আপনার পূর্ববর্তী প্রোফাইলটি কোনো নির্দিষ্ট কারণে সাসপেন্ড বা ব্লক করা হয়ে থাকলে পুনরায় নতুন প্রোফাইল তৈরী করে লগইন করবেন না।

 

  • মিথ্যা বা ফেক প্রোফাইল তৈরী করবেন না অন‍্য ব‍্যক্তির নাম, ছবি, ব‍্যক্তিগত তথ‍্য বা সম্পূর্ণ মিথ্যা তথ‍্যাদি ব‍্যবহার করার মাধ্যমে।

 

  • একজন দায়িত্বশীল লেখক হিসেবে প্রতিলিপির প্ল‍্যাটফর্মে প্রকাশিত অনুপযুক্ত রচনা, রিভিউ, মন্তব্য, পোস্ট ইত্যাদি রিপোর্ট করার মাধ্যমে আমাদের জানান। এটি আমাদের প্ল‍্যাটফর্মের স্বচ্ছতা এবং সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে।

 

  • আইন অনুসারে নিজের লেখা ও সৃষ্টি, যেকোনও রচনা প্রকাশ করার সাথে সাথেই সেই নির্দিষ্ট লেখক রচনাটির সম্পূর্ণ কপিরাইটের অধিকারী হন। নিজের প্রকাশিত কোনও অরিজিনাল রচনা বা সাহিত‍্যসৃষ্টির কপিরাইট প্রাপ্তির ক্ষেত্রে কোনও পৃথক রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক নয়; তবে লেখক চাইলে তা করতেও পারেন। প্রতিলিপিতে প্রকাশিত আপনার সমস্ত নিজস্ব এবং প্রকাশিত লেখার ১০০% কপিরাইটের মালিকানা আপনার কাছেই থাকবে। 

 

  • যদি কোনও তৃতীয় ব‍্যক্তি বা প্রতিষ্ঠান, আপনার নিজস্ব প্রকাশিত রচনাগুলির স্বত্ব বা কপিরাইট ব‍্যবহার করার বিষয়ে যোগাযোগ করে, সেক্ষেত্রে অবশ্যই উপযুক্ত আইনি পরামর্শ গ্রহণ করুন এবং শর্তাবলী সম্পর্কিত নথিটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ুন। কোনও তৃতীয় ব‍্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আপনার নিজস্ব লেখার কপিরাইটজনিত অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে প্রতিলিপি, একটি প্রতিষ্ঠান হিসেবে, কোনোভাবেই দায়ী থাকবে না। 

 

  • প্রতিলিপি ওয়েবসাইট ও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে নিজের লেখা প্রকাশ করার মাধ্যমে আমাদের লেখকরা যাতে উপার্জন করতে পারেন সেইজন্য ইতিমধ্যেই আমরা সাবস্ক্রিপশন প্রোগ্রাম চালু করেছি এবং ভবিষ্যতেও বিভিন্ন নতুন ফিচার নিয়ে আসতে পারি। এই ধরনের যেকোনও প্রোগ্রামে আপনার নিজস্ব রচনাটি অন্তর্ভুক্ত করার আগে অবশ্যই নির্দিষ্ট ফিচার সম্পর্কিত FAQ টি বিস্তারিত পড়ুন এবং তারপর সিদ্ধান্ত নিন। 

 

  • প্রতিলিপি ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার নিজস্ব প্রকাশিত কোনও রচনার বিনা অনুমতিপূর্বক ব‍্যবহার হয়ে থাকলে আমরা সার্বিকভাবে চেষ্টা করব উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আপনাকে সাহায্য করার। কিন্তু মাথায় রাখবেন প্রতিলিপি প্ল‍্যাটফর্মের বাইরে লেখা চুরি বা কপিরাইট সংক্রান্ত কোনও সমস্যার ক্ষেত্রে কোনও পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রতিলিপি দায়বদ্ধ নয়। এক্ষেত্রে যথেষ্ট তথ‍্য ও প্রমাণসহ সেই নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া মাধ্যমে সাপোর্ট টিমের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন ও আপনার অভিযোগ দায়ের করুন। 

 

  • প্রতিলিপিতে প্রকাশিত সমস্ত নিজস্ব রচনাগুলির খসড়া বা কপি সুরক্ষিত অবস্থায় অন‍্যত্র যত্ন করে রাখা সম্পূর্ণভাবে লেখকের নিজের দায়িত্ব।

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?