প্রতিলিপিতে আমি কীভাবে একটি সম্পূর্ণ রচনা অথবা ধারাবাহিকের একটি নির্দিষ্ট পর্ব প্রকাশ করতে পারি?

প্রতিলিপি অ্যাপে আপনার ধারাবাহিক রচনার নতুন একটি পর্ব লেখার পর, আপনি সেটি সরাসরি প্রকাশ করার মাধ্যমে প্রতিলিপির লক্ষাধিক পাঠকের সঙ্গে শেয়ার করে নিতে পারেন। আপনি লেখাটি প্রকাশ করার পর সমস্ত পাঠকের কাছে সেটি দৃশ্যমান হয় এবং তারা আপনার রচনার পরিপ্রেক্ষিতে তাদের পর্যালোচনা, মন্তব্য ইত্যাদি আপনাকে জানাতে পারে। 

 

অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে- 

 

গল্পের নতুন একটি পর্ব প্রকাশ করবেন কীভাবে 

 

  1. প্রতিলিপি অ্যাপের হোমপেজে ঠিক নিচের দিকে থাকা 'লিখুন' অপশনটিতে ক্লিক করুন। 

  2. নির্দিষ্ট গল্পটি খুলুন

  3. 'নতুন পর্ব যুক্ত করুন' অপশনটিতে ক্লিক করে লেখা শুরু করুন অথবা 'পূর্ব প্রকাশিত পর্ব যুক্ত করুন' অপশনটিতে ক্লিক করে আগে থেকে ড্রাফটে সেভ করে রাখা রচনা সংযুক্ত করুন। 

  4. প্রকাশিত করুন



গল্পের একাধিক পর্ব একসাথে প্রকাশ করা সম্ভব কি? 

 

প্রতিলিপি অ্যাপে এই মুহূর্তে আপনার লেখা গল্পের একাধিক পর্ব একসাথে প্রকাশ করার সুবিধাটি উপলব্ধ নেই।

 

আপনার প্রকাশিত রচনাগুলির আপনার প্রোফাইলে দৃশ্যমান হবে। কিন্তু আপনার ড্রাফটে সেভ করে রাখা রচনাগুলি শুধু আপনি দেখতে পাবেন এবং পাঠকের কাছে সেগুলি দৃশ্যমান হবে না।

 

ওয়েবসাইটের ক্ষেত্রে- 

 

  1. ওয়েব পেজের ঠিক ওপরে ডানদিকে থাকা 'লিখুন' অপশনটিতে ক্লিক করুন। 

  2. পুনরায় 'লিখুন' অপশনে ক্লিক করুন 

  3. আপনার সম্পূর্ণ রচনাটি লিখুন 

  4. 'প্রকাশিত করুন' অপশনটিতে ক্লিক করুন 

  5. তালিকা থেকে যে নির্দিষ্ট ধারাবাহিকটির পর্ব যুক্ত করতে চান সেটি বেছে নিন

  6. রচনার শিরোনাম যুক্ত করুন এবং নির্দিষ্ট শ্রেণীটি বেছে নিন। 

  7. নিশ্চিত করুন যে রচনাটি স্বরচিত এবং অন্য কোনো লেখার অনুকরণ নয় 

  8. 'প্রকাশিত করুন' অপশনটিতে ক্লিক করুন। 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?