কোনও প্রকাশিত লেখার নির্দিষ্ট একটি পর্ব কীভাবে এডিট বা সম্পাদনা করব?

প্রতিলিপিতে আপনার প্রকাশিত করা রচনাগুলি বা ড্রাফটে সেভ করে রাখা রচনাগুলি আপনি প্রয়োজনমতো এডিট বা সম্পাদনা করতে পারেন। আপনার ইন্টারনেট পরিষেবা সচল অবস্থায় থাকলে, সেক্ষেত্রে ড্রাফটে থাকা রচনাগুলিতে আপনি কোনো পরিবর্তন করলে সেগুলি অটো-সেভ হয়ে যাবে। 

 

প্রথম বিকল্প: 'লিখুন' অপশনটি থেকে

 

  • প্রতিলিপি অ্যাপের হোমপেজে ঠিক নিচের দিকে থাকা 'লিখুন' অপশনটিতে ক্লিক করুন। 

  • নির্দিষ্ট রচনা অথবা নির্দিষ্ট পর্বটিতে ক্লিক করুন

  • 'রচনা সম্পাদনা করুন' অপশনটিতে ক্লিক করুন

 

দ্বিতীয় বিকল্প: প্রোফাইল পেজ থেকে

 

  1. প্রতিলিপি অ্যপের হোমপেজে ঠিক ওপরে ডানদিকে থাকা ছবিটিতে ক্লিক করার মাধ‍্যমে আপনার প্রোফাইল পেজে আসুন

  2. নির্দিষ্ট রচনাটিতে ক্লিক করুন

  3. 'এডিট করুন' অপশনটিতে ক্লিক করুন

  4. 'রচনা সম্পাদনা করুন' অপশনটিতে ক্লিক করুন

  5. ধারাবাহিকের ক্ষেত্রে নির্দিষ্ট পর্বটির ডানদিকে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করুন ও 'এডিট করুন' অপশনটিতে ক্লিক করুন।

 

আপনার লেখাটি ফরম‍্যাট করবেন কীভাবে

 

আপনার লেখা প্রতিটা গল্পকে আপনি নিজের মতো করে সাজাতে পারেন। সম্পূর্ণ রচনাটি লেখার সময় আপনি নিচের অপশনগুলি প্রয়োজন মতো ব‍্যবহার করতে পারবেন।

 

  • বোল্ড, ইটালিকস অপশনগুলি ব‍্যবহার করুন এবং লেখা আন্ডারলাইন করুন

  • আপনার সম্পূর্ণ লেখাটি পেজের মাঝখানে বামদিকে অথবা ডানদিকে সাজিয়ে নিন 

  • রচনা লেখার সময় মাঝে এক বা একাধিক ছবি সংযুক্ত করুন

 

রচনা সংক্রান্ত অন‍্যান‍্য তথ‍্যগুলি যুক্ত করুন

 

আপনার রচনাটি প্রকাশ করার পূর্বে নিম্নলিখিত তথ‍্যগুলি সংযুক্ত করুন যাতে পাঠক সহজেই আপনার রচনাটি খুঁজে নিতে পারে। 

 

  • কভার ইমেজ

  • শিরোনাম

  • সারাংশ

  • প্রকার

  • শ্রেণী

  • রচনার ধরন (চলমান অথবা সমাপ্ত)

 

আপনার রচনা সংক্রান্ত যেকোনো তথ‍্য আপনি প্রয়োজনমতো যেকোনো সময়ে এডিট করতে সক্ষম হবেন।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?