প্রতিলিপিতে আমি কীভাবে গল্প লিখে প্রকাশ করতে পারি?

প্রতিলিপিতে লেখা প্রকাশ করার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিলিপির লক্ষাধিক পাঠকের সঙ্গে আপনি আপনার লেখাটি শেয়ার করে নিতে পারেন! কীভাবে রচনাটি লিখবেন, কীভাবে সেটি ড্রাফটে সেভ করবেন বা প্রকাশিত করবেন সেই সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের আর্টিকেলটি পড়ুন

 

মাথায় রাখবেন, এই মুহূর্তে প্রতিলিপিতে ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইলের মাধ্যমে লেখা আপলোড করা সম্ভব নয়। আপনাকে সরাসরি সম্পূর্ণ রচনাটি লেখার মাধ্যমে সেটি প্রকাশ করতে হবে।

 

  1. প্রতিলিপি অ্যাপের হোমপেজে 'লিখুন' অপশনে ক্লিক করুন

  2. 'নতুন রচনা লিখুন' অপশনটিতে ক্লিক করুন

  3. এই নির্দিষ্ট পেজটিতে আপনি আপনার রচনাটি লিখতে পারবেন এবং শিরোনাম সংযুক্ত করতে পারবেন। 

  4. 'প্রকাশিত করুন' অপশনটিতে ক্লিক করার মাধ্যমে পরবর্তী পেজটিতে আসুন। এখানে আপনি আপনার রচনার কভার ইমেজটি সংযুক্ত করতে পারবেন।

 

কীভাবে কভার ইমেজ আপলোড করবেন সেই সম্বন্ধে জানতে এই বিভাগে তালিকাবদ্ধ নির্দিষ্ট আর্টিকেলটি পড়ুন। 

 

আপনার লেখাটি সম্পূর্ণ করার পর নিচের যেকোনো একটি অপশন বেছে নিতে পারেন- 

 

  • প্রকাশিত করুন 

     

  1. প্রকাশিত করুন অপশনটিতে ক্লিক করুন

  2. গল্পের শিরোনাম লিখুন এবং অন্ততপক্ষে একটি এবং সর্বাধিক তিনটি শ্রেণী যুক্ত করুন

  3. নিশ্চিত করুন যে রচনাটি আপনার স্বরচিত এবং অন্য কোনো লেখার অনুকরণ নয়

  4. প্রকাশিত করুন

 

  • সংরক্ষিত করুন/ড্রাফটে সেভ করুন

 

  1. রচনা এবং শিরোনামটি সম্পূর্ণ লেখার পর পেজের ওপরে ডানদিকে থাকা সংরক্ষণ করার চিহ্নটিতে ক্লিক করুন। 

 

  • প্রিভিউ দেখুন    

  

  1. রচনা এবং শিরোনামটি সম্পূর্ণ লেখার পর পেজের ঠিক ওপরে ডানদিকে থাকা 'আরোও দেখুন'  চিহ্নটিতে (তিনটি সমান্তরাল রেখা) ক্লিক করুন। 

  2. 'প্রিভিউ' অপশনটিতে ক্লিক করুন। 

 

আপনি নির্দিষ্ট রচনাটি প্রকাশিত করার পর আপনার প্রোফাইলে সকল পাঠক সেটি দেখতে পাব।

 

যেকোনো মুহূর্তে আপনি রচনাটিতে নতুন পর্ব যুক্ত করতে পারেন, সেটি এডিট বা সম্পাদনা করতে পারেন এবং সেটি 'অপ্রকাশিত' করতে পারেন।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?