কোনও রচনার সাথে কভার ইমেজ কীভাবে যুক্ত করব?

আপনার গল্পটিকে পাঠকদের জন্য আরো মনগ্রাহী ও আকর্ষণীয় করে তুলতে গল্পটির সাথে অবশ্যই একটি সুন্দর কভার ইমেজ যুক্ত করুন!

 

এক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোন বা কম্পিউটারে আগে থেকে সেভ করে রাখা ছবিগুলো আপলোড করতে পারেন অথবা প্রতিলিপির ইমেজ গ‍্যালারি থেকে আপনার মনের মতো ছবি নিয়ে নতুন কভার ইমেজ তৈরী করতে পারেন। 

 

মাথায় রাখবেন আপনার কভার ইমেজ হিসেবে আপলোড করা ছবিটি png, jpg অথবা jpeg ধরনের হওয়া আবশ্যক।

 

  1. প্রতিলিপি অ্যাপের হোমপেজে ঠিক নিচের দিকে থাকা 'লিখুন' অপশনটিতে ক্লিক করুন। 

  2. লেখা এবং শিরোনাম যুক্ত করুন

  3. 'প্রকাশিত করুন' অপশনটিতে ক্লিক করুন

  4. 'ফটো যুক্ত করুন' অপশনটি থেকে গল্পটির জন্য নতুন কভার ইমেজ আপলোড করুন অথবা প্রতিলিপির ইমেজ গ‍্যালারি থেকে পছন্দমতো ছবি বেছে নিয়ে কভার ফটো তৈরি করুন। 

 

দ্রষ্টব্য- 

 

  • আপনার মোবাইল ফোনের গ‍্যালরি থেকে ফটো আপলোড করার ক্ষেত্রে প্রতিলিপির আপনার গ‍্যালারির মধ্যে থাকা ফাইল এবং ফোল্ডারগুলি অ্যাক্সেস করার অনুমতি প্রয়োজন। আপনার ফোনের সেটিংস থেকে আপনি এই বিষয়টি নিশ্চিত করতে পারেন। 

  • ইন্টারনেট মাধ্যম থেকে আপনার রচনাটির জন্য উপযুক্ত কভার ইমেজ খুঁজে সেটি আপলোড করার ক্ষেত্রে মাথায় রাখবেন ছবিটি কপিরাইট মুক্ত হওয়া আবশ্যক। অন‍্য কোনো ব‍্যক্তি বা প্রতিষ্ঠানের কপিরাইট যুক্ত ছবি ব‍্যবহার করলে সেটি পরবর্তীকালে আপনার রচনাটি থেকে মুছে দেওয়া হতে পারে। নিজের গল্পের জন্য আকর্ষনীয় নাম ঠিক করুন ও চোখে পড়ার মত কভার ইমেজ ব্যবহার করুন। এক্ষেত্রে আপনি pixabay.com, pexels.com, unsplash.com  ইত্যাদি ওয়েবসাইট থেকে কপিরাইটমুক্ত ছবি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?