আমি কি নিজের পছন্দ অনুযায়ী গল্প খুঁজে নিতে পারি?

আপনি গল্প পড়ার ক্ষেত্রে প্রতিলিপিতে নিজের পছন্দ অনুযায়ী গল্পগুলি খুঁজে নিতে পারেন ও সেইমতোই আমাদের সিস্টেম নতুন নতুন গল্প আপনার স্ক্রিনে অর্থাৎ অ্যাপের হোমপেজে তুলে ধরবে।

 

i. প্রতিলিপি অ্যাপের হোমপেজে ঠিক ওপরে 'শ্রেণী' অপশনটিতে ক্লিক করুন ও নিজের পছন্দ অনুযায়ী গল্প খুঁজে নিন

 

ii. হোমপেজে ঠিক ওপরে ডানদিকে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন > পুনরায় ওপরে ডানদিকে 'সেটিংস' চিহ্নে ক্লিক করুন > 'পছন্দের শ্রেণী' বিভাগটিতে ক্লিক করুন > এখানেই আপনার প্রতিদিনের পড়ার জন্য পছন্দের গল্পের শ্রেণীগুলি (যেমন- প্রেমকাহিনী, ভৌতিক, রহস্য ইত্যাদি) বেছে নিন।

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?