কালেকশন কী? কীভাবে একটি কালেকশন তৈরি করা যায়?

আপনি কোন ধরনের গল্প পড়েন, কোন ধরনের লেখা পড়তে ভালোবাসেন বা বর্তমানে কোন গল্পগুলি আপনি পড়ছেন তা নতুন নতুন 'কালেকশন' বানানোর মাধ্যমে আপনি প্রতিলিপির অন‍্যান‍্য লেখক ও পাঠকবন্ধুদের কাছে তুলে ধরতে পারেন। আপনার বানানো কালেকশনগুলি আপনার প্রোফাইলে সকলে দেখতে পাবেন এবং খুব সহজেই সেগুলি আপনি অন‍্যদের সাথে শেয়ার করে নিতে পারবেন। 

 

প্রথম বিকল্প : নির্দিষ্ট গল্পের পেজ থেকে 

 

যেকোনো গল্পের নামে ক্লিক করার পর আপনার সামনে যে পেজটি খোলে সেখান থেকে আপনি নিজস্ব কালেকশন তৈরী করতে পারেন। এই পেজটিতে গল্পের সারাংশ, শ্রেণি, পর্যালোচনা, রেটিং ইত্যাদি তথ‍্যগুলিও দেখা যায়। 

 

  1. 'কালেকশন' অপশনটিতে ক্লিক করুন

  2. 'নতুন কালেকশন তৈরী করুন' অপশনটি বেছে নিন অথবা আপনার আগে বানানো কালেকশন গুলির মধ্যে থেকে যেকোনো একটি বেছে নিন

  3. কালেকশনের নাম নির্ধারণ করুন ও সাবমিট অপশনে ক্লিক করুন

  4. আপনি সফলভাবে কালেকশন তৈরী করেছছন এবং নির্দিষ্ট গল্পটি তাতে সংযুক্ত করেছেন

 

দ্বিতীয় বিকল্প : আপনার প্রোফাইল থেকে

 

  1. প্রতিলিপি অ্যাপের হোমপেজে ঠিক ডানদিকে উপরে আপনার প্রোফাইল ছবিটিতে ক্লিক করুন এবং আপনার প্রোফাইলে যান 

  2. এখানে নিচে স্ক্রোল করলেই 'কালেকশন 'অপশনটি দেখতে পাবেন

  3. 'কালেকশন তৈরি করুন' অপশনটিতে ক্লিক করুন  

  4. এখানে আপনি সদ‍্য যে লেখাগুলি পড়েছেন সেগুলি দেখতে পাবেন। তালিকার মধ্যে থেকে যে লেখাগুলি আপনি সেই নির্দিষ্ট কালেকশনে যুক্ত করতে চান, সেগুলি বেছে নিন। 

  5. গল্প বাছাই করা সম্পূর্ণ হলে 'রচনা যুক্ত করুন' অপশনটিতে ক্লিক করুন

  6. আপনার কলেকশনটির নাম নির্ধারণ করুন এবং সাবমিট অপশনে ক্লিক করুন। 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?