প্রতিলিপিতে আমি কীভাবে পরিচিতি লাভ করতে পারি?

প্রতিলিপিতে একজন নতুন লেখক হিসাবে পরিচিতি লাভ করা কঠিন নয়। এক্ষেত্রে ধৈর্য্য সহকারে নিয়মিত গল্প প্রকাশ করে যাওয়াই হল সবথেকে গুরুত্বপূর্ণ। আমাদের প্ল‍্যাটফর্মে সমস্ত লেখকই একদিন শূন্য থেকে শুরু করেছেন কিন্তু ধৈর্য্য সহকারে এবং ধারাবাহিক ভাবে গল্প প্রকাশ করার মাধ্যমে বহুসংখ্যক লেখক আজ নিজস্ব পরিচিতি লাভ করেছেন এবং লক্ষাধিক পাঠক তাদের লেখা গল্প পড়েছেন। 

 

প্রতিলিপিতে দ্রুত পাঠকপ্রিয়তা লাভ করার জন্য আমরা আপনাকে পরামর্শ দেব পর্ব অনুসারে ধারাবাহিক গল্প লেখার জন্য। এমনকী ছোটগল্প লিখলেও চেষ্টা করুন সেগুলি ধারাবাহিকের মত একটি সংকলন হিসাবে প্রকাশ করার জন্য। 

 

আমাদের প্রিমিয়াম সেকশনে থাকা ধারাবাহিকগুলি নিরীক্ষণ করুন, দেখুন পাঠক কী ধরণের গল্প পছন্দ করছেন ও সেইভাবে গল্পের প্লট পছন্দ করুন। ভৌতিক ও রহস্য বিষয়ে লিখলে আপনি দ্রুত জনপ্রিয়তা লাভ করতে পারবেন।

 

নিজের গল্পের জন্য আকর্ষনীয় নাম ঠিক করুন ও চোখে পড়ার মত কভার ইমেজ ব্যবহার করুন। আপনি unsplash.compixabay.com, pexels.com ইত্যাদি ওয়েবসাইট থেকে কপিরাইটমুক্ত ছবি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

 

প্রতিলিপিতে সফল লেখক হিসেবে নিজেকে গড়ে তুলতে একটু ধৈর্য এবং সময় প্রয়োজন। ইউটিউবে ভিডিও আপলোড করলেই সেটি যেমন সাথে সাথেই অনেক ভিউয়ার্সের কাছে পৌঁছোয় না, একইভাবে প্রতিলিপিতে অনেক বেশি রিডকাউন্ট এবং ফলোয়ার্স পেতে হলে আপনাকে প্রতিনিয়ত লেখা লিখে যেতে হবে এবং একই সাথে ভালো কভার ইমেজ, ভালো লেখনী, পাঠকের পছন্দের বিষয়বস্তু, বড়ো ধারাবাহিক প্রকাশন, ফেসবুকের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিংক সহ সেটি শেয়ার করা ইত্যাদি দিকে আপনাকে খেয়াল রাখতে হবে।

 

এছাড়াও, নিয়মিত পোস্ট করুন, প্রতিলিপির আলোচনাসভা, দৈনিক ধারাবাহিক ফিচার, অনন্য বিষয়ের ওপরে কাহিনী, প্রতিলিপি বাংলা ফেসবুক গ্রুপ ইত্যাদি ফিচারগুলির পরিকল্পনামাফিক ব্যবহার করুন। প্রতিলিপিতে একজন নতুন লেখক হিসেবে এই প্রচেষ্টাগুলিই আপনার লেখাকে বহুসংখ্যায় পাঠকদের কাছে পৌঁছে দেবে।

 

 ধারাবাহিক লিখবেন কীভাবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য নীচে প্রদান করা হল, ভিডিওর মাধ্যমে। আশা করি এই বিষয়ে আপনার আর কোনও সমস্যা থাকবে না।

 

  • কীভাবে একটি রচনা লিখবেন এবং নতুন পর্ব যুক্ত করে তা ধারাবাহিকে রূপান্তরিত করবেন: https://youtu.be/1fcpXIrkhrw
  • ধারাবাহিকের পর্বের ক্রম কীভাবে পরিবর্তন করবেন: https://youtu.be/q16DJxUFjSM
  • ধারাবাহিক থেকে কীভাবে একটি পর্ব সরিয়ে ফেলবেন: https://youtu.be/ZOFz7mzm1F
  • পূর্ব প্রকাশিত রচনা ধারাবাহিকে যুক্ত করবেন কীভাবে: https://youtu.be/LIFZTdcDBWs

 

প্রতিলিপিতে লেখক হিসাবে যাত্রা শুরু করার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলি এবং কোন কোন বিষয়ে বিশেষ নজর রাখা প্রয়োজন সেই সম্বন্ধে বিশেষ কিছু টিপস পেতে নিচের আর্টিকেলগুলি আপনাকে সাহায্য করতে পারে। এই সমস্ত আর্টিকেলগুলি জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত বিভিন্ন লেখকের সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে তৈরী করা হয়েছে। তারা এই সমস্ত আর্টিকেলগুলিতে প্রতিলিপিতে লেখক হিসাবে তাদের পথ চলার অভিজ্ঞতা এবং কীভাবে তারা বহুসংখ‍্যায় পাঠকদের নিজের লেখার প্রতি আকর্ষিত করেছেন সেই বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছেন।

 

প্রতিলিপিতে জনপ্রিয়তা অর্জন করার জন্য বিশেষ টিপস

প্রতিলিপিতে বেশি সংখ্যক পাঠকের কাছে পৌঁছবেন কীভাবে

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?