আপনি ‘আমার উপার্জন' বিভাগের মধ্যে 'বিগত উপার্জন' বিভাগটি দেখতে পাবেন। এখানে আপনার বিগত মাসের উপার্জনের বিবরণ থাকে। যদি বিবরণে 'কার্য চলছে' পর্যায়টি উল্লিখিত থাকে তাহলে অনুগ্রহ করে কিছুদিন অপেক্ষা করুন, অর্থ ৯-১০ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। নগদ অর্থ একবার জমা হয়ে গেলে এটি ‘জমা দেওয়া হয়েছে' বলে সূচিত হবে।