প্রতিলিপিতে নিজস্ব রচনা বা যেকোনও ধরনের কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে প্রতিটি সদস্যের (লেখক ও পাঠক) নিচের গাইডলাইনসগুলি মেনে চলা আবশ্যক; লেখা বা কনটেন্টগুলি যেন ঘৃণাবাচক না হয় এবং তাতে অপরের ক্ষতির সম্ভাবনা না থাকে।
-
সর্বদা সম্মানজনক ভাষা ব্যবহার করুন
-
যেকোনও ধরণের ভাষা, বর্ণনা বা মন্তব্য যেগুলি অপরের প্রতি ঘৃণাবাচক, বৈষম্য বা শত্রুতার প্রকাশ করে, জাতি-ধর্ম-বর্ন-লিঙ্গ-যৌনপরিচয়-ইত্যাদির ভিত্তিতে বিভাজন করে, সামাজিক অবস্থান, শারিরীক অক্ষমতা, অসুস্থতা জাতীয় পরিচয় ইত্যাদির ভিত্তিতে ভেদাভেদ সৃষ্টি করে - সেগুলি প্রতিলিপিতে ব্যবহার করা নিষিদ্ধ।
-
যেকোনও ধরণের ভাষা, বর্ণনা বা মন্তব্য যেন কোনোভাবেই গণহত্যার মতো নারকীয় চিন্তাভাবনাকে প্রচার বা বিজ্ঞাপন না করে।
-
ঘৃণাবাচক ছবি, ভাষা, বর্ণনা (জাতি বা ধর্ম সম্পর্কিত কিন্তু শুধুমাত্র তাতেই পরিসীমিত নয়) অথবা চিহ্ন আপনার প্রোফাইলে ব্যবহার করবেন না।
-
প্রতিলিপি ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের দুর্বব্যহার করার মাধ্যমে কোনোভাবেই কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে বিরক্ত, ট্রোল, অপমান, লজ্জিত, হয়রান, নির্যাতন, উৎপীড়ন ইত্যাদি করার চেষ্টা করবেন না।