ঘৃণাবাচক কনটেন্ট

প্রতিলিপিতে নিজস্ব রচনা বা যেকোনও ধরনের কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে প্রতিটি সদস‍্যের (লেখক ও পাঠক) নিচের গাইডলাইনসগুলি মেনে চলা আবশ্যক; লেখা বা কনটেন্টগুলি যেন ঘৃণাবাচক না হয় এবং তাতে অপরের ক্ষতির সম্ভাবনা না থাকে। 

 

  1. সর্বদা সম্মানজনক ভাষা ব‍্যবহার করুন

  2. যেকোনও ধরণের ভাষা, বর্ণনা বা মন্তব‍্য যেগুলি অপরের প্রতি ঘৃণাবাচক, বৈষম্য বা শত্রুতার প্রকাশ করে, জাতি-ধর্ম-বর্ন-লিঙ্গ-যৌনপরিচয়-ইত্যাদির ভিত্তিতে বিভাজন করে, সামাজিক অবস্থান, শারিরীক অক্ষমতা, অসুস্থতা জাতীয় পরিচয় ইত্যাদির ভিত্তিতে ভেদাভেদ সৃষ্টি করে - সেগুলি প্রতিলিপিতে ব‍্যবহার করা নিষিদ্ধ।

  3. যেকোনও ধরণের ভাষা, বর্ণনা বা মন্তব্য যেন কোনোভাবেই গণহত্যার মতো নারকীয় চিন্তাভাবনাকে প্রচার বা বিজ্ঞাপন না করে।

  4. ঘৃণাবাচক ছবি, ভাষা, বর্ণনা (জাতি বা ধর্ম সম্পর্কিত কিন্তু শুধুমাত্র তাতেই পরিসীমিত নয়) অথবা চিহ্ন আপনার প্রোফাইলে ব‍্যবহার করবেন না। 

  5. প্রতিলিপি ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের দুর্বব‍্যহার করার মাধ্যমে কোনোভাবেই কোনো নির্দিষ্ট ব‍্যক্তি বা গোষ্ঠীকে বিরক্ত, ট্রোল, অপমান, লজ্জিত, হ‍য়রান, নির্যাতন, উৎপীড়ন ইত্যাদি করার চেষ্টা করবেন না। 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?