'রেজরপে' ওয়েবসাইট থেকে আমার কার্ড সংক্রান্ত তথ‍্যাবলী কীভাবে মুছে ফেলব?

'রেজারপে' ব‍্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে, আপনার ডেবিট/ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্ত তথ‍্য সেভ করে রাখা বাধ‍্যতামূলক নয়, বরং আপনার ইচ্ছাধীন। এছাড়া আমরা PCI DSS মেনে চলি, তাই নিশ্চিত থাকুন আপনার সমস্ত ব‍্যাঙ্ক সংক্রান্ত তথ‍্য সুরক্ষিত থাকবে। 

 

এছাড়া আপনি যদি আপনার ব‍্যাঙ্ক সংক্রান্ত তথ‍্য 'রেজারপে' থেকে মুছে ফেলতে চান, সেক্ষেত্রে 'রেজারপে' এর তরফ থেকে আপনি যে ইমেলটি পাবেন, তার মধ্যে থাকা 'Manage your cards' নামক অপশনটিতে ক্লিক করুন অথবা আপনার সেভ করে রাখা কার্ড সংক্রান্ত তথ‍্য এডিট বা ডিলিট করার জন্য সরাসরি এখানে ক্লিক করুন।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?