কীভাবে আমি একটি ধারাবাহিক রচনা তৈরি করব?

আপনি যদি ইতিমধ্যেই আপনার রচনাটি প্রকাশিত করে থাকেন, যেকোনো মুহূর্তে আরোও নতুন পর্ব যুক্ত করার মাধ্যমে আপনি সেটিকে একটি সম্পূর্ণ ধারাবাহিকে রূপান্তরিত করতে পারেন।

 

গল্পের নতুন একটি পর্ব প্রকাশ করবেন কীভাবে- 

 

  1. প্রতিলিপি অ্যাপের হোমপেজে ঠিক নিচের দিকে থাকা 'লিখুন' অপশনটিতে ক্লিক করুন। 

  2. নির্দিষ্ট গল্পটি খুলুন

  3. 'নতুন পর্ব যুক্ত করুন' অপশনটিতে ক্লিক করে লেখা শুরু করুন

  4. নতুন পর্বটির শিরোনাম যুক্ত করুন 

  5. প্রকাশিত করুন

 

আপনার লেখাটি সম্পূর্ণ করার পর এবং শিরোনাম যুক্ত করার পর আপনি নিচের অপশনগুলীর যেকোনো একটি বেছে নিতে পারেন।

 

  • প্রকাশিত করুন 

     

  1. পেজের ঠিক উপরে ডানদিকে থাকা 'প্রকাশিত করুন' অপশনটিতে ক্লিক করুন

  2. নিশ্চিত করুন

 

  • সংরক্ষিত করুন/ড্রাফটে সেভ করুন

 

  1. রচনা এবং শিরোনামটি সম্পূর্ণ লেখার পর পেজের ওপরে ডানদিকে থাকা সংরক্ষণ করার চিহ্নটিতে ক্লিক করুন। 

 

  • প্রিভিউ দেখুন    

  

  1. রচনা এবং শিরোনামটি সম্পূর্ণ লেখার পর পেজের ঠিক ওপরে ডানদিকে থাকা 'আরোও দেখুন'  চিহ্নটিতে (তিনটি সমান্তরাল রেখা) ক্লিক করুন। 

  2. প্রিভিউ অপশনটিতে ক্লিক করুন। 

 

আপনি পূর্বে প্রকাশিত কোনো রচনাকেও আপনার গল্প বা ধারাবাহিকের নতুন পর্ব হিসেবে যুক্ত করতে পারেন- 

 

  1. প্রতিলিপি অ্যাপের হোমপেজে ঠিক নিচের দিকে থাকা 'লিখুন' অপশনটিতে ক্লিক করুন। 

  2. নির্দিষ্ট গল্পটি খুলুন

  3. পেজের ঠিক ওপরে ডানদিকে থাকা 'আরোও দেখুন' চিহ্নটিতে ক্লিক করুন।

  4. 'পূর্ব প্রকাশিত পর্ব যুক্ত করুন'  অপশনটিতে ক্লিক করুন

  5. তালিকা থেকে আগে প্রকাশিত রচনাগুলির মধ্যে কোনটি ধারাবাহিকের পর্ব হিসাবে যুক্ত করতে চান সেটি বেছে নিন

  6. পর্ব যুক্ত করুন। 



ধারাবাহিক সংক্রান্ত সমস্ত তথ্য নিচে প্রদান করা হল ভিডিওর মাধ্যমে- 

 

  • কীভাবে একটি রচনার সঙ্গে নতুন পর্ব যুক্ত করে সেটিকে ধারাবাহিকে রূপান্তরিত করবেন: https://youtu.be/1fcpXIrkhrw

  • ধারাবাহিকের পর্বের ক্রম কীভাবে পরিবর্তন করবেন: https://youtu.be/q16DJxUFjSM

  •  ধারাবাহিক থেকে কীভাবে একটি পর্ব সরিয়ে ফেলবেন: https://youtu.be/ZOFz7mzm1F8

  • পূর্ব প্রকাশিত রচনা ধারাবাহিকে যুক্ত করবেন কীভাবে: https://youtu.be/LIFZTdcDBWs

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?