কমিউনিকেশন সম্পর্কিত নিয়মাবলী

প্রতিলিপি ওয়েবসাইট ও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে লেখক ও পাঠকদের, গল্প লেখা ও পড়ার অভিজ্ঞতা সুন্দর করে তোলার জন্য বিভিন্ন পরিষেবা বা ফিচার উপলব্ধ। এই ফিচারগুলির কোনো পরিস্থিতিতেই অপব্যবহার করার চেষ্টা করা কাম‍্য নয়। আমরা প্রত‍্যেক সদস‍্যকে একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও শ্রদ্ধাশীল ভঙ্গিতে ব‍্যবহার করার করার পরামর্শ দিয়ে থাকি এবং এই বিষয়ে নিচে লেখা গাইডলাইনসগুলি মনে রাখা আবশ্যক।

 

 

  • রিভিউ ও মন্তব্য সম্পর্কিত গাইডলাইনস

 

 

যেকোনো ধরণের পর্যালোচনা বা মন্তব্য যেগুলি প্রতিলিপির গাইডলাইনসগুলি মেনে চলে না সেগুলিকে আমরা প্ল‍্যাটফর্ম থেকে সরিয়ে দিতে সক্ষম। এছাড়াও এই জাতীয় একাধিক বা গুরুতর অপরাধের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট সদস‍্যের প্রোফাইল সাসপেন্ড বা ব্লক করে দিতে পারি। 

 

  1. যেকোনো রচনার ক্ষেত্রে সঠিকভাবে রেটিং প্রদান করুন (১টি স্টার যুক্ত রেটিং হল সর্বনিম্ন ও ৫টি স্টার যুক্ত রেটিং হল সর্বোচ্চ)।

  2. রিভিউ বা পর্যালোচনা দেওয়ার ক্ষেত্রে এমন কিছু লিখবেন না যা আমাদের কন্টেন্ট গাইডলাইনসগুলির বিরুদ্ধাচরণ করে।

  3. শ্রদ্ধাশীল ভঙ্গিতে আপনি যেকোনো রচনার সমালোচনা বা পাঠ প্রতিক্রিয়া প্রদান করতে পারবেন কিন্তু মাথায় রাখবেন কোনো ধরণের অনুপযুক্ত/ অশ্লীল/ ঘৃণাবাচক ইত্যাদি শব্দের ব‍্যবহার নিষিদ্ধ।

  4. এমন কিছু লিখবেন না যা লেখককে ব‍্যক্তিগতভাবে লাঞ্ছিত করে বা সরাসরি অন্য কোনো সদস্যদের ওপর আঘাত হানে। 

  5. সাহিত্যের প্ল‍্যাটফর্মের জন্য উপযুক্ত ও শ্রদ্ধাশীল ভাষার ব‍্যবহার করে রিভিউ বা পর্যালোচনা লিখুন। কোনো রাজনৈতিক বক্তব্য লেখার জন্য বা অন্য কোনো সদস‍্যকে ট্রোল করার জন্য বা এই জাতীয় যেকোনো ক্ষতিকর উদ্দেশ্য প্রণোদিত করার লক্ষ্যে পর্যালোচনা বা মন্তব্য লিখবেন না। 

  6. রিভিউ বা পর্যালোচনা দেওয়ার ক্ষেত্রে এমন কিছু লিখবেন না যা আমাদের ফেক এনগেজমেন্ট গাইডলাইনসগুলির বিরুদ্ধাচরণ করে।

 

 

  • চ‍্যাটিং সম্পর্কিত গাইডলাইনস

 

 

প্রতিলিপিতে উপলব্দ্ধ ব‍্যক্তিগত মেসেজ বা সরাসরি চ‍্যাটিং পরিষেবাটি উপভোগ করার ক্ষেত্রে নিচের গাইডলাইনসগুলি মাথায় রাখা আবশ্যক - 

 

  1. চ‍্যাটিং পরিষেবার ব‍্যবহার করার মাধ্যমে এমন কোন মেসেজ পাঠাবেন না যেটি আমাদের কন্টেন্ট গাউডলাইনসগুলির বিরুদ্ধাচরণ করে।

  2. কোনো লেখকের ইচ্ছার বিরুদ্ধে তার লেখার স্বত্ব বা কপিরাইট প্রাপ্তির জন্য তাকে মেসেজ করার মাধ্যমে স্প‍্যামিং বা বিব্রত করবেন না।

  3. ব‍্যক্তিগত চ‍্যাটিংয়ের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন এবং ব‍্যক্তিগত মেসেজগুলি সর্বসমক্ষে প্রকাশ করবেন না

  4. অন‍্যান‍্য সদস‍্যদের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন এবং কোনো সদস‍্য আপনার সঙ্গে ব‍্যক্তিগত ভাবে মেসেজিং না করতে চাইলে তার সাথে এই বিষয়ে যোগাযোগ করা থেকে বিরত থাকুন

  5. আমরা সদস্যদের পরামর্শ দিই 'ব্লক' বা অন‍্যান‍্য ফিচারগুলি ব‍্যবহার করার জন্য যাতে তারা অনভিপ্রেত চ‍্যাটিং রিকুয়েষ্ট বা মেসেজগুলি বন্ধ করতে পারেন

  6. চ‍্যাটিংয়ের ক্ষেত্রে আপনার কোনো ব‍্যক্তিগত সংবেদনশীল তথ্য যথা ব‍্যাঙ্ক সম্পর্কিত তথ‍্য, পিন নম্বর, ওটিপি ইত্যাদি শেয়ার করবেন না। এর ফলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। 

  7. ব‍্যক্তিগত মেসেজের মাধ্যমে যেকোনোপ্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। এই জাতীয় কোনো প্রতারণা বা ক্ষতির ক্ষেত্রে সম্পূর্ণভাবে আপনি নিজে দায়ী থাকবেন।

  8. প্রতিলিপির তরফে আমরা ব‍্যক্তিগত মেসেজ বা চ‍্যাটগুলি অ্যাক্সেস করি না বা পড়ি না, যদি না সেটি আইনানুগ ভাবে একান্ত প্রয়োজন হয়ে দাঁড়ায়। তাই যেকোনো ধরণের অনুপযুক্ত বা অশ্লীল মেসেজ বা থ্রেট ইত‍্যাদির ক্ষেত্রে অনুগ্রহ করে সেটি একটি স্ক্রিনশট সহযোগে  রিপোর্ট করার মাধ্যমে আমাদের জানান।

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?