একটি নির্দিষ্ট গল্প বা কোনও ধারাবাহিকের একটি নির্দিষ্ট পর্ব কীভাবে মুছে ফেলব?

প্রতিলিপিতে আপনার প্রকাশিত গল্প বা ধারাবাহিকের কোনো নির্দিষ্ট পর্ব অথবা ড্রাফটে সেভ করে রাখা কোনো অপ্রয়োজনীয় রচনা আপনি মুছে ফেলতে পারবেন।

 

তবে মাথায় রাখবেন আপনি কোনো নির্দিষ্ট লেখা মুছে দেওয়ার পর সেটি পুনরায় ফিরে পাওয়া অসম্ভব। তাই একান্ত প্রয়োজন না হলে আপনি নির্দিষ্ট লেখাটি পুরোপুরি মুছে ফেলার বদলে সেটি অপ্রকাশিত করতে পারেন; আপনার ড্রাফটে সংরক্ষিত অপ্রকাশিত লেখাগুলি পাঠকের কাছে দৃশ্যমান হয় না। 

 

ধারাবাহিকের ক্ষেত্রে, আপনি যদি একটি নির্দিষ্ট প্রকাশিত পর্ব মুছে ফেলেন সেক্ষেত্রে সম্পূর্ণ ধারাবাহিকটি সর্বমোট পাঠকসংখ‍্যা এবং গড় রেটিংয়ের ওপর তার প্রভাব পড়বে। 

 

অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে

 

ধারাবাহিকের নির্দিষ্ট পর্ব মুছে ফেলার ক্ষেত্রে

 

  1. প্রতিলিপি অ্যাপের হোমপেজে ঠিক নিচের দিকে লিখুন অপশনটিতে ক্লিক করুন।

  2. নির্দিষ্ট ধারাবাহিক টি খুলুন

  3. নির্দিষ্ট পর্বটির ডানদিকে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করুন

  4. 'অপ্রকাশিত করুন' অপশনটিতে ক্লিক করুন

  5. অপ্রকাশিত পর্বটি এখন সেই নির্দিষ্ট ধারাবাহিকটির মধ্যে 'ধারাবাহিকের ড্রাফট' বিভাগে দেখতে পাবেন। 

 

পর্বটি পুরোপুরি মুছে ফেলতে চাইলে, 

 

  1. ইতিমধ্যে অপ্রকাশিত করা নির্দিষ্ট পর্বটির ডানদিকে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করুন

  2. 'সরিয়ে ফেলুন' অপশনটিতে ক্লিক করুন

  3. 'মুছে ফেলুন' অপশনটিতে ক্লিক করুন

 

সম্পূর্ণ ধারাবাহিক রচনাটি মুছে ফেলতে চাইলে, উপরোক্ত পদ্ধটি অনুযায়ী প্রত‍্যেকটি প্রকাশিত পর্ব একে একে অপ্রকাশিত করুন এবং মুছে ফেলুন।

 

  1. পুনরায় নির্দিষ্ট পর্বটি খুলুন

  2. 'অপ্রকাশিত করুন' অপশনটিতে ক্লিক করুন

  3. ডিলিট অপশনটিতে ক্লিক করুন

  4. নিশ্চিত করুন



ওয়েবসাইটের ক্ষেত্রে 

 

ধারাবাহিকের নির্দিষ্ট পর্ব মুছে ফেলার ক্ষেত্রে

 

  1. ওয়েবসাইটের ঠিক ওপরে ডানদিকে থাকা 'প্রোফাইল' অপশনটিতে ক্লিক করুন। 

  2. নির্দিষ্ট ধারাবাহিকটি খুলুন

  3. নির্দিষ্ট পর্বটির ডানদিকে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করুন

  4. 'ধারাবাহিক থেকে মুক্ত করুন' অপশনটিতে ক্লিক করুন



সম্পূর্ণ ধারাবাহিক রচনাটি মুছে ফেলতে চাইলে, উপরোক্ত পদ্ধটি অনুযায়ী প্রত‍্যেকটি প্রকাশিত পর্ব একে একে অপ্রকাশিত করুন এবং মুছে ফেলুন।

 

  1. পুনরায় নির্দিষ্ট পর্বটি খুলুন

  2. 'অপ্রকাশিত করুন' অপশনটিতে ক্লিক করুন

  3. ‘ডিলিট’ অপশনটিতে ক্লিক করুন

  4. নিশ্চিত করুন

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?