প্রতিলিপিতে আমার অ্যাকাউন্টের তথ‍্যগুলি কি সুরক্ষিত?

আপনার প্রতিলিপি অ্যাকাউন্টের কোন কোন অংশগুলি পাঠকরা দেখতে পান এবং কোন অংশগুলি শুধুমাত্র আপনার কাছে দৃশ্যমান, সেই সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের আর্টিকেলটি পড়ুন।

 

দেখে নেওয়া যাক নিচের কোন বিভাগগুলি প্রাইভেট এবং কোনগুলি সকলের জন্য উন্মুক্ত-

 

প্রোফাইল 

 

আপনার প্রোফাইলে আপনার নিজস্ব সমস্ত তথ‍্যাবলি উপলব্ধ। 

 

আপনার প্রোফাইল পিকচার, নাম, উপনাম সকলের জন্য উন্মুক্ত। আপনি যদি নিজের প্রোফাইলে সারাংশ যুক্ত করেন সেটিও সকল পাঠক দেখতে পাবেন। 

 

আপনার অ্যাকাউন্টের সেটিংস বিভাগে আপনি আপনার জন্মতারিখ সংযুক্ত করার অপশন পাবেন এবং এই তথ‍্যটি শুধুমাত্র আপনার কাছেই দৃশ্যমান হবে। 

 

লাইব্রেরি

 

আপনার লাইব্রেরিতে উপলব্ধ সমস্ত লেখাগুলি প্রাইভেট এবং সকলের জন্য উপলব্ধ নয়। আপনার লাইব্রেরি বিভাগ থেকে কিছু গল্প প্রতিলিপি অ্যাপের হোমপেজে রেকমেন্ডেশন হিসাবে দেখানো হতে পারে। 

 

আপনার জন্য অ্যাপের হোমপেজে রেকমেন্ডেশন আসা গল্পগুলি কোনোভাবেই মুছে ফেলা বা সরিয়ে ফেলা সম্ভব নয়। 

 

কালেকশন 

 

আপনার কালেকশনে থাকা সমস্ত লেখাগুলি সকল পাঠক দেখতে পাবেন এবং সেগুলি কোনোভাবেই প্রাইভেট করে রাখা সম্ভব নয়। 

 

আপনার কালেকশনে থাকা গল্পগুলিও একইভাবে প্রতিলিপি অ্যাপের হোমপেজে রেকমেন্ডেশন হিসাবে দেখানো হতে পারে। 

 

স্টোরি 

 

আপনার দ্বারা প্রকাশিত সমস্ত স্টোরি সকল পাঠকের কাছে দৃশ্যমান এবং সেগুলি কোনোভাবেই প্রাইভেট করে রাখা সম্ভব নয়। 

 

তবে যে সমস্ত স্টোরি আপনি প্রকাশ করার আগে ড্রাফট হিসাবে সেভ করে রাখবেন, সেগুলি শুধুমাত্র আপনার কাছেই দৃশ্যমান হবে। 

 

সার্চ রেজাল্ট 

 

আপনার অ্যাকাউন্ট থেকে করা সমস্ত সার্চ রেজাল্ট শুধুমাত্র আপনি দেখতে পাবেন। আপনি যেকোনো সার্চ রেজাল্ট মুছে ফেলতে পারবেন কিন্তু কোনোভাবেই আপনার সম্পূর্ণ সার্চ হিস্ট্রি মুছে ফেলা সম্ভব নয়।

 

অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে - যেকোনো সার্চ রেজাল্ট মুছে ফেলার জন্য তার পাশে থাকা ক্রস (x) চিহ্নটিতে ক্লিক করুন। 


iOS এর ক্ষেত্রে - এক্ষেত্রে সার্চ রেকমেন্ডেশন গুলি মুছে ফেলা সম্ভব নয়।

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?