হিংসাত্মক কনটেন্ট

প্রতিলিপি একটি ব‍্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে কোনোধরনের মাত্রাছাড়া হিংসামূলক লেখা বা যেকোনও ধরণের কন্টেন্টের প্রচার বা বিজ্ঞাপনে উৎসাহ প্রদান করে না। 

 

যেকোনও ধরনের রচনা বা অন‍্যান‍্য কনটেন্টগুলি যেন কোনোভাবেই -

 

  1. সার্বিকভাবে হিংসা বা হিংসামূলক কার্যকলাপের (আত্মনির্যাতন, যৌন হিংসা, সন্ত্রাসবাদ ইত্যাদি আর অন‍্যান‍্য যেকোনও ধরণের হিংসামূলক কাজ) প্রচার বা বিজ্ঞাপন না করে। 

  2. কোনো সাধারণ বা বিচক্ষণ ব‍্যক্তিকে মাত্রাতিরিক্ত হিংসার বিবরণ দেওয়ার মাধ্যমে বিব্রত বা বিরক্ত না করে। 

  3. যেকোনও ধরণের ভাষা, বর্ণনা বা মন্তব্য যেন কোনোভাবেই গণহত্যার মতো নারকীয় চিন্তাভাবনাকে প্রচার বা বিজ্ঞাপন না করে।

  4. কোনো নির্দিষ্ট ব‍্যক্তির বিরুদ্ধে সরাসরি হুমকি বা থ্রেট প্রকাশ না করে।

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?