প্রোফাইল রিপোর্ট করুন

লেখক ও পাঠকদের জন্য প্রতিলিপি একটি সুরক্ষিত প্ল‍্যাটফর্ম যেখানে তারা তাদের স্বাধীন চিন্তাধারা এবং মতামত বিনীত এবং শ্রদ্ধাশীল ভাবে অন‍্যদের সাথে শেয়ার করে নিতে পারেন। বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা, সরাসরি চ‍্যাটিং এবং বিভিন্ন নতুন আইডিয়া ভাগ করে নেওয়ার মাধ্যমে প্রতিলিপিতে অন‍্যান‍্য সকল সদস্যদের সঙ্গে আলাপচারিতা ও বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। তবে কিছুক্ষেত্রে কোনও নির্দিষ্ট বিষয়ে বিরোধ বা সমস্যা দেখা দিলে যেকোনও সদস্য, অন্য সদস্যের প্রোফাইল রিপোর্ট করার মাধ্যমে আমাদের জানাতে পারেন। 

 

অনুপযুক্ত রচনা, হয়রানি, ঘৃণাবাচক মন্তব্য ইত্যাদি বিভিন্ন কারণে কোনও নির্দিষ্ট সদস‍্যের প্রোফাইল রিপোর্ট করার ক্ষেত্রে নিচের পদ্ধতিগুলি অনুসরণ করুন- 

 

  1. যে নির্দিষ্ট সদস‍্যকে রিপোর্ট করতে চাইছেন তার প্রোফাইলটি খুলুন

  2. প্রোফাইলটির ঠিক ওপরে ডানদিকে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন

  3. তালিকা থেকে রিপোর্ট করার নির্দিষ্ট কারণটি বেছে নিন এবং অন‍্যান‍্য প্রয়োজনীয় তথ‍্যগুলি দিন

  4. স্ক্রিনের একদম নিচে থাকা 'সাবমিট' অপশনটিতে ক্লিক করুন

  5. আপনার অভিযোগটি প্রতিলিপি সাপোর্ট টিমের কাছে পৌছে যাবে এবং বিষয়টি খতিয়ে দেখার পর সাপোর্ট টিমের তরফে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।

 

 

কোনো সদসের প্রোফাইল রিপোর্ট করার পর কি ঘটে?

 

 

প্রত‍্যেকটি রিপোর্ট বা অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এই সংক্রান্ত সকল যোগাযোগ যিনি রিপোর্ট করেছেন তার সঙ্গে ইমেলের মাধ্যমে করা হয়।

 

প্রতিলিপি কমিউনিটির মধ‍্যে গড়ে ওঠা কোনো বিরোধ বা সমস্যা সদস্যরা বিভিন্ন উপায়ে নিজেদের মধ্যে সমাধান করে নিতে পারেন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারেন। তবে মাথায় রাখবেন, যে সমস্ত ক্ষেত্রে নিজেদের মধ্যে সমাধান করা একান্তই সম্ভব নয় সেইসব ক্ষেত্রে রিপোর্ট করার মাধ্যমে বিষয়টি আমাদের জানানো আবশ্যক। রিপোর্ট করার পদ্ধতিটি সম্পূর্ণ সুরক্ষিত এবং যিনি রিপোর্ট করছেন তার পরিচয় সর্বদা গোপন রাখা হয়।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?