প্রতিলিপি অ্যাপের হোমপেজে দৃশ্যমান 'দৈনিক ধারাবাহিক' ফিচারটি কী?

প্রতিলিপির 'দৈনিক ধারাবাহিক' ফিচারটি বিভিন্ন চলমান ধারাবাহিকগুলির নতুন পর্ব আগামী ৭ দিনের মধ্যে কোন দিন, কোন সময় প্রকাশ হতে চলেছে সেই বিষয়ে জানতে সাহায্য করে।

 

আপনার ধারাবাহিক উপন্যাসের নতুন পর্বটি লেখা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেটি সরাসরি প্রকাশ না করে একটি নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট সময়ে সেটি শিডিউল করে রাখুন। এক্ষেত্রে প্রতিলিপি অ্যাপের হোমপেজে 'দৈনিক ধারাবাহিক' বিভাগটির মধ‍্যে সেই নির্দিষ্ট দিনের নিচে আপনার লেখাটি সকল পাঠক দেখতে পারবেন। এবং তারা আগাম জানতে পারবেন আপনার ধারাবাহিক উপন্যাসের পরবর্তী পর্বটি প্রকাশিত হতে চলেছে।

 

দৈনিক ধারাবাহিক বিভাগটি শুধুমাত্র ধারাবাহিক রচনার ক্ষেত্রেই প্রযোজ্য।

 

আপনার লেখা কোনো ধারাবাহিক রচনা 'দৈনিক ধারাবাহিক' বিভাগের তলায় দেখতে চাইলে

 

  1. ধারাবাহিকের অন্তত একটি পর্ব আপনাকে নির্দিষ্ট দিন ও সময়ে আগাম শিডিউল করে রাখতে হবে। 

  2. যে পর্বটি আপনি শিডিউল করছেন সেটি কমপক্ষে ২০০ শব্দযুক্ত হওয়া প্রয়োজন। 

 

ধারাবাহিকের নির্দিষ্ট পর্বটি শিডিউল করার পর  ২ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে সেটি প্রতিলিপি অ্যাপের 'দৈনিক ধারাবাহিক' বিভাগটির নিচে দৃশ্যমান হওয়ার জন্য।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?