সুপারফ‍্যান সাবস্ক্রিপশন প্রোগ্রাম কী?

সুপারফ‍্যান সাবস্ক্রিপশন প্ল‍্যানের মাধ্যমে পাঠক নিজের পছন্দের লেখককে ভালোবাসা ও সমর্থন জানাতে পারেন এবং তার পরিবর্তে তিনি পেয়ে যাবেন বিশেষ কিছু সুবিধা উপভোগ করার সুযোগ। যেকোনো লেখকের চলমান ধারাবাহিকের নতুন পর্ব প্রকাশিত হওয়ার পর প্রথম ৫ দিন সেটি সাধারণ পাঠকের জন্য লকড অবস্থায় থাকে। পাঠক কোনো নির্দিষ্ট লেখককে সাবস্ক্রাইব করলে তার যেকোনো নতুন লেখা প্রকাশিত হওয়ার সাথে সাথেই অর্থাৎ ৫ দিন আগেই পড়ার সুযোগ পেয়ে যাবেন।

 

এছাড়াও সুপারফ‍্যান পাঠক যখনই সেই লেখকের কোনো লেখায় রিভিউ বা কমেন্ট প্রদান করবেন তার নিজের নামের পাশে একটি এক্সক্লুসিভ সুপারফ‍্যান ব‍্যাজ প্রদর্শিত হবে। এবং তাছাড়াও তিনি লেখকের নিজস্ব চ‍্যাটরুমের অংশ হতে পারবেন এবং লেখকের প্রোফাইলের সুপারফ‍্যান তালিকায় তার নাম প্রদর্শিত হবে। 

 

পাঠক তার পছন্দের লেখককে সমর্থন জানানোর জন্য এবং এই বিশেষ সুবিধাগুলি উপভোগ করার জন্য মাসিক ২৫ টাকা অর্থমূল্য প্রদানের ভিত্তিতে তাকে সাবস্ক্রাইব করতে পারেন।

 

 

পাঠকরা কেন লেখককে সাবস্ক্রাইব করবেন-  

 

  • লেখকের  ফ‍্যান হিসাবে তার লেখাকে সমর্থন জানানোর জন্য,

  • লেখকের সমস্ত চলমান ধারাবাহিকের নতুন পর্ব প্রকাশিত হওয়ার সাথে সাথেই অর্থাৎ ৫ দিন আগেই সেটি পড়ার জন্য,

  • লেখকের লেখায় রিভিউ বা কমেন্ট প্রদান করার সময় নিজেদের নামের পাশে এক্সক্লুসিভ সুপারফ‍্যান ব‍্যাজটি পাওয়ার জন্য

  • লেখকের প্রোফাইলে প্রদর্শিত সুপারফ‍্যান তালিকায় নিজের নাম দেখার জন্য এবং

  • লেখকের নিজস্ব চ‍্যাটরুমের অংশ হয়ে লেখকের সাথে এবং অন্যান্য সুপারফ‍্যান পাঠকদের সঙ্গে আলাপচারিতা গড়ে তোলার জন্য 

 

 

লেখক কিভাবে জানবেন তিনি সুপারফ‍্যান যোগ্য কিনা- 

 

  • প্রথমত লেখককে প্রতিলিপি অ্যাপের সাম্প্রতিকতম ভার্সনটি ব‍্যবহার করতে হবে। (প্লে-স্টোর থেকে অ্যাপটি আপডেট করুন)

  • লেখক সুপারফ‍্যান সাবস্ক্রিপশনের আওতায় আসলে তার প্রোফাইল ছবিটিতে একটি সাম্মানিক সোনালী রঙের ব‍্যাজ দেখতে পাবেন

  • লেখক একটি অভিবাদন বার্তা পাবেন এবং অ্যাপের মধ্যে থাকা 'লিখুন' সেকশনটিতে এই বিষয়ক একটি বিস্তারিত FAQ দেখতে পাবেন

 

 

একজন সুপারফ‍্যান যোগ্য লেখক হওয়ার শর্তাবলী - 

 

  1. লেখকের নূন্যতম ২০০ জন অনুসরণকারী থাকা প্রয়োজন। 

 

  1. বিগত ৩০ দিনের মধ্যে লেখককে অন্তত ৫টি লেখা প্রতিলিপি অ্যাপে প্রকাশ করতে হবে।




লেখক নিজের ধারাবাহিকটি সহজেই সুপারফ‍্যান সাবস্ক্রিপশন প্রোগ্রামের বাইরে নিয়ে আসতে পারবেন। এরজন্য তাকে নির্দিষ্ট ধারাবাহিকটি খুলে, 'অন‍্যান‍্য তথ‍্য সম্পাদনা করুন' নামক অপশনটিতে যেতে হবে এবং সেখানেই তিনি সেই ধারাবাহিকটি সাবস্ক্রিপশনের অধীন রাখতে চান কিনা দেখতে পাবেন। তবে মাথায় রাখবেন তার সাবস্ক্রাইবার পাঠকেরা এই বিষয়টি পছন্দ নাও করতে পারে কারণ তারা লেখককে সাবস্ক্রাইব করেছেন তার লকড লেখাগুলি আনলক করে পড়ার বিশেষ সুবিধা উপভোগ করার জন্যই। এর ফলে সাধারণ পাঠক লেখককে সাবস্ক্রাইব করার আগ্রহ হারাতে পারেন এবং তার বর্তমান সাবস্ক্রাইবাররা পুনরায় তাকে সাবস্ক্রাইব করার কথা নাও ভাবতে পারে। 

 

সুপারফ‍্যান সাবস্ক্রিপশনের ক্ষেত্রে লেখকের ইচ্ছা অনুযায়ী তার নতুন চলমান ধারাবাহিকগুলি সাবস্ক্রিপশনের আওতায় চলে আসবে। এক্ষেত্রে লেখকের যেকোনো নতুন ধারাবাহিকের নতুন কোনো পর্ব প্রকাশিত হওয়ার পর প্রথম ৫ দিন সেটি লকড অবস্থায় থাকবে। একমাত্র সুপারফ‍্যান সাবস্ক্রিপশন নেওয়া পাঠকরাই লকড অবস্থায় থাকা পর্বগুলি আনলক করে পড়তে পারবেন। সাধারণ পাঠকের ক্ষেত্রে তারা কেবলমাত্র ৫ দিন পড়েই যখন আনলক হয়ে যাবে তখন সেটি পড়তে পারবেন। সাধারণ পাঠক যদি লেখকের লেখা প্রকাশিত হওয়ার সাথে সাথেই সেটি পড়তে চান সেক্ষেত্রে তাদের লেখককে সাবস্ক্রাইব করতে হবে। 

 

কোনো নির্দিষ্ট লেখককে সাবস্ক্রাইব করার জন্য পাঠককে মাসিক ভিত্তিতে ২৫ টাকা অর্থমূল‍্যের বিনিময়ে তার সাবস্ক্রিপশন গ্রহণ করতে হবে। এই নির্দিষ্ট অর্থের ৩০% ভাগ যায় গুগলের কাছে থার্ড পার্টি প্ল‍্যাটফর্ম হিসাবে, ২৪% ভাগ থাকে প্রতিলিপির নিজস্ব, এবং ৪২% ভাগ মাসের শেষে লেখক দ্বারা প্রদত্ত ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়। 

 

মাথায় রাখবেন একবার কোনো লেখক সুপারফ‍্যান সাবস্ক্রিপশনের আওতায় এলে এরপর তিনি পাকাপাকি ভাবে সুপারফ‍্যান যোগ্য লেখক হিসাবে গণ্য হবেন এবং লেখক একবার সুপারফ‍্যান সাবস্ক্রিপশন প্রোগ্রামের বাইরে চলে এলে তিনি পুনরায় এই সুবিধাটি উপভোগ করতে পারবেন না‌।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?