বেআইনি কনটেন্ট

প্রতিলিপিতে আপনার প্রকাশিত রচনা বা যেকোনও ধরণের কনটেন্টগুলি যেন কোনোভাবেই কার্যকরী আইন এবং আইনি ব‍্যবস্থার (ভারতীয় পেনাল কোড, 1860 এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, 2000-এর অধীনে থাকা সমস্ত নিয়ম, ধারা বা সংশোধনগুলি সহ কিন্তু শুধুমাত্র তাতেই পরিসীমিত নয়) উল্লঙ্ঘন না করে। এটি সেই সমস্ত প্রকাশিত রচনা এবং অন‍্যান‍্য কনটেন্টগুলির ওপর প্রযোজ্য - 

 

  1. যেগুলি 

         

  • ভারতের একতা, অখন্ডতা, সার্বভৌমত্ব, প্রতিরক্ষা, সুরক্ষা ইত‍্যাদির খন্ডন করে

  • বিদেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সুসম্পর্ককে প্রশ্নের মুখে ফেলে, অথবা

  • সামাজিক ব‍্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে

 

     2.  যেগুলি

 

  • অন্য যেকোনো রাষ্ট্রের প্রতি অপমানজনক 

  • সন্ত্রাসবাদ বা অন্য যেকোনও হিংসার উদ্রেক করে এবং এই ধরনের অপরাধের ক্ষেত্রে তদন্তে বাধা দেয় 

  • যেগুলি টাকাপয়সার, জুয়া অথবা যেকোনও ধরনের বেআইনি দ্রব্যের গ্রহণকে প্রচার বা বিজ্ঞাপন করে। 

  • যেগুলি ভুল বা মিথ্যা তথ্যের পরিবেশনের মাধ্যমে অন‍্যকে বিভ্রান্ত না করে অথবা তাদের সঙ্গে প্রতারণা না করে। 

  • যেগুলি মানহানিকর বা অপমানজনক

  • উদ্দেশ‍্যপ্রণোদিত ভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ‍্য পরিবেশনের মাধ্যমে কোনও ব‍্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের ভাবমূর্তির ক্ষতি, আর্থিক ক্ষতি বা স‍রাসরি আঘাত হানার চেষ্টা করে। 

  • সফটওয়্যার ভাইরাস, কম্পিউটার কোড বা এমন কোনও ফাইল বা প্রোগ্রামযুক্ত হয় যার মাধ্যমে মোবাইল বা কম্পিউটারে থাকা যেকোনও বিষয়বস্তু বা কন্টেন্টের ক্ষতিসাধন বা বাধাপ্রদান করা সম্ভব।

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?