আমি কীভাবে লাইব্রেরিতে লেখা যুক্ত করতে ও মুছে দিতে পারি?

প্রতিলিপি অ্যাপে আপনার লাইব্রেরি বিভাগটি কিভাবে ব‍্যবহার করবেন সেটি জানতে নিচের আর্টিকেলটি পড়ুন।

 

আপনার লাইব্রেরিতে সময়ের সাথে যত নতুন লেখা যুক্ত হতে থাকবে পরবর্তীকালে সেইমতো এই পেজটি লোডিং হওয়ার ক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগতে পারে।

 

লাইব্রেরিতে কিভাবে লেখা সংযুক্ত করবেন

 

আপনার পছন্দের সমস্ত গল্পগুলি খুব সহজে খুঁজে পাওয়ার জন্য এবং সেগুলি সম্পর্কে সমস্ত আপডেট পাওয়ার জন্য সেই গল্পগুলি আপনার লাইব্রেরি বিভাগে সংযুক্ত করুন। 

 

অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে- 

 

  1. নির্দিষ্ট গল্পটি খুলুন

  2. এখানেই আপনি গল্পটি লাইব্রেরিতে সংযুক্ত করার অপশনটি দেখতে পাবেন

 

এছাড়াও প্রতিলিপিতে যেকোনো গল্প পড়ার মাঝেও আপনি সেই নির্দিষ্ট গল্পটি আপনার লাইব্রেরি তে সংযুক্ত করতে পারেন। 

 

  1. গল্পটি পড়ার সময় স্ক্রিনটি আলতোভাবে স্পর্শ করুন

  2. ঠিক ওপরে ডানদিকে আপনি বুকমার্ক চিহ্নটি দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।

  3. এখানেই আপনি গল্পটি লাইব্রেরিতে সংযুক্ত করার অপশনটি দেখতে পাবেন

 

ওয়েবসাইটের ক্ষেত্রে- 

 

  1. নির্দিষ্ট গল্পটি খুলুন

  2. এখানেই আপনি গল্পটি লাইব্রেরিতে সংযুক্ত করার অপশনটি দেখতে পাবেন



আপনার লাইব্রেরি থেকে আপনি যেকোনো মুহূর্তে আপনার অপছন্দের গল্পগুলি সরিয়ে ফেলতে সক্ষম হবেন

 

বিশেষ দ্রষ্টব্য : লাইব্রেরিতে আপনার সমস্ত পঠিত রচনাগুলির ইতিহাস আমাদের কাছে সেভ করা থাকে না। তাই লাইব্রেরি থেকে কোনো নির্দিষ্ট গল্প সরিয়ে ফেলার পর সেটি আমাদের পক্ষে আপনার জন্য আবার খুঁজে দেওয়া সম্ভব নয়। 

 

অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে-

 

  1. প্রতিলিপি অ্যাপের হোমপেজে ঠিক নিচের দিকে থাকা লাইব্রেরি অপশনটিতে ক্লিক করুন

  2. যেকোনো রচনার পাশে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করুন

  3. 'সরিয়ে ফেলুন' অপশনটিতে ক্লিক করুন

  4. নিশ্চিত করুন

 

ওয়েবসাইটের ক্ষেত্রে- 

 

  1. ঠিক ওপরে ডানদিকে থাকা 'প্রোফাইল' অপশনটিতে ক্লিক করুন

  2. লাইব্রেরি থেকে নির্দিষ্ট গল্পটি বেছে নিন

  3. গল্পটির ডানদিকে উপরে থাকা বুকমার্ক চিহ্নটিতে ক্লিক করুন ও সেটি লাইব্রেরি থেকে সরিয়ে ফেলুন। 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?