শিবাজী চ্যাটার্জ্জীর জন্ম উত্তর ২৪ পরগনা জেলার ইছাপুরে। ছোট থেকেই লেখার অভ্যাস ছিল তার।গল্প ছাড়াও বিজ্ঞাপনের জিঙ্গেল, অ্যালবামের গান লিখেছেন।ওনার লেখা গল্প নিয়ে স্বল্প দৈর্ঘের ছবি ও অডিও স্টোরিও হয়েছে। বিজ্ঞানে স্নাতক ও বেসরকারী সংস্থায় কর্মরত শিবাজীবাবুর লেখা দুটি একক বই আছে।প্রথমটি, "একে দশ" এবং দ্বিতীয়টি, "ভয়ের চার অধ্যায়"।
প্রথম বইটিতে আছে দশটি বিভিন্ন স্বাদের গল্প আর দ্বিতীয় বইটিতে আছে চারটি পূর্নাঙ্গ ভৌতিক গল্প। " ভয়ের চার অধ্যায়" বইটি অ্যামাজন ও ফ্লিপকার্টেও পাওয়া যায়।
এছাড়া চীনেপটকা, অদ্ভুতুড়ে -বইমেলা সংখ্যা, সনেট-ক্রোড়পত্র,ছেঁড়া চিরকুট ও বিভা-সেরা ভূত ভুতুম ২০১৯ এ ওনার লেখা গল্প প্রকাশিত হয়েছে।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়