নিজেকে নিয়ে লেখার মতন সাধ্য বা ক্ষমতা আমার কোনটাই নেই, আমি লেখক বা কবি কোনটাই নয়, টুকটাক লেখালেখি করতে ভালো লাগে তাই লিখি একটু সাহিত্য চর্চা করতে ভালো লাগে তাই গল্প পড়ি, আমি এই বিশাল পরিবারে সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি, সামান্য কিছু লেখার চেষ্টা করে চলেছি তাই তুলে ধরছি আপনাদের সামনে, লেখার ভূল ত্রুটি থাকলে দয়া করে মার্জনা করবেন, ভূল থাকলে তা আমাকে জানাবেন আমি তা সংশোধন করে নেব আপনাদের অমূল্য মতামত আমি মন দিয়ে পড়বো, মাননীয় সমস্ত পাঠক পাঠিকা ও লেখক লেখিকাদের আমার গল্প পড়ার অনুরোধ রইল এবং আমার পাশে থাকার অনুরোধ রইলো। আমি একজন নতুন লেখক হিসেবে এতোটুকুই কাম্য, ভালো থাকুন ভালো রাখুন সুস্থ থাকুন লিখতে থাকুন,
ধন্যবাদ 🙏
রিপোর্টের বিষয়