pratilipi-logo প্রতিলিপি
বাংলা
অনন্যার রচয়িতা
18 जुलाई 2016

                                              স্নেহাশীষ চক্রবর্তী

 

                                                                       স্নেহাশীষ চক্রবর্তী

 

নামঃ স্নেহাশীষ চক্রবর্তী ।

জন্মতারিখঃ ১৬/১২/১৯৬৬

জন্মস্থানঃ বালিগঞ্জ, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

ডিগ্রীঃ ডিগ্রী । ( আর্টস ) স্কটিশ চার্চ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়।

1) স্বভাব/মেজাজঃ শান্ত ।

 

2) শখ/হবি যার থেকে নিজেকে দূরে রাখতে পারেন নাঃ মনের প্রশ্নের উত্তর খুঁজে বার করা ।

 

3) অতিপ্রিয় ব্যক্তিত্বঃ বিবেকানন্দ ।

 

4) প্রিয় আসক্তিঃ বই । সিগারেট । বন্ধু ।

 

5) প্রিয় লেখক যার প্রেরণা আপনাকে উদ্বুদ্ধ করেঃ বিবেকানন্দ । রবীন্দ্রনাথ । বিভূতিভূষণ । শরতচন্দ্র । ডেলকার্নেগী । আরও অনেকে ।

 

6) প্রিয় ভোজনঃ ডাল ভাত মাছ আর রান্না মাংসের আলু ।

 

7) অবসাদগ্রস্ত হন কিসে? যাকে সবচেয়ে ভালোবাসি সে যখন আঘাত করে ।

 

8) আপনার মতে প্রেমের সংজ্ঞাঃ দুটো প্রাণ যখন এক বিন্দুতে এসে মেলে আর সেই দুটি প্রাণ যখন একসঙ্গে একটি বৃত্তের কেন্দ্র হয়ে ওঠে ।

 

9) আপনি কখন সবচেয়ে বেশি খুশি হনঃ পাঠক যখন আমার লেখা পরে ভালো ভালো মন্তব্য করে ও গঠনমূলক সমালোচনা করে ।

 

10) ছেলেবেলার সবচেয়ে সুখের মুহুর্ত কোন্‌টিঃ গরীব পিতা যখন সাড়া বছর পর একটি হাফ প্যান্ট ও একটি হাফ শার্ট এনে দিতেন ।

 

11) কোন্‌ জিনিস যা আপনি খুব ঘৃণা করেনঃ কাউকে মানসিক বা শারিরিক আঘাত করতে ।

 

12) আপনার ব্যক্তিগত সংরক্ষণে ক’টি বই আছেঃ ২০০০ মতো মুদ্রিত পুস্তক । ১০০০ খানেকের মতো ই বুক ।

 

13) ঈশ্বরে বিশ্বাসী কি আপনিঃ হ্যাঁ অবশ্যই তবে আমার ইশ্বর এই পৃথিবীতেই বাস করে মানুষের মধ্যেই ।

 

14) সবচেয়ে ভয় কিসের থেকেঃ পাহাড়ে খাদের কিনারে দাঁড়িয়ে অনেক নিচু দেখা ।

 

15) জীবন থেকে সবচেয়ে কি বেশি আশা করেনঃ মানুষের ভালবাসা ।

 

16) আপনার প্রিয় পাঁচটি বইঃ গল্পগুচ্ছ ( রবীন্দ্রনাথ ) । অনুবর্তন ( বিভূতিভূষণ ) । পত্রাবলি – দুটি খণ্ড ( বিবেকানন্দ ) । প্রতিপত্তি ও বন্ধুত্বলাভ ( ডেল কার্নেগী ) । শ্রীকান্ত (শরতচন্দ্র ) ।

 

17) লেখক হিসাবে আপনার স্বপ্নঃ পাঠকের ভালবাসা স্নেহ আদর পাওয়া ।

 

18) জীবনে মাফযোগ্য যদি কোন চুরি করতে বলা হয় তাহলে আপনি কি এমন জিনিস চুরি করতে চাইবেনঃ রবি ঠাকুরের অপ্রকাশিত পত্রগুচ্ছ চুরি করতে চাই।

 

19) পুনর্জন্ম হলে কি হয়ে জন্মাতে চানঃ মানুষ ।

 

20) পাঠকের প্রতি আপনার কোন বিশেষ উপদেশঃ সৎভাবে জীবনযাপন সত্যকে আঁকড়িয়ে জীবন যাপন, যেখানে পৃথিবীর দুর্লভ ( বর্তমানের প্রেক্ষিতে ) শব্দ ‘শান্তি’

পাওয়া যায় ।

 

21) প্রতিলিপির সম্বন্ধেঃ অন্তরিন মাধ্যমে খুব এক ধন্যাত্মক বার্তা নিয়ে প্রতিলিপি হাজির হয়েছে সাধারণ পাঠক ও সদস্যদের কাছে । ক্রমশ যে ভাবে বিস্তার লাভ করছে তাতে আচিরেই প্রতিলিপি মাধ্যমটি মহীরুহের আকার ধারন করবে এটা নিশ্চিত । বহু লেখক / লেখিকা ও পাঠক পাঠিকা একই ছাতার তলায় এসে নিজেরা নিজেকে সমৃদ্ধ করছে ও করতেই থাকবে । পড়াশুনার জগতে প্রতিলিপি প্লাটফর্মটির কল্পনা ও তার বাস্তবায়ন অবশ্যই প্রশংসার দাবি রাখে ।