pratilipi-logo প্রতিলিপি
বাংলা
"প্রেমের ফেরিওয়ালা"র সাক্ষাৎকার
18 జులై 2016

                                      নিবেদিতা হালদার গাঙ্গুলি

 

                                                                     নিবেদিতা হালদার গাঙ্গুলী

 

নামঃ নিবেদিতা হালদার গাঙ্গুলি

জন্মতারিখঃ ৩১/১০/১৯৭৪

জন্মস্থানঃ কলকাতা

ডিগ্রীঃ স্নাতকোত্তর

 

1) স্বভাব/মেজাজঃ পরিস্থিতির ওপর নির্ভরশীল

 

2) শখ/হবি যার থেকে নিজেকে দূরে রাখতে পারেন নাঃ লেখা

 

3) অতিপ্রিয় ব্যক্তিত্বঃ অনেকেই আছেন। মৃতদের মধ্যে সুচিত্রা সেন এবং জীবিতদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়ার ব্যক্তিত্ব আমায় আকৃষ্ট করে।

 

4) প্রিয় আসক্তিঃ ফেসবুক আর চকোলেট

 

5) প্রিয় লেখক যার প্রেরণা আপনাকে উদ্বুদ্ধ করেঃ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নারায়ণ সান্যাল, সুচিত্রা ভট্টাচার্য, বিনোদ ঘোষাল।

 

6) প্রিয় ভোজনঃ মাংসের যে কোনও ভাল ডিশ

 

7) অবসাদগ্রস্ত হন কিসে? সময়সীমার মধ্যে কাজ না শেষ করতে পারলে

 

8) আপনার মতে প্রেমের সংজ্ঞাঃ বাঁচার রসদ, প্রেম ছাড়া বাঁচা যায় না

 

9) আপনি কখন সবচেয়ে বেশি খুশি হনঃ কেউ আমার ছেলের বা লেখার প্রশংসা করলে

 

10) ছেলেবেলার সবচেয়ে সুখের মুহুর্ত কোন্‌টিঃ যেদিন প্রথম স্টেজে উঠেছিলাম

 

11) কোন্‌ জিনিস যা আপনি খুব ঘৃণা করেনঃ মিথ্যা যার থেকে আসে দ্বিচারিতা

 

12) আপনার ব্যক্তিগত সংরক্ষণে ক’টি বই আছেঃ সংখ্যাটা বলা মুশকিল এখন, ১০০ র ওপর তো আছেই

 

13) ঈশ্বরে বিশ্বাসী কি আপনিঃ হ্যাঁ

 

14) সবচেয়ে ভয় কিসের থেকেঃ নিজের থেকে 

 

15) জীবন থেকে সবচেয়ে কি বেশি আশা করেনঃ সবার ভালবাসা

 

16) আপনার প্রিয় পাঁচটি বইঃ ভল্গা থেকে গঙ্গা, শরদিন্দুর ঐতিহাসিক রচনা সমগ্র, বিশ্বাসঘাতক, চাঁদের পাহাড়, পাঞ্চজন্য

 

17) লেখক হিসাবে আপনার স্বপ্নঃ বেস্টসেলার লেখক হওয়ার

 

18) জীবনে মাফযোগ্য যদি কোন চুরি করতে বলা হয় তাহলে আপনি কি এমন জিনিস চুরি করতে চাইবেনঃ পাঠকদের হৃদয়

 

19) পুনর্জন্ম হলে কি হয়ে জন্মাতে চানঃ হিমালয়ের দেশের কোনও মেয়ে হয়ে

 

20) পাঠকের প্রতি আপনার কোন বিশেষ উপদেশঃ না, অনুরোধ আছে - লেখা পড়ে শুধুই ভাল লেগেছে বা মন্দ লেগেছে না বলে গঠনমূলক সমালোচনা করুন।

 

21) প্রতিলিপির সম্বন্ধেঃ খুব ভাল উদ্যোগ, এক জায়গায় একসঙ্গে অনেক লেখককে অনেক পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছেন আপনারা। এবার ছাপা বই প্রকাশনায় হাত দিন।