pratilipi-logo প্রতিলিপি
বাংলা

লিখুন 10 টি বোনাস পর্ব একটি মাত্র প্লট আইডিয়া থেকে

07 জুন 2024

প্রিয় লেখক, 

 

আজ আমরা একটি প্লট আইডিয়া নেবো এবং সেই প্লট থেকে কীভাবে কমপক্ষে 10 টা বোনাস পর্ব লেখা যায় দেখব। 

আমাদের গল্পের প্লট - “অনামিকা এক মাফিয়া ফ্যামিলির মেয়ে হলেও সে মেডিকেল নিয়ে পড়ে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হয়ে ওঠে। পরিবার থেকে আলাদা থাকতে শুরু করে। একদিন আহান নামে এক রহস্যজনক ব্যক্তি আসে তার কাছে চিকিৎসার জন্য। আহানের চার্মিং ব্যবহারে অনামিকা সহজেই মুগ্ধ হয়ে যায়। আহানের অসহায়তা দেখে ওকে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু পরে যখন সে জানতে পারে, আহান তাদের শত্রুপক্ষের মাফিয়া ডনের ছেলে এবং নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অনামিকার সাথে প্রেমের ভান করছে, তখন সে একদম ভেঙে পরে। কিন্তু ততদিনে আহানও অনামিকাকে ভালোবেসে ফেলেছে। দুই পরিবারের তিক্ত সম্পর্কের মাঝে এই দুজনের প্রেম আরও গভীর হয়ে ওঠে। অনেক রক্তক্ষয় শেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয় দুজন।”

চলুন তবে দেখে নিই 10 টি বোনাস পর্ব কীভাবে লিখতে পারি - 

1.  আহানের কথা:

বোনাস পর্বে আমরা দেখাতে পারি, অসুস্থতার ভান করতে গিয়ে একদিন আহান সত্যিই অসুস্থ হয়ে পড়ল। অনামিকা নিজের সবটুকু ভালোবাসা দিয়ে ওকে সারিয়ে তুলল। অনামিকার প্রতিটি আচরণ আহানের মনে গেঁথে যেতে শুরু করল। অনামিকা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে আহান ওর মুখের দিকে তাকিয়ে ভাবতে শুরু করল, ও যা করছে ঠিক করছে তো? 

কেমন হবে যদি আপনার গল্পের নায়কের মনের কথা পাঠক বিস্তারিত জানতে পারেন? 

2.  অনামিকার মানসিক দ্বন্দ্ব:

অনামিকা আহানের প্রকৃত পরিচয় জানতে পেরেছে। আহান ফিরে গেছে নিজের জগতে যেখানে খুন জখম ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই। এরপর একটা বোনাস পর্বে আমরা দেখাতে পারি, একটা মিশনে আহানের এক সহকারী আহত হয়ে পড়েছে। আহান ওকে নিয়ে এসেছে অনামিকার কাছে। কিন্তু অনামিকা এক হত্যাকারীর সেবা করতে চায়না। কীভাবে আহান ওকে কনভিন্স করবে নিজের সহকারীকে বাঁচানোর জন্য? 

3.  অনামিকার জার্নি:

অনামিকা নিজের পরিচয় লুকিয়ে ডাক্তারি পড়ছে। বোনাস পর্বে আমরা দেখাতে পারি, কলেজে অনামিকা ওর বাবার এক সহকর্মীর ছেলের মুখোমুখি পড়ে গেছে। কীভাবে অনামিকা নিজেকে লুকিয়ে রাখবে? এই বোনাস পর্ব জুড়ে থাকবে টানটান উত্তেজনা। 

4. বিয়ের দিন:

বোনাস পর্বে আহান-অনামিকার বিয়ের দিনের খুঁটিনাটি তথ্য তুলে ধরতে পারি। আহানের মত মানুষের জীবনে বিয়ের প্রতিটি রিচ্যুয়ালসের গুরুত্ব কী দেখাতে পারি। 

5. বিবাহ পরবর্তী জীবন:

যে হাতে আহান এতদিন বন্দুক ধরেছে সেই হাতে আহান সংসারের কাজ কীভাবে করছে? বোনাস পর্বে এই ঘটনা দেখানো যেতে পারে। আহান একদিন অনামিকার বিশ্বাস ভেঙেছিল। আর যাতে তা না হয়, অনামিকা যাতে দুঃখ না পায় তারজন্য আহান কী করছে দেখানো যেতে পারে। 

6. আহানের বাবার চিঠি:

আহান ওর বাবার হত্যার প্রতিশোধ নিতে অনামিকাকে শাস্তি দিতে চেয়েছিল। কিন্তু ক্রমে ওকে ভালোবেসে ফেলে। বোনাস পর্বে আমরা দেখাতে পারি বিয়ের আগে আহান ওর বাবার ব্যবহার করা জিনিসপত্র দেখতে গিয়ে কয়েকটা চিঠি খুঁজে পেল। এই চিঠি সবই অনামিকার বাবার উদ্দেশ্যে লেখা নিজেদের ছোটবেলাকার বন্ধুত্ব নিয়ে। এই চিঠিগুলো আহানের বাবা কখনই অনামিকার বাবাকে পাঠাতে পারেননি নিজের ইগোর জন্য। এই চিঠি আহানের মনের সমস্ত সংশয় দূর করে দেবে। ও শান্ত মনে বিয়ে করতে পারবে। 

7. একটি সিক্রেট মিশন:

বোনাস পর্বে আমরা দেখাতে পারি, বিয়ের পর যাতে আহানের পূর্ব পরিচয়ের জন্য ওদের কোনো সমস্যা না হয় তাই আহান একটা সিক্রেট মিশনে গেছে। অনামিকাও সেই কথা জানেনা। কিন্তু কীভাবে আহান ওকে লুকিয়ে সমস্ত কাজ সম্পন্ন করে ফিরে আসবে? মিশনে গিয়ে যদি আহান আহত হয়ে পড়ে তাহলে অনামিকাকে ও কী কৈফিয়ত দেবে? 

8. দুই পরিবারের মুখোমুখি হওয়া:

আহান ও অনামিকার মুখের দিকে তাকিয়ে দুই পরিবার বিয়েতে রাজি হয়েছে। দুই পরিবারের মুখোমুখি হওয়ার টুকরো টুকরো দৃশ্য বোনাস পর্বের মাধ্যমে তুলে ধরা যেতে পারে। 

9. আহান ও অনামিকার জীবনের একটি দিন:

আহান-অনামিকার বন্ডিং দেখানোর জন্য কোনো উৎসবের দিন ওরা দুজন একসাথে কেমন করে কাটাচ্ছে বোনাস পর্ব হিসাবে দেখাতে পারি। 

10. সাক্ষাৎকার:

আহান আর অনামিকার সাথে পাঠকের কাল্পনিক সাক্ষাৎকার দেখাতে পারি। এখানে পাঠক ওদের জিজ্ঞাসা করতে পারে - প্রথম আপনি যেদিন জানতে পারেন আহান আপনার পরিবারের শত্রু, আপনার কেমন লেগেছিল? আপনাদের জীবন নিয়ে যদি একটা ওয়েব সিরিজ হয় কাদের আহান আর অনামিকা হিসাবে দেখতে চান? আহানের জীবনে অনামিকা বা অনামিকার জীবনে আহান না এলে আপনাদের জীবন কেমন হত? 

 

ধন্যবাদান্তে,

টিম প্রতিলিপি বাংলা