pratilipi-logo প্রতিলিপি
বাংলা

ভিন্ন স্বাদের প্রেমের গল্প - সিজন 2

14 ఫిబ్రవరి 2023

স্বাদবদল করতে কার না ভালোলাগে! যারা লেখেন তাঁরাও আনন্দ পান আর যারা বিচার করেন তাঁরাও। প্রতিলিপি আয়োজিত "ভিন্ন স্বাদের প্রেমের গল্প - সিজন ২" এক কথায় অনন্য। 

 
বহু নতুন লেখকের নাম দেখার এবং তাঁদের লেখা পড়ার সৌভাগ্য হয়েছে এই প্রতিযোগিতার কল্যাণে। নেহাত সহজ ছিল না প্রতিযোগিতার বিষয়বস্তু তবুও দেখলাম কী অবলীলায় একটির পর একটি উপন্যাস রচনা করে গেছেন লেখকরা। কিছু কিছু গল্পের প্লট বৈচিত্র্য তো তাক লাগানোর মত! তেমনই চরিত্রায়ণ!
 
 
এই রকম প্রতিযোগিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকব বিচারকমন্ডলীও।
 
 
লেখায় থাকুন, কলম অক্ষয় হোক..

 

এই প্রতিযোগিতার সেরা লেখা ও বিজয়ী লেখকদের প্রোফাইল লিঙ্ক নীচে দেওয়া হল।

 

প্রতিলিপির পক্ষ থেকে সকল প্রতিযোগীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! 

 

প্রথম পুরস্কার:

১) মোহতৃষ্ণা - রিয়া ভট্টাচার্য 

 

দ্বিতীয় পুরস্কার: 

২) পার্টনার - অমিত ঘোষ 

 

তৃতীয় পুরস্কার: 

৩) ভানসরের বিভীষিকা - রিমা গোস্বামী দাস 

 

পরবর্তী সেরা ১৭টি লেখা - 

 

৪) বারাঙ্গা গ্রামের অভিশাপ - দীপঙ্কর বোস 

৫) বৃদ্ধস্য তরুণী ভার্যা - সুমিতা বেরা

৬) আঁধারি রহস্যের ঘেরাটোপে - প্রিয়দর্শিনী প্রামানিক

৭) বিষবৃক্ষ - অর্ণব দাস

৮) মনিবালা — এক অনন্য কাহিনী - প্রিয়ন্সা

৯) ফিরিয়ে দাও - প্রিয়নাথ নাথ

১০) প্রেমে অপ্রেমে - শুভ্রা রায়

১১) অভিমানীনীর প্রেমে! - প্রিয়াঙ্কা মুখার্জী

১২) তখনও বৃষ্টি নামেনি - রুমাশ্রী সাহা চৌধুরী

১৩) রানঝানা - মুসকান ডালিয়া

১৪) বন্ধন_ জন্মান্তরের প্রেমকাহিনী - সুদিপা দাস

১৫) অবশেষে  - ওয়েসিস অফ দ্য ডেসার্ট 

১৬) পরী-পূর্ণ এক গল্প - দেবিকা বসু

১৭) পাশ্বব পুরাণ - তাপস মন্ডল

১৮) ছায়াহীন প্রিয়া দাস ভৌমিক

১৯) কেনা বউ - সঞ্চিতা মণ্ডল

২০) সর্ষে ফুলের বিয়ে - আশালতা 

 

আমরা সকল বিজয়ী লেখকদের অনুরোধ জানাব অবিলম্বে আপনাদের নাম, র‍্যাঙ্ক, সম্পূর্ণ ঠিকানা (ইংরেজিতে), ফোন নম্বর, সম্পূর্ণ ব্যাংক ডিটেলস, প্যান নাম্বার এবং নিজেদের প্রতিলিপি প্রোফাইলের লিংক সহযোগে [email protected] এই ঠিকানায় যোগাযোগ করুন।

 

যে লেখাগুলি এই প্রতিযোগিতায় অন্যতম সেরা স্থান দখল করেছে সেগুলি হল -: 

 

 

 

আমরা আগামী ১ মাসের মধ্যেই মধ্যেই প্রত্যেক অংশগ্রহণকারী লেখককে ইমেলে প্রতিলিপির তরফ থেকে বিশেষ ডিজিটাল সার্টিফিকেট পাঠাব। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিলিপিকে আরও সমৃদ্ধ করে তোলার জন্য সকল লেখকদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের কলম এভাবেই দুর্নিবার গতিতে চলতে থাকুক।