নমস্কার প্রিয় সদস্য,
ঠিক 10 বছর আগে আজকের দিনে অর্থাৎ 14 সেপ্টেম্বর 2014 সালে আমরা প্রতিলিপি ওয়েবসাইট লঞ্চ করেছিলাম।
একটা ছোট্ট ঘরে মাত্র 5 জন সদস্য নিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল। শুরুর দিনগুলোতে আমাদের মনে অসংখ্য প্রশ্ন থাকলেও দিনের শেষে ছিল একরাশ স্বপ্ন ও আশা। আমাদের বিশ্বাস ছিল, একদিন আমাদের লেখকেরাও তাদের লেখা গল্প বিনা বাধায় সারা বিশ্বের দরবারে তুলে ধরতে পারবেন।
আমরা জানতাম, আমাদের এই জার্নি খুব একটা সহজ হবেনা, কিন্তু বিশ্বাস করতাম, যে স্বপ্ন আমরা দেখেছি তার কাছাকাছি পৌঁছাতে পারলেও জানব আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।
এমন একটা সময় ছিল যখন মাত্র একশো লেখক আমাদের প্ল্যাটফর্মে জয়েন করলে এবং তাদের গল্পে মাত্র শ’খানেক ভিউজ পাওয়া গেলেই আমরা সেলিব্রেট করেছি। আর এখন আমাদের পরিবারে আছেন লক্ষাধিক লেখক, যাদের লেখা গল্প প্রতি সপ্তাহে কয়েক মিলিয়ন পাঠক পড়ছেন!
প্রতিলিপিতে 3 বছর আগেও আমরা মনিটাইজেশন চালু করিনি। তখন লেখকেরা শুধুমাত্র পাঠকদের আগ্রহের কথা ভেবেই একের পর এক গল্প লিখতেন। কিন্তু আজ আমাদের এই পাঠক কমিউনিটির জন্যই শুধুমাত্র গত মাসেই আমরা 1.5 কোটি টাকা রয়্যালটি হিসাবে লেখকদের দিতে পেরেছি। গতমাসে আমাদের 18 জন লেখক 1 লক্ষ টাকার বেশি উপার্জন করতে পেরেছেন। 500 জনেরও বেশি লেখক 5000 টাকার বেশি উপার্জন করেছেন। কিছুদিন আগেও অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন, প্রতিলিপি প্ল্যাটফর্মের বাইরে এই গল্পগুলি তেমন কোনো গুরুত্ব পাবে না। কিন্তু ইতিমধ্যেই এই গল্পগুলি থেকে পাঁচটি টিভি শো এবং একটি ওয়েব সিরিজ তৈরি হয়েছে। এখনো তো আরও অনেক কাজ বাকি!
তবে আমাদের এই পথ চলা একেবারে মসৃণ ছিল না। বহু রাত আমি ঘুমাতে পারিনি। উঠে বসে ভেবেছি, কীভাবে পরদিন সবটা সামলাব? প্রতিলিপিকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখেছি তা কি আদৌ বাস্তবের আলো দেখবে? শুধু আমি নই, আমাদের সমস্ত টিম মেম্বারই এই কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন।
এই কঠিন সময়গুলিতেই আপনার ভরসা আমাদের পাথেয় ছিল। শুধুমাত্র আপনারা পাশে ছিলেন বলেই আমরা এতটা পথ চলতে পেরেছি ও নতুন উদ্যমে কাজ করার উৎসাহ পেয়েছি।
আমরা জানি, এখনও আমাদের অনেক পথ চলা বাকি। কারণ, আমরা এমন একটা জায়গায় পৌঁছাতে চাই, যেখানে আমাদের লেখকেরা প্রতিলিপিতে লেখালেখিকে প্রফেশন করেই নিজেদের সমস্ত আর্থিক প্রয়োজন মেটাতে পারবেন। আমরা চাই, আমাদের প্ল্যাটফর্মের গল্পগুলি একদিন পৌঁছে যাবে দুনিয়ার প্রতিটি কোনায়। আশা রাখি, আমাদের লেখকেরাও একদিন সমাদৃত হবেন সারা বিশ্বে।
আমাদের আগামী দিনগুলিও সহজ হবে না, আমরা জানি। তবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, যতদিন আপনি আমাদের পাশে থাকবেন, ততদিন আমরা আমাদের সেরাটুকু দিয়ে যাবো। ভবিষ্যতে যেকোনো বাধা আসুক না কেন, আপনার ভরসা ও ভালোবাসাকে পাথেয় করে আমরা সমস্ত বাধা জয় করতে পারব।
ধন্যবাদান্তে,
Ranjeet Pratap Singh
CEO, Pratilipi