প্রিয় প্রতিলিপি পরিবার,
আপনাদের সাথে আজ আমরা একটি দারুণ খবর শেয়ার করব প্রতিলিপি আয়োজিত ‘সেরা কলমকার অ্যাওয়ার্ডস - 8’ প্রতিযোগিতার বিষয়ে।
প্রতিযোগিতার শুরুতে আমরা ঘোষণা করেছিলাম যে লেখকরা প্রথমবার প্রতিযোগিতার নিয়মাবলী মেনে নিজের প্রতিলিপি প্রোফাইলে অন্তত 80 পর্বের একটি ধারাবাহিক গল্প লিখে প্রকাশ করবেন তারা প্রত্যেকে পেয়ে যাবেন প্রতিলিপির তরফ থেকে ‘সেরা উদীয়মান লেখক পুরস্কার’।
এটি বেশ কঠিন একটি চ্যালেঞ্জ ছিল কারণ প্রথমবার 80 পর্বের বড় ধারাবাহিক গল্প লিখতে অনেকটা সময়, ধৈর্য্য, গল্প লেখার স্কিল, নিয়মানুবর্তিতা এবং ট্যালেন্ট প্রয়োজন। লেখার প্রতি একান্ত ভালোবাসা না থাকলে, এই চ্যালেঞ্জ পূরণ করা একপ্রকার অসম্ভব।
তবে লেখকদের থেকে এই বিষয়ে যে স্বতঃস্ফূর্ত রেসপন্স আমরা পেয়েছি তা আমাদের অবাক করে দিয়েছে। প্রচুর লেখক এই চ্যালেঞ্জে অংশ নিয়েছেন এবং 80+ পর্বের ধারাবাহিক গল্প এই প্রতিযোগিতায় প্রকাশ করেছেন! এত প্রতিভাবান লেখকদের প্রশংসা জানানোর মতো পর্যাপ্ত ভাষা আমাদের কাছে নেই।
প্রিয় লেখক, লেখার প্রতি আপনার প্যাশন আমাদের অনুপ্রাণিত করেছে, এবং আমরা আশাবাদী বাকি লেখকরাও এইভাবেই আপনাকে দেখে ইন্সপিরেশন ও মোটিভেশন পাবেন। এইজন্য আমরা এই আনন্দের খবর; আপনার এই বিশেষ অ্যাচিভমেন্ট আমাদের পুরো প্রতিলিপি পরিবারের সাথে শেয়ার ও সেলিব্রেট করছি।
এই তালিকায় থাকা সকল লেখকদের আগামী কয়েকদিনের মধ্যেই আমরা ইমেল মারফত যোগাযোগ করব পুরস্কার প্রদানের জন্য। অনুগ্রহ করে নিয়মিত নিজের ইমেল চেক করবেন।
প্রতিলিপির প্ল্যাটফর্মে আপনাদের পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। আমরা অত্যন্ত আশাবাদী যে এই পরিমাণ ডেডিকেশন, প্যাশন ও হার্ডওয়ার্কের মাধ্যমে আমরা নিশ্চয়ই একসাথে আমাদের সকলের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।
আশা করি আপনারা সকলেই ‘সেরা কলমকার অ্যাওয়ার্ডস - 9’ প্রতিযোগিতায় লিখছেন এবং পাঠকদের আরও নতুন জনপ্রিয় গল্প পড়ার সুযোগ করে দেবেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে আগামী 10 মার্চের মধ্যে 70 পর্বের একটি গল্প লিখে প্রতিলিপিতে প্রকাশ করতে হবে।
আপনার পরবর্তী বেস্টসেলার গল্পের অপেক্ষায়, প্রতিলিপি প্রতিযোগিতা বিভাগ |