pratilipi-logo প্রতিলিপি
বাংলা

আপনার গল্পটি কি প্রতিলিপির গাইডলাইন মেনে লেখা হয়েছে - জেনে নিন।

12 সেপ্টেম্বর 2024

🔎 আপনার গল্পটি কি প্রতিলিপির গাইডলাইন মেনে লেখা হয়েছে - জেনে নিন। 🔎

প্রতিলিপিতে কোনো গল্প প্রকাশের ক্ষেত্রে কী কী গাইডলাইন আপনাকে মেনে চলতে হবে তা জেনে নিন। মনে রাখবেন, গল্প লেখার সময় এই গাইডলাইনের উলঙ্ঘন করা হলে আপনার গল্প এবং প্রোফাইল দুটিই প্ল্যাটফর্ম থেকে ব্লক করা হবে।

🚫 গল্পে কোনোরকম ভায়োলেন্স, রেপ, অনুমতিহীন যৌন সম্পর্ককে গ্লোরিফাই করবেন না

📸 কভার ইমেজ - পাঠক টানার জন্য কোনোরকম সেনসিটিভ কভার ইমেজ ব্যবহার করবে না। কোনোরকম নগ্ন শারীরিক অঙ্গ, যৌন ইঙ্গিতপূর্ণ ছবি, অশ্লীল চুম্বন দৃশ্য ইত্যাদি কভার ইমেজে রাখবেন না। এমন কোনো ছবি ব্যবহার করবেন না যা পাঠকদের মনে অস্বস্তি আনে। কভার ইমেজে কোনো প্রকার অত্যাচার, যৌন হিংসা, ভয়াবহ হত্যা/আত্মহত্যার গ্রাফিক ছবি ইত্যাদি একেবারেই রাখবেন না। মনে রাখবেন, কোনো গল্পে এইধরনের কভার ইমেজ থাকলে প্রতিলিপি টিম কোনোরকম ওয়ার্নিং ছাড়াই গল্পটি মুছে দেবে।

❌ গল্পে কোনোরকম খারাপ শব্দ, গালিগালাজ, যৌন অঙ্গের বিবরণ একেবারেই ব্যবহার করবেন না। লেখায় অশ্রাব্য, অশালীন, অশ্লীল শব্দ উল্লেখ করবেন না যা সার্বিকভাবে সমাজের সুস্থতা ভঙ্গ করে।

🔞 ‘প্রাপ্তবয়স্কদের জন্য’ সতর্কবার্তা বা 18+ ইমোজি ব্যবহার করার বদলে এই ধরণের যৌনদৃশ্যযুক্ত গল্প লেখা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন।

🛠️ আপনি যদি আগে কোনো গল্পে এইধরনের কিছু লিখে থাকেন, সেগুলিকে দ্রুত এডিট করুন এবং সমস্ত অশালীন অংশগুলি মুছে দিন এবং গল্পের ব্যাকআপ আপনার কাছে রেখে দিন। আপনার কোনো গল্প লকড থাকলে সেই গল্পের লিংক সহ আমাদের টিমের সাথে যোগাযোগ করুন। গল্পটির এডিট অ্যাক্সেস পেতে টিম আপনাকে সহায়তা করবে।

⛔ আপনি যদি ইরোটিকা থিমের গল্প বিষয়ে সঠিক তথ্য না জেনে থাকেন তাহলে এই থিমে গল্প লেখা একেবারেই এড়িয়ে চলুন।

⚠️ গল্পে চরিত্রদের মধ্যে অত্যধিক যৌনধর্মী রোম্যান্টিক সিন লেখা একেবারে এড়িয়ে চলুন। এমন কোনো লেখা কোনোভাবেই প্ল্যাটফর্মে রাখা হবে না যা শুধুমাত্র যৌনতা দেখিয়ে পাঠক টানার জন্য গল্পের আকারে লেখা হয়েছে। গল্পে কখনই যেন নৈতিক সীমারেখা লঙ্ঘিত না হয়।

গল্পে কতটা যৌনতা গ্রহণযোগ্য এবং কতটা যৌনতা নিয়মভঙ্গ করে তার মাপকাঠি প্রতিটি মানুষের কাছে আলাদা। এই বিষয়ে একেক ব্যক্তির মতামত আলাদা আলাদা হতে পারে। ঠিক এই কারণে কোনো সংবেদনশীল লেখা প্রতিলিপি টিমের নজরে এলে আমাদের টিম এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে।

রেপ বা যৌন হিংসা এবং যেকোনো প্রকার গার্হ্যস্থ হিংসাকে প্রমোট অথবা গ্লোরিফাই করা, অনৈতিক যৌনতা, অত্যাধিক যৌনতা, অশ্লীল যৌন ইশারা, টক্সিক পেট্রিয়ার্কি, ঘৃণাবাচক বক্তব্য এবং ভেদাভেদ এড়িয়েও নানান প্রাপ্তমনস্ক বিষয়ে গল্প লেখা যায়। আপনাকে অনুরোধ করব, এই ধরণের নতুন নতুন থিমের ওপর গল্প লিখে কীভাবে পাঠক আকর্ষণ করা যায় - বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করুন।

মনে রাখবেন, আপনার লেখা গল্প পাঠকদের জীবনে চিরস্থায়ী প্রভাব ফেলতে পারে। কলমের সেই ক্ষমতাকে কাজে লাগান। আশা রাখি আপনার লেখা গল্প সাহিত্যজগতে একটি ইতিবাচক এবং সুস্থ পরিবার এবং সুস্থ সমাজ গড়ার বার্তা এনে দেবে।

প্রসঙ্গত, আপনার নজরে এমন কোনো লেখা এলে অবশ্যই আমাদের রিপোর্ট করে জানান। আসুন, আমরা সকলে মিলে কলমকে হাতিয়ার করে এবং নৈতিক সীমারেখা মেনে একটি সুস্থ সমাজ গড়ে তোলার উদ্যোগ নিই।

শুভেচ্ছান্তে!
টিম প্রতিলিপি