প্রিয় লেখক
প্রতিলিপিতে গল্পের কভার ইমেজ তৈরির ক্ষেত্রে কী কী বিষয়ে খেয়াল রাখবেন তার গাইডলাইন এখানে দেওয়া হলো:
গল্পের কভার ইমেজ সবার প্রথম পাঠকের নজর কেড়ে নেয়। তাই গল্পের জন্য ইন্টেরেস্টিং প্লট নির্বাচনের পাশাপাশি কভার ইমেজ তৈরির দিকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
📱 প্রতিলিপির 90% -এর বেশি পাঠক মোবাইল অ্যাপ ব্যবহার করে গল্প পড়েন। মোবাইল স্ক্রীনে কভার ছবি অনেকটাই আকারে ছোট দেখায়। তাই অতিরিক্ত এলিমেন্টস ব্যবহার না করে অল্প ডিজাইনযুক্ত ছবি বেছে নিন যা মোবাইল স্ক্রীনেও স্পষ্ট বোঝা যায়।
🎨 ছবিতে চোখে পড়ার মত উজ্জ্বল রং ব্যবহার করুন। ছবির ব্যাকগ্রাউন্ডে গল্পের শিরোনাম লেখার সময় এমন কালার কম্বিনেশন ব্যবহার করবেন যাতে একটি কন্ট্রাস্ট এফেক্ট থাকে। ফলে পাঠক সহজেই গল্পের শিরোনাম পড়তে পারবেন। 🖌️ উদাহরণস্বরূপ, ভৌতিক গল্পের ক্ষেত্রে কালো ব্যাকগ্রাউন্ডের ওপর শিরোনাম লেখার ক্ষেত্রে লাল রং ব্যবহার করতে পারেন। প্রসঙ্গত, গল্পের থিম অনুযায়ী কালার কম্বিনেশন খুঁজে পেতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে পারেন।
🖼️ কভার ছবি যেন গল্পের মূল থিমকে পাঠকের সামনে তুলে ধরে। রোমান্টিক গল্পের ক্ষেত্রে বাস্তবের কোনো চরিত্রদের ব্যবহার করে তাদের মধ্যে প্রেম ও বন্ধুত্ব ফুটিয়ে তুলুন বা ভূতের গল্পের ক্ষেত্রে ডার্ক এফেক্টযুক্ত ছবি ব্যবহার করুন।
🔍 ভেবে দেখুন, বইয়ের দোকান থেকে বা অনলাইন মাধ্যমে বই কেনার সময় কোন প্রচ্ছদ্গুলি আপনার দৃষ্টি আকর্ষণ করে! আপনার গল্পের থিমের সাথে সমঞ্জস্যপূর্ণ ভালো কোনো বই পেলে সেখানে কেমন প্রচ্ছদ ব্যবহার করা হয়েছে স্টাডি করুন। তবে অবশ্যই কপিরাইট ফ্রি ছবি ব্যবহার করবেন। Canva বা Bing -এর মতো অ্যাপ ব্যবহার করে আপনি কভার ছবি তৈরি করতে পারেন।
❌ কোনোরকম সেনসিটিভ ছবি কভার ইমেজ হিসাবে ব্যবহার করবেন না। কোনোরকম নগ্ন শারীরিক অঙ্গ, যৌন ইঙ্গিতপূর্ণ ছবি, অশ্লীল চুম্বন দৃশ্য ইত্যাদি কভার ইমেজে রাখবেন না। এমন কোনো ছবি ব্যবহার করবেন না যা পাঠকদের মনে অস্বস্তি আনে। কোনো প্রকার অত্যাচার, যৌন হিংসা, ভয়াবহ হত্যা/আত্মহত্যার গ্রাফিক ছবি একেবারেই রাখবেন না। মনে রাখবেন, কোনো গল্পে এইধরনের কভার ইমেজ থাকলে প্রতিলিপি টিম কোনোরকম ওয়ার্নিং ছাড়াই গল্পটি মুছে দেবে।
Canva - https://play.google.com/store/apps/details?id=com.canva.editor
Bing - https://play.google.com/store/apps/details?id=com.microsoft.bing
এই ওয়েবসাইটগুলি থেকে আপনি কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করতে পারেন -
1. http://pixabay.com/
2. http://unsplash.com/