প্রিয় লেখক, আমরা বহু লেখক লেখিকার তরফে রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছি যে কিছু অচেনা ব্যক্তি ও থার্ড পার্টি প্ল্যাটফর্মের তরফে কিছু লেখক লেখিকাকে টার্গেট করা হচ্ছে ও প্রতিলিপিতে চ্যাটের মাধ্যমে তাদের লোভ দেখিয়ে স্ক্যাম করার চেষ্টা করা হচ্ছে।
আমাদের বৃহৎ লেখক পরিবারকে এই বিষয়ে অবগত করার উদ্দেশ্যে ও তাদের গল্পের কপিরাইটের বিষয়ে সামগ্রিকভাবে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা এই আর্টিকেলে 7টি ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করছি -
1. কোনো ব্যক্তি বা প্ল্যাটফর্ম যদি আপনাকে এককালীন কিছু অর্থের লোভ দেখিয়ে গল্প লিখতে বলে, তৎক্ষণাৎ তাকে ব্লক করুন। আমরা অতীতে এই ধরণের অনেক উদাহরণ দেখেছি যেখানে সেই লেখক বা লেখিকা অর্থের প্রলোভনে কনট্র্যাক্ট সাইন করে নিজেদের গল্পের কপিরাইট চিরতরে হারিয়ে ফেলেছেন। একইসাথে হারিয়ে ফেলেছেন সেই গল্পটি থেকে ভবিষ্যতে উপার্জন করার সুযোগ। অথচ সেই থার্ড পার্টি প্ল্যাটফর্ম নিয়মিতভাবে মোটা অংকের উপার্জন করেছে সেই গল্পটি ব্যবহার করে। অনুগ্রহ করে চ্যাটে কোনো ব্যক্তি দ্বারা এই ধরণের ফাঁদে পা দেবেন না।
2. যদি কোনো ব্যক্তি আপনাকে প্রতিলিপি বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনার লেখা সরিয়ে নিতে বলে, সেক্ষেত্রে এটিই প্রথম লক্ষণ যে এটি সম্ভবত একটি ফাঁদ ও তাতে পা দিলেই আপনি আপনার লেখার কপিরাইট চিরতরে হারাতে চলেছেন।
3. প্রতিলিপিতে যখন কোনো লেখক বা লেখিকা গল্প প্রকাশ করেন ও প্রতি মাসে সাবস্ক্রিপশন থেকে উপার্জন করেন, তখনও সেই লেখার কপিরাইট সম্পূর্ণভাবে লেখকের নিজের থাকে। যে কারণে সেই লেখক সারাজীবন গল্পটি থেকে উপার্জন করতে পারেন। প্রতিলিপি কখনই গল্পের সম্পূর্ণ কপিরাইট নিয়ে নেয় না।
4. প্রতিলিপি কখনও লেখকদের গল্পকে অডিও, কমিকস, ওটিটি ইত্যাদি ফরম্যাটে রূপান্তর করতে চাইলে, সেক্ষেত্রেও কখনই গল্পের সম্পূর্ণ কপিরাইট নিয়ে নেওয়া হয় না। আমরা সবসময় লেখকদের কাছে সেই গল্পটির 'আংশিক কপিরাইট' নেওয়ার প্রস্তাব দিই, ও লেখক তাতে সম্মতি দিলে তবেই আমরা অফার পাঠাই ও পরিবর্তে যথেষ্ট সাম্মানিক অর্থ দেওয়া হয়। শুধু তাই নয়, আমরা ইমেল ও হোয়াটসআপের মাধ্যমে কনট্র্যাক্ট পেপারে থাকা সমস্ত কঠিন শব্দের অর্থ লেখকদের বুঝিয়ে দি যাতে তারা নিজেরা আত্মবিশ্বাসী হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। প্রতিলিপি সবসময় লেখক লেখিকাদের সাথে প্রতিটি লেনদেনে স্বচ্ছতা বজায় রেখেছে ও ভবিষ্যতেও রেখে চলবে।
5.গল্পের কপিরাইট কতটা গুরুত্বপূর্ণ ও মূল্যবান তা দুর্ভাগ্যবশত বহু লেখক জানেন না। প্রতিলিপিতে আমরা লেখকদের বুঝতে সাহায্য করি তাদের লেখা গল্পের কী কী কপিরাইট তাদের কাছে রয়েছে যা তারা অন্যদের চাইলে দিতে পারেন। উদাহরণস্বরূপ - প্রতিলিপি কখনও লেখকের কোনো জনপ্রিয় গল্পকে অডিও, কমিকস, ওটিটি, ওয়েব সিরিজ, সিনেমা, প্রিন্টেড বই ইত্যাদি ফরম্যাটে রূপান্তর করতে চাইলে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সেই নির্দিষ্ট ফরম্যাটে রূপান্তর করার জন্য 'আংশিক কপিরাইট' নেওয়ার প্রস্তাব দিই। গল্পের বাকি কপিরাইট কিন্তু লেখকের কাছেই থাকে। শুধু তাই নয়, কপিরাইট একটি নির্দিষ্ট সময়সীমার জন্য নেওয়া হয়, অর্থাৎ সারাজীবনের জন্য নয়। এছাড়াও, কখনও কোনো গল্প সম্পূর্ণভাবে প্রতিলিপি নিতে চাইলে, সেক্ষেত্রে আমরা লেখক বা লেখিকার সাথে পার্সোনালি যোগাযোগ করে প্রথমে ইংরেজিতে লেখা সমস্ত কনট্র্যাক্ট পেপারটি তার মাতৃভাষায় সহজভাবে বোঝাই, তিনি কী কী বেনেফিটস পাবেন জানানো হয়। সবটা বুঝে লেখক বা লেখিকা নিজে চাইলে, তবেই আমরা প্রসেসটি এগিয়ে নিয়ে যাই।
6. গল্পের কপিরাইট লেখকদের মৌলিক অধিকার। প্রতিলিপিতে আমরা বিশ্বাস করি, লেখকদের কখনই নিজের সন্তানসম গল্পের সম্পূর্ণ কপিরাইট কাউকে দেওয়া উচিত নয়। বিশেষত যেখানে বেশিরভাগ লেখক বা লেখিকা ভবিষ্যতে কী কী বিরাট সুযোগ হারাতে চলেছেন তা আগে থেকে জানতে পারেন না। আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পৃথিবীতে আপনার লেখা গল্প সহজেই আরও 20টি ভাষায় ভাষান্তর করে প্রতিলিপির মত প্ল্যাটফর্মে প্রকাশ করা সম্ভব ও সেই একটি গল্প থেকেই প্রতিটি ভাষায় মোটা অংকের উপার্জন করা সম্ভব। শুধু তাই নয়, এক্ষেত্রে প্রতিটি ভাষায় অডিও, ওয়েব সিরিজ, সিনেমা, কমিকস ইত্যাদি বানানোর জন্য সেই লেখক আলাদা আলাদাভাবে নিজের গল্পের 'আংশিক কপিরাইট' দিতে পারেন ও একই গল্প থেকে বিভিন্ন উপায়ে রয়্যালটি উপার্জন করতে পারেন। এটিই গল্পের কপিরাইটের প্রকৃত শক্তি।
7. কখনও যদি আপনি কোনো কনট্র্যাক্ট পেপারের বিষয়ে বিশদে জানতে চান বা বুঝতে চান, সেক্ষেত্রে নির্দ্বিধায় প্রতিলিপি টিমের কাছে সাহায্যের জন্য যোগাযোগ করুন। আমাদের ইমেল লিখে জানান [email protected] অথবা [email protected] এই ঠিকানায়। প্রতিলিপি টিম আপনার সাথে যোগাযোগ করে কনট্র্যাক্ট সম্পর্কিত যেকোনো জটিল শব্দবন্ধ, পরিষ্কার জলের মত ভাষায় বুঝতে আপনাকে সাহায্য করবে।