pratilipi-logo প্রতিলিপি
বাংলা

আপনার লেখা গল্পগুলোই আমাদের জীবন বদলে দিয়েছে! - রঞ্জিত প্রতাপ সিং

30 ডিসেম্বর 2025

নমস্কার প্রিয় লেখক,

আমি রঞ্জিত প্রতাপ সিং।

আজকের এই চিঠি আমি প্রতিলিপির সিইও বা প্রতিষ্ঠাতা হিসেবে লিখছি না, লিখছি একজন সাধারণ মানুষ হিসেবে, যার স্বপ্ন ও লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাওয়া আপনার কারণেই সম্ভব হয়েছে। 

আমার স্বপ্ন ছিল, আমরা একদিন এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করব, যেখানে সমস্ত লেখক ভাষা, প্রযুক্তি বা ভৌগোলিক দূরত্বের মতো বাধাগুলি ছাড়াই নিজেদের লেখা গল্প বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারবেন।

আজও মনে পড়ে, বেঙ্গালুরুর সেই ছোট্ট ফ্ল্যাটের কথা, যেখানে আমরা মাত্র 5 জন মিলে প্রতিলিপির যাত্রা শুরু করেছিলাম। তখন আমাদের তেমন সামর্থ্য ছিল না, পরিচিতিও ছিল না। কিন্তু ঠিক তখনই আপনি আমাদের পাশে এসে দাঁড়ালেন। 

আপনি আপনার সৃষ্টি করা গল্প এমন এক প্ল্যাটফর্মে দিলেন, যা তখন সবেমাত্র পথচলা শিখছে।

বিগত 11 বছরে আমরা অসংখ্য চড়াই-উতরাই দেখেছি। বহুবার মনে হয়েছে, আমাদের পথচলা বুঝি এখানেই শেষ। কিন্তু, যখনই আমি হাল ছেড়ে দিতে চেয়েছি, তখনই প্রতিলিপি অ্যাপ খুলে দেখেছি। দেখেছি, আপনাদের মধ্যেই কেউ না কেউ নতুন কোনো গল্প আপলোড করেছেন। বিশ্বাস করুন, আপনি শুধু আপনার লেখা গল্প আমাদের সঙ্গে ভাগ করে নেননি, আপনি আমাদের নতুন আশা দিয়েছেন। আপনার জন্যই একটা আইডিয়া আজ স্টার্টআপ হতে পেরেছে এবং একটা স্টার্টআপ পরিণত হয়েছে একটা পরিবারে। 

আজ এই পরিবারে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আছেন প্রোডাক্ট ম্যানেজার, অথর রিলেশনশিপ ম্যানেজার, লইয়ারসহ আরও অনেকে। কিন্তু, সবার উপরে আছেন আপনি। কারণ, আপনাকে ছাড়া এসবের কোনো অর্থই নেই।

নতুন বছরের শুরুতে আপনাকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আপনার জন্যই আজ আমরা এখানে আসতে পেরেছি এবং আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি।

ঈশ্বরের আশীর্বাদে আপনি সত্যের সন্ধান পান এবং জ্ঞানে পরিপূর্ণ হন। 2026 সাল আপনার জন্য হয়ে উঠুক সীমাহীন সৃষ্টির বছর এবং আপনার গল্প পাঠকের জীবন সমৃদ্ধ করে তুলুক।

আমাদের লড়াই সবে শুরু হয়েছে। আমরা এমন এক প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যা আগামী প্রজন্মের কাছে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। আমার স্বপ্ন খুব সাধারণ। আমি এমন একটা দিনের কল্পনা করি, যখন একজন লেখককে জীবনযাপনের জন্য আলাদা কোনো কাজ করতে হবে না এবং প্রতিলিপি থেকে হওয়া উপার্জনেই তাঁর পরিবার স্বচ্ছন্দে চলবে।

আমি প্রতিলিপিকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চাই, যেখানে আপনার সৃষ্টি হবে আপনার জীবনধারণের প্রধান মাধ্যম। প্রতিলিপি থেকে হওয়া উপার্জন আপনাকে আপনার ভালোবাসার কাজ চালিয়ে যাওয়ার স্বাধীনতা দেবে।

আমি জানি, আমাদের ব্যবস্থাপনা এখনও ত্রুটিবিহীন নয়। তবে, আপনাকে নিশ্চিত করে বলতে চাই, আমরা আপনার করা প্রত্যেকটি প্রশংসা ও প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং আরও নিরাপদ ও স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তুলতে আমরা নিরন্তর কাজ করে চলেছি, যাতে আমাদের প্রতি আপনার ভরসা অটুট থাকে।

আপনি যদি আপনার অভিজ্ঞতার কথা আমাদের জানাতে চান বা আমরা কীভাবে আরও ভালো করতে পারি সেই পরামর্শ দিতে চান, তবে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। এমনকি আপনি সরাসরি আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার ই-মেইল আইডি [email protected] -এ। আমি যদি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সঠিক ব্যক্তি নাও হই, আমি নিশ্চিত করব, আপনার মেসেজ যেন আমাদের টিমের সবচেয়ে উপযুক্ত সদস্যের কাছে পৌঁছায়।

আপনাকে এবং আপনার পরিবার ও প্রিয়জনদের নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। আমাদের সাথে হাতে হাত মিলিয়ে প্রতিলিপির এই সুন্দর জার্নিটি লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

কৃতজ্ঞতার সঙ্গে,

রঞ্জিত প্রতাপ সিং, প্রতিষ্ঠাতা, প্রতিলিপি