pratilipi-logo প্রতিলিপি
বাংলা

প্রতিলিপি সেরা কলমকার অ্যাওয়ার্ডস: 60 পর্বের গল্প লেখার জন্য 6টি সিক্রেট টিপস

22 অগাস্ট 2023

প্রিয় লেখক,

 

ভারতের সবথেকে জনপ্রিয় অনলাইন সাহিত্য প্রতিযোগিতা প্রতিলিপি সেরা কলমকার অ্যাওয়ার্ডস’ এর নতুন আরেকটি সিজন শুরু হয়ে গেছে। এই প্রতিযোগিতায় শুধুমাত্র একটি 60 পর্বের ধারাবাহিক গল্প লিখলেই আপনি পেয়ে যেতে পারেন প্রতিলিপিতে ‘সেরা কলমকার’ সম্মানে সম্মানিত হওয়ার অভাবনীয় সুযোগ; একইসাথে থাকছে আকর্ষণীয় অনেক পুরস্কার ও দারুণ সুযোগ। 

 

আমরা আপনার জন্য এনেছি এমন 6 টি সিক্রেট টিপস যার মাধ্যমে আপনি খুব সহজে একটি বড় ধারাবাহিক গল্প প্ল্যান করতে পারবেন। 

 

1. লাইনের একটি প্লট নিন - একটি সাদা পাতায় 1 লাইনের একটি প্লট ভেবে লিখুন। যেকোনো দৈনিক ঘটনা/ খবরের কাগজ/ টিভি নিউজ/ কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট বা প্রতিলিপির কোনো পাঠকের রিভিউ ইত্যাদি যেকোনো জায়গা থেকে আপনি এই প্লট আইডিয়া পেতে পারেন। 

 

2. গল্পের একটি সারাংশ লিখুন, হাফ পেজের বেশি নয় - এই 1 লাইনের প্লটের ওপর ভিত্তি করে আপনার গল্পটিকে ফ্রেম করার চেষ্টা করুন। গল্প কীভাবে শুরু ও শেষ হবে সেটা ভাবুন ও খুব সংক্ষেপে লিখে নিন। গল্পে কোন কোন গুরুত্বপূর্ণ চরিত্র থাকতে পারে সেটিও লিখুন। এছাড়া আরও কিছু পরিকল্পনা থাকলে সেটিও সাজিয়ে লিখে ফেলুন।

 

3. গল্পের মূল চরিত্রদের তৈরি করুন - আপনার গল্পের মূল চরিত্ররা কেমন হবে ভাবুন। তারা কোথায় থাকে? কেমন তাদের জীবন? তাদের বাড়িতে কে কে রয়েছে? তাদের ব্যক্তিগত জীবন বা পার্সোনালিটিই বা কেমন? আপনার গল্পে আর কোন কোন চরিত্র প্রয়োজন? এই সব নিয়ে 4-5 লাইনের একটি নোটস বানিয়ে নিন। 

 

4. গল্পের শুরু থেকে শেষ অবধি গুরুত্বপূর্ণ ঘটনাগুলি লিখে নিন - একটি সাদা পাতা নিন। ওপরে লেখা সারাংশ ও চরিত্রদের নিয়ে আপনার গল্পে কোন কোন সম্ভাব্য বড় ঘটনাগুলি ঘটতে থাকবে সেগুলি পরপর পয়েন্ট করে লিখে নিন। 

 

প্রতিটি ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত 1,2,3,4 পয়েন্ট করে পরপর লিখে ফেলুন। 1 লাইন করে প্রতিটি ঘটনা লিখে নিলেই হবে। 

 

5. গল্পটিকে বিভিন্ন পর্বে ভাগ করে নিন - এবার সময় এসে গেছে একটি 60 পর্বের গল্প প্ল্যান করার। মোট 6টি সেকশন বানিয়ে নিন এবং গল্পের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে প্রতিটি সেকশন অনুযায়ী ভাগ করে দিন -

 

1-10 পর্ব 

11-20 পর্ব 

21-30 পর্ব 

31-40 পর্ব 

41-50 পর্ব 

51-60 পর্ব 

 

প্রতিটি সেকশনে গল্প কীভাবে এগোবে? আপনার আইডিয়াগুলি এক একটি সেকশনের পাশে 1-2 লাইনে লিখে ফেলুন। 

 

6. প্রতিটি একক পর্ব নিয়ে এক লাইনের নোট লিখুন - আমরা এবার প্রায় তৈরি! আপনি গল্পকে ইতিমধ্যে 6টি সেকশনে ভেঙেছেন ও প্রতিটি বিভাগে গল্পে কী কী ঘটবে সেই আইডিয়া লিখে নিয়েছেন। এবার আপনাকে শুধু প্রতিটি একক পর্ব প্ল্যান করতে হবে।

 

গল্পের প্রতিটি পর্বে কী ঘটবে সেই নিয়ে 1 লাইন করে একটি রাফ আইডিয়া লিখে ফেলুন। যেমন - 

পর্ব 1-

পর্ব 2-

পর্ব 3-

পর্ব 4-

 

এইভাবে চালিয়ে যান…  

*******************************

 

এই পুরো প্ল্যানিং করতে আপনার লাগবে বড়জোর 2-3  দিন। কিন্তু মন রাখবেন, গল্প লেখা শুরুর আগে এই পরিকল্পনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন ‘সেরা কলমকার অ্যাওয়ার্ডস প্রতিযোগিতায় লেখা শুরু করবেন তখন এই পরিকল্পনাটিই আপনাকে কোনোরকম বাধা ছাড়াই একদম সহজে প্রতিদিন লেখা চালিয়ে যেতে সাহায্য করবে। আপনি যেহেতু আগে থেকেই সব প্ল্যান করে রাখছেন তাই আইডিয়া নিয়ে কোনো সমস্যা আপনার হবে না। এইভাবে অন্যান্য অংশগ্রহণকারীদের থেকে আপনি বেশ কয়েক ধাপ এগিয়ে থাকবেন।

 

একদম সহজে ধারাবাহিক গল্প লেখার প্রতিটি স্টেপ শিখে নিন লিংকে ক্লিক করে -

 

1. প্রতিলিপিতে আমরা কেন লেখকদের বড় ধারাবাহিক গল্প লিখতে বলি? 

2. কীভাবে একটি ছোট প্লট আইডিয়া থেকে বড় দৈর্ঘ্যের ধারাবাহিক গল্প তৈরি করবেন? 

3. কীভাবে বিভিন্ন চরিত্র ও সাব-প্লট তৈরি করবেন

4. কীভাবে একটি দারুণ প্রেমের গল্প লিখবেন? 

5. কীভাবে লিখবেন একটি সামাজিক, পরিবারভিত্তিক অথবা নারীবিষয়ক গল্প?

6. ভৌতিক, মিস্ট্রি, ফ্যান্টাসি এইধরণের থিমের ওপরের গল্প কীভাবে লিখবেন?   

7. কীভাবে আপনি একটি রোমাঞ্চকর সাসপেন্স থ্রিলার গল্প লিখতে পারবেন? 

8. গল্পের পয়েন্ট অফ ভিউ, ঘটনাক্রম, লুপহোল কীভাবে সাজাবেন? 

9. জেনে নিন পর্ব লেখা ও দৃশ্য রচনার বিভিন্ন পদ্ধতি

10. গল্পে সংলাপ, প্রথম পর্ব ও প্রথম দৃশ্য কীভাবে লিখবেন 

11. গল্পের হুক এবং প্লট ট্যুইস্ট কী? কীভাবে এটি লিখবেন? কীভাবে গল্পটিকে শেষ করবেন?

12. গল্পের চরিত্রদের বিভিন্ন অনুভূতি কীভাবে লিখবেন?

13. জনপ্রিয় ও ট্রেন্ডিং গল্পগুলি সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ  

14. গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠককে ধরে রাখার উপায়

15. কীভাবে একটি লেখার রুটিন বানাবেন? 

16. গল্প লেখার ক্ষেত্রে কিছু সাধারণ সমস্যা (রাইটিং ব্লক/স্ট্রেস/টাইম) ও তাদের সহজ সমাধান 

17. কীভাবে সফল ভাবে একটি ধারাবাহিক গল্প লিখবেন?

 

টিম প্রতিলিপির শেয়ার করা এই হ্যাক একবার ট্রাই করুন! আপনি নিজেই দেখবেন গল্প লেখার প্রক্রিয়াটি আপনার কাছে কতটা সহজ হয়ে গেছে। আমরা বিশ্বাসী যে আপনি খুব সহজে আপনার 60 পর্বের গল্পটি লেখা শেষ করতে পারবেন। 

 

লেখা শুরু করুন আজই!

অগ্রিম শুভেচ্ছা রইল,

প্রতিলিপি বাংলা প্রতিযোগিতা বিভাগ