pratilipi-logo প্রতিলিপি
বাংলা

ফলাফল - বাংলার লোককথা

29 মার্চ 2024

প্রিয় লেখক! 

 

'বাংলার লোককথা’ প্রতিযোগিতার বহু প্রতীক্ষিত ফলাফল প্রকাশ হয়ে গেছে!

 

আমরা প্রতিলিপির নতুন লেখকদের জন্যই এমনভাবে এই লেখার প্রতিযোগিতা আয়োজন করেছিলাম যাতে তারা একটি ধারাবাহিক গল্প প্রকাশের মাধ্যমে প্রতিলিপিতে গোল্ডেন ব্যাজ লাভের দিকে একধাপ এগিয়ে যেতে পারেন। আপনি ভাবতেই পারেন, এই গোল্ডেন ব্যাজ কেন এত গুরুত্বপূর্ণ! এককথায় বললে, গোল্ডেন ব্যাজ লাভ করাই হল প্রতিলিপিতে লেখার মাধ্যমে উপার্জন ও প্রতিমাসে লেখা থেকে রয়্যালটি লাভের পথে প্রথম ধাপ। তাই অত্যন্ত আনন্দের সাথে আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই আমাদের সেই লেখকদের যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোল্ডেন ব্যাজ লাভ করেছেন। 

 

এই লেখকেরা এখন পেয়ে যাবেন তাদের গল্পগুলিকে সাবস্ক্রিপশনে রাখার এক্সক্লুসিভ সুযোগ। যখনই তারা একটি নতুন গল্প প্রকাশ করবেন, গল্পের 16 পর্ব থেকে বাকি সমস্ত পর্বগুলি লকড হয়ে যাবে এবং ধারাবাহিক গল্পটি প্রতিলিপি প্রিমিয়ামের অন্তর্গত হয়ে যাবে। এরপর পাঠকেরা সাবস্ক্রিপশন কিনে, কয়েন দিয়ে অথবা পরের দিন অবধি অপেক্ষা করে গল্পের পর্বগুলি পড়তে পারবেন। প্রতিলিপির অন্যান্য হাজার হাজার লেখকের মতোই এই লেখকেরাো পেয়ে যাবেন প্রতিলিপি অ্যাপে নিয়মিত ধারাবাহিক গল্প লিখে প্রতিমাসে পাঁচ-দশ হাজার টাকা উপার্জনের দুর্দান্ত সুযোগ।   

 

একইসাথে এই গোল্ডেন ব্যাজপ্রাপ্ত লেখকেরা পেয়ে যাবেন প্রতিলিপি ‘সেরা কলমকার অ্যাওয়ার্ডস : সুপার 7 সিজন’ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ, দারুণ আর্থিক পুরস্কার, এক্সক্লুসিভ সার্টিফিকেট এবং অন্যান্য অনেক সুযোগসুবিধা।  

 

আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা জানি আপনি আপনার প্রতিভা ও লেখার গুণে ভবিষ্যতে লক্ষাধিক পাঠকের মন ছুঁয়ে নিতে পারবেন। একইসাথে আমরা কথা দিচ্ছি, আপনি যদি নিয়মিত প্রতিলিপিতে বড় ধারাবাহিক গল্প লিখতে থাকেন তাহলে লেখার জগতে একটি সফল কেরিয়ার গড়ে তুলতে আমরা আপনাকে সবরকমভাবে সাহায্য করব। 

 

‘বাংলার লোককথা’ প্রতিযোগিতায় যে গল্পগুলি আমাদের সকলের মন ছুঁয়ে গেছে - 

 

প্রথম পুরস্কার:  

1. প্রিয়তমা - বৃষ্টিধারা দাশগুপ্ত

(প্রতিলিপির তরফে একটি এক্সক্লুসিভ রাইটিং কিট + একটি এক্সক্লুসিভ ‘ডিজিটাল বিজয়ী সার্টিফিকেট’)

 

দ্বিতীয় পুরস্কার: 

2. ঐশ্বরিক - Tapas Mondal

(প্রতিলিপির তরফে একটি এক্সক্লুসিভ রাইটিং কিট + একটি এক্সক্লুসিভ ‘ডিজিটাল বিজয়ী সার্টিফিকেট’)

 

তৃতীয় পুরস্কার: 

3. জাতিঙ্গা রহস্য - Rima Chakraborty

(প্রতিলিপির তরফে একটি এক্সক্লুসিভ রাইটিং কিট + একটি এক্সক্লুসিভ ‘ডিজিটাল বিজয়ী সার্টিফিকেট’)

 

চতুর্থ পুরস্কার: 

4. বটগাছের কান্না - Animesh Roy 

(প্রতিলিপির তরফে একটি এক্সক্লুসিভ রাইটিং কিট + একটি এক্সক্লুসিভ ‘ডিজিটাল বিজয়ী সার্টিফিকেট’)

 

পঞ্চম পুরস্কার:

5. সেই মা যোগাদ্যা - রথীন্দ্রনাথ রায়

(প্রতিলিপির তরফে একটি এক্সক্লুসিভ রাইটিং কিট + একটি এক্সক্লুসিভ ‘ডিজিটাল বিজয়ী সার্টিফিকেট’)

 

ষষ্ঠ পুরস্কার: 

6. রাঢ় বাংলার দেবীদের কথা  - সংহিতা দাস     

(প্রতিলিপির তরফে একটি এক্সক্লুসিভ রাইটিং কিট + একটি এক্সক্লুসিভ ‘ডিজিটাল বিজয়ী সার্টিফিকেট’)

 

বিঃদ্রঃ- সকল বিজয়ী লেখকদের অনুরোধ করা হচ্ছে পুরস্কার সংগ্রহ করার জন্য অবিলম্বে আপনার নাম, র‍্যাঙ্ক, পিন কোডসহ সম্পূর্ণ ঠিকানা (ইংরেজিতে), ফোন নম্বর এবং নিজেদের প্রতিলিপি প্রোফাইলের লিংক আগামী 7 দিনের মধ্যে [email protected] এই ঠিকানায় ইমেলের মাধ্যমে পাঠান।

 

আরও কিছু দারুণ গল্প আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই - 

 

বিশ্বাস যুদ্ধে জলেশ্বর  রূপকথা হাজরা 

এলোকেশে বাইরে যেও না    - দিশা

চন্দনপুরের লোককথা - ঐশিনী রায় 

বাবা পঞ্চানন - Mousumi Acharya 

অব্যক্ত গৈরিক নিবন্ধ  - কলমে কঙ্ক       

পীর দেওয়ান সাহেব - দীপক

হরপার্বতী কথা - Dulal Das

উমার অভিশাপ - Sunanda Yadav

নিজের শহরের কথা - প্রতিশ্রুতি

কালী পার্কের কালী মন্দির - মিতা ঘোষ 

গ্রাম বাংলার লোক কথা - Diti Bhattacharjee 

মনসামঙ্গল - কল্পনার রাজকুমার

হৃদয়েশ রানাপ্রতাপ - Megha Ghosh

দুঃখিনী গল্পের পাতা

ভক্তির শক্তি - Swati Sardar               

 

 

 

 

 

 

প্রত্যেক বিজয়ী লেখকের ইমেলে আমরা আগামী কয়েকদিনের মধ্যেই পাঠাব প্রতিলিপির তরফ থেকে আকর্ষণীয় ডিজিটাল সার্টিফিকেট।

 

শুভেচ্ছা অফুরান,

প্রতিলিপি প্রতিযোগিতা বিভাগ