pratilipi-logo প্রতিলিপি
বাংলা

ফলাফল - সেরা কলমকার অ্যাওয়ার্ডস 6

24 ফেব্রুয়ারি 2024

প্রিয় লেখক,

 

অপেক্ষার দিন শেষ হল!

 

অত্যন্ত আনন্দের সাথে আমরা আজ ঘোষণা করতে চলেছি বহু প্রতীক্ষিত ‘সেরা কলমকার অ্যাওয়ার্ডস - 6’ প্রতিযোগিতার ফলাফল। তবে বিজয়ী লেখকদের নাম প্রকাশ করার আগে, আমরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। এত বিপুল সংখ্যক লেখক লেখিকা এবারে অংশগ্রহণ করেছেন যে এই সিজন আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আমরা ভীষণ খুশি যে বহু নতুন লেখক গোল্ডেন ব্যাজ পেয়ে এই প্রতিযোগিতায় প্রথমবার অংশগ্রহণ করেছেন, নতুন মুখ হিসেবে উঠে এসেছেন ও 60 পর্বের দারুণ ধারাবাহিক গল্প প্রকাশ করেছেন। 

 

‘সেরা কলমকার অ্যাওয়ার্ডস’ যেভাবে আমাদের দেশের অন্যতম জনপ্রিয় সাহিত্য বিষয়ক পুরস্কার হয়ে উঠেছে তা দেখে আমরা সত্যিই গর্বিত। ভারতজুড়ে 12টি ভাষা মিলিয়ে কয়েক হাজার জনপ্রিয় এবং নতুন লেখকের অংশগ্রহণ ও অসংখ্য বেস্টসেলার গল্প প্রকাশিত হওয়ার ফলে - এই জাতীয় স্তরের সাহিত্য প্রতিযোগিতা সকলের কাছে এনে দিয়েছে এক দারুণ সুযোগ যার মাধ্যমে তারা নিজেদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা সারা দেশের সামনে তুলে ধরতে পারছেন। 

 

প্রতিলিপিতে এমন  অসাধারণ মানের গল্প লেখার জন্য আমাদের সমস্ত ‘সেরা কলমকারদের’ আমরা জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিযোগিতায় জমা পড়া অসংখ্য লেখার মধ্যে আপনাদের লেখা গল্পগুলি সেরা হিসেবে মনোনীত হয়েছে এবং আপনাদের এই সাফল্যকে স্বীকৃতি দিতে পেরে আমরা গর্বিত।  

 

এছাড়া, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইভেন্টটিকে চূড়ান্ত সফল করে তোলার জন্য সমস্ত অংশগ্রহণকারী লেখকদের আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। লেখার প্রতি আপনাদের আবেগ আমাদের অনুপ্রাণিত করেছে। আমাদের প্ল্যাটফর্মে এত সংখ্যক প্রতিভাবান লেখকদের পেয়ে আমরা আপ্লুত ও গর্বিত।

 

গায়ে কাঁটা দিয়ে ওঠার মত ক্রাইম থ্রিলার, গা ছমছমে ভূতের গল্প, হৃদয়স্পর্শী প্রেমের গল্প, সামাজিক গল্প, সায়েন্স ফিকশন, ঐতিহাসিক গল্প -  আমাদের পাঠকরা সবধরনের লেখা পড়ার সুযোগ পেয়েছেন! সত্যি বলতে এই প্রতিযোগিতায় আমাদের লেখকরা যে মানের গল্প প্রকাশ করেছেন তা এককথায় অনবদ্য, অসাধারণ! প্রায় প্রতিটি গল্পই আমাদের মন ছুঁয়ে গেছে, এবং বেশ কিছু গল্প চিরকাল আমাদের মনে রয়ে যাবে। 

 

তবে প্রতিযোগিতার নিয়ম মেনে আমাদের সেরা কলমকারদের বেছে নিতেই হয়। তাই নিরন্তর প্রচেষ্টার পর এবারেও আমাদের বিচারকমণ্ডলী অজস্র গল্পের মধ্যে থেকে সেরার সেরা গল্পগুলিকে বেছে নিয়ে বিজয়ী তালিকা প্রস্তুত করেছেন। এবারের ‘সেরা কলমকারদের’ তালিকা নিচে দেওয়া হল - 

 

সেরা কলমকারদের তালিকা  

_________________________________________________________

 

পাঠকদের পছন্দ

 

প্রথম পুরস্কার: 

 

1. প্রণয়িনী【তৃতীয় ভাগ】নবনীতা চক্রবর্ত্তী

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

দ্বিতীয় পুরস্কার: 

2. মনের কিনারে - SBN Story

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

তৃতীয় পুরস্কার: 

3. মাফিয়াস অবসেশন - Sunny Kz

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

চতুর্থ পুরস্কার: 

4. রুদ্রাক্ষ - সোনালী লাহিড়ী 

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

পঞ্চম পুরস্কার:

5. তোমার বিরহে রহিব বিলীন - সৃষ্টিকথা

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

ষষ্ঠ পুরস্কার: 

6.  মিত্র বাড়ির ছোটো বউ - মনের ক্যানভাসে মেঘা

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

সপ্তম পুরস্কার: 

7. ঝংকার - Smritiparna Debnath

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

অষ্টম পুরস্কার: 

8. মন নিয়ে কাছাকাছি - ঈপ্সিতা ভট্টাচার্য্য

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

নবম পুরস্কার: 

9. রহস্যাবৃত ধূমাগড় - ক্যানভাসে রঙের ছটা

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

দশম পুরস্কার: 

10. তোমার মাঝে আমি - তানিশা

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

এই পুরস্কার তালিকার জন্য আমরা প্রথমেই প্রতিযোগিতায় প্রকাশিত সমস্ত গল্পগুলি থেকে ‘পাঠকের পছন্দ’ বিভাগের জন্য সেরা ১০টি গল্প বেছে নিয়েছি; প্রতিযোগিতা চলাকালীন গল্পের মোট পাঠক সংখ্যা ও গল্পের এনগেজমেন্ট স্কোর অর্থাৎ কত শতাংশ পাঠক গল্পটি শুরু থেকে শেষ অবধি পড়ছেন তার ভিত্তিতে।  

 

বিচারকদের পছন্দ

 

প্রথম পুরস্কার: 

1. বীরা- দ্য ওয়ারিয়ার - স্বর্ণলতা রায় কবিরাজ

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

দ্বিতীয় পুরস্কার: 

2. উজান হাওয়া - দেবিকা বসু

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

তৃতীয় পুরস্কার: 

3. হোম ডেলিভারি - স্বাতী ঘোষ

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

চতুর্থ পুরস্কার: 

4. কাম পিশাচ - পিউ হালদার

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

পঞ্চম পুরস্কার:

5. অভিশপ্ত বংশ - ২ - সুদীপা হালদার

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

ষষ্ঠ পুরস্কার: 

6. বরপুরুষ পরপুরুষ - সংঘমিত্রা রায়চৌধুরী

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

সপ্তম পুরস্কার: 

7. দগ্ধ হৃদয় - সঞ্চীতা রায়

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

অষ্টম পুরস্কার: 

8. চারুলতার স্বপ্ননীড়! - শর্মিষ্ঠা আচার্য্য

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

নবম পুরস্কার: 

9. বসন্তের দখিনা হাওয়া - প্রকৃতি কন্যা

 (ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

দশম পুরস্কার: 

10. তুমি আসবে বলে - Upali Bera

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

(বিঃদ্রঃ - বিচারকের পছন্দের তালিকায় প্রকাশিত একটি গল্প নির্দিষ্ট তারিখের বাইরে প্রকাশিত হয়ে থাকায় সেটিকে আমরা বাতিল করে দিয়েছি এবং নতুন তালিকা প্রকাশ করেছি।)

 

পাঠকদের পছন্দ তালিকার গল্পগুলিকে বেছে নেওয়ার পর বাকি থাকা গল্পগুলিকে নিয়ে আমরা এক তালিকা প্রস্তুত করেছি। যার প্রতিটি লেখা আমাদের দক্ষ বিচারকমণ্ডলী খুঁটিয়ে পড়ে, কিছু মাপকাঠির ভিত্তিতে সেরা 10টি গল্প বেছে নিয়েছেন - 

  

সেরা ভৌতিক/তন্ত্রমন্ত্রের গল্প

 

প্রথম পুরস্কার: 

1. রক্তকলস - ডঃ মালা মুখার্জী

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

দ্বিতীয় পুরস্কার: 

2. কালের ঘরে মহাকাল - মৌসুমী বৈদ্য দাস

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

তৃতীয় পুরস্কার: 

3. চন্দ্রাহত - রিয়া ভট্টাচার্য 

(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )

 

বিঃদ্রঃ- সকল বিজয়ী লেখকদের অনুরোধ করা হচ্ছে পুরস্কার সংগ্রহ করার জন্য অবিলম্বে আপনাদের নাম, র‍্যাঙ্ক, পিন কোডসহ সম্পূর্ণ ঠিকানা (ইংরেজিতে), ফোন নম্বর, সম্পূর্ণ ব্যাংক ডিটেলস, PAN কার্ড নম্বর এবং নিজেদের প্রতিলিপি প্রোফাইলের লিংক আগামী 10 দিনের মধ্যে [email protected] এই ঠিকানায় ইমেলের মাধ্যমে পাঠান।

 

আরও কিছু দারুণ গল্প আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই - 

 

এই গল্পগুলি হয়ত এবারের মত বিজয়ী তালিকায় স্থান পায়নি তবে এই লেখাগুলি বিশেষভাবে আমাদের মন ছুঁয়ে গেছে তা বলতেই হবে। আশা রাখি পরের সিজনে আমরা আপনাদের অবশ্যই বিজয়ী হিসেবে দেখতে পাব। 

 

 

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমরা সেরা উদীয়মান লেখক পুরস্কার এবং নিশ্চিত পুরস্কার - 80 (আশি) পর্বের চ্যালেঞ্জ এই দুই তালিকা প্রকাশ করব। তাই নজর রাখুন প্রতিলিপি অ্যাপের সম্পাদকীয় বিভাগে। 

 

আশা করি আপনারা সকলেই ‘সেরা কলমকার অ্যাওয়ার্ডস - 7’ প্রতিযোগিতায় লিখছেন। প্রকাশ করুন আপনার বেস্টসেলার গল্পটি এবং প্রতিলিপি অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে পৌঁছে যাওয়ার সুযোগ পান প্রতিলিপির কয়েক মিলিয়ন পাঠকের হৃদয়ে - https://bengali.pratilipi.com/event/re0xyl9k25

 

শুভেচ্ছা অফুরান,

প্রতিলিপি প্রতিযোগিতা বিভাগ